Wellcome to National Portal

কাশিয়ানী উপজেলা তথ্য বাতায়নে স্বাগতম! Welcome to Kashiani upazila information portal! কাশিয়ানী উপজেলা তথ্য বাতায়নে স্বাগতম! Welcome to Kashiani upazila information portal!

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য প্রেরণ প্রসঙ্গে । সকল ইউনিয়ন। অতীব জরুরী!  নোটিশে ছক সংযুক্ত


ছবি
শিরোনাম
ঐতিহ্যবাহী হিরণ্যকান্দী আমতলা, মহেশপুর ইউনিয়ন, কাশিয়ানী,গোপালগঞ্জ।
বিস্তারিত

পুরন ঐতিহ্যবাহী আম গাছ। যার বয়স ১৫০ বছরের বেশি।কিভাবে যাওয়া যায়: মহেশপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণাচলে অবস্থিত । ইউনিয়ন পরিষদ থেকে জয়নগর বাজার থেকে শিবগাতী হাইওয়ে রোডে (ভ্যান ভাড়া ০৮টাকা) সেখান থেকে পশ্চিমে হাইওয়ে রোড ধরে চলে যেতে হবে প্রায় ০.৫ কিঃমিঃ রোডের দক্ষিণপার্শ্বে তাকালেই দেখা যাবে শত বছরের সেই পুরনো আম গাছটি চুল এলোশেলো করে দাড়িয়ে আছে ।মহেশপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণাচলে অবস্থিত । ইউনিয়ন পরিষদ থেকে জয়নগর বাজার থেকে শিবগাতী হাইওয়ে রোডে (ভ্যান ভাড়া ০৮টাকা) সেখান থেকে পশ্চিমে হাইওয়ে রোড ধরে চলে যেতে হবে প্রায় ০.৫ কিঃমিঃ রোডের দক্ষিণপার্শ্বে তাকালেই দেখা যাবে শত বছরের সেই পুরনো আম গাছটি চুল এলোশেলো করে দাড়িয়ে আছে ।গাছটির বয়স আনুমানিক ১৫০বছর।এখানে প্রায় সারা বছরই দর্শনার্থীরা আসেন। বিশেষ করে  ঈদুল ফিতর,ঈদুল আযহা, পহেলা বৈশাখ, ইংরেজী নববর্ষ, ভ্যালেইন্টেইন ডেসহ বিভিন্ন সামাজিক উৎসবে  উপচে পড়া ভিড় হয় । এক রকম গ্রাম্য মেলার মত সৃষ্টি হয়।অবস্থান: হিরণ্যকান্দী (৩নং ওয়ার্ড) মহেশপুর ইউনিয়ন , কাশিয়ানী, গোপালগঞ্জ।

কাশিয়ানী উপজেলা তথ্য বাতায়ন সম্পর্কে যে কোন পরামর্শ বা মতামত থাকলে জানানোর অনুরোধ রইলো। ধন্যবাদ