কাশিয়ানী উপজেলার ভূ-প্রকৃতি এবং ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতির উপর রয়েছে ব্যপক প্রভাব । বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুন্যভূমি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাকে ঘিরে রয়েছে নড়াইল এবং ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা । এখানে ভাষার মুল বৈশিষ্ট বাংলাদেশের অন্যান্য উপজেলার অনুরুপ তবে উপজেলার উত্তর ও দক্ষিন-পূর্ব পাশে ব্যাসপুর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাস। উক্ত জনগোষ্টির ভাষা ও সংস্কৃতির সামান্য তারতম্য খুজে পাওয়া যায় । উক্ত অঞ্চলের ভাষার সহিত ফরিদপুর এবং ঢাকা অঞ্চলের ভাষার সাদৃশ্য রয়েছে । বৃহত্তর ফরিদপুরের নিমণভুমি এবং মধুমতি- বারাশিয়া নদীর গতিপ্রকৃতি অত্র এলাকার মানুষের ভাষা, সংস্কৃতি , খাদ্যাভাসে ব্যাপক প্রভাব ফেলেছে মর্মে জানা যায় ।
ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, এটি এককালের একটি বিখ্যাত গ্রাম। মধুমতি নদী এবং বারাশিয়া নদী এই উপজেলার মূখ্য নৌপথ। নওয়াব আলীবর্দি খাঁর আমলে জমিদার বাবু দর্পনারায়ণ সেন এর স্মৃতি বিজড়িত এ অঞ্চলের সভ্যতা প্রাচীনকালের । সাংস্কৃতিক মন্ডলে কাশিয়ানী উপজেলার অবদান অনস্বীকার্য । প্রখ্যাত নজরুল সংগীত শিল্পি ফিরোজা বেগমসহ অসংখ্য গুনীজনের বাস এ অঞ্চলে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস