ব্যাবসা বানিজ্য .কাশিয়ানীতে মুলত কাশিয়ানী বাজার-ই প্রধান এই বাজারে সকাল হতে রাত পযন্তু বিভিন্ন মালপত্র পওয়া যায়। এই বাজের সব ধরনের পন্য বিক্রি হয়। কাচা বাজার ,পোশাকের সমারহ সহ কাঠের আসবাস পত্র কোকোরাইজের পন্য পাওয়া যায়। কাশিয়ানী মুলত কৃষি প্রধান ব্যাবসা হয়ে থাকে এখানে প্রচুর পরিমান পাট উতপন্ন হয়। এখানে পাট ধান কলাই বিভিন্ন হাটে বিক্রি হয় তার মধ্যে ভাটিয়াপাড়া জয়নগর হটে পাট বিক্রি হয় । ধান কলই মুলত ভাটিয়াপাড়া জয়নগর রামদিয়া হাটে বিক্রি হয় । রামদিয়া হাট কাঠ বিক্রির জন্য বিখ্যাত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস