উপজেলা পরিষদ কার্যালয়
কাশিয়ানী, গোপালগঞ্জ।
নং-উউসক/০৫.৩০.৩৫৪৩.০০৩.০১.০০১.১৩-(৫০) তারিখঃ ১৪ আগস্ট, ২০১৩ খ্রিঃ
বিষয় মাসিক সভা অনুষ্ঠানের তারিখ নির্ধারণ প্রসঙ্গে ।
কাশিয়ানী উপজেলার আগস্ট/ ২০১৩ মাসের মাসিক সভাসমূহ নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। বিভাগীয় কর্মকর্তাবৃন্দকে সভা অনুষ্ঠানের পূর্বের দিন বিভাগীয় কার্যক্রমের ওয়ার্কিং পেপার অত্র কার্যালয়ে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো ।
তারিখ সময় | সভার বিবরণ | স্থান | |
২১-০৭-২০১৩ | সকাল ১০-০০ মিঃ |
উপজেলা আইন -শৃংখলা কমটির সভা
| উপজেলা পরিষদ সভাকক্ষ |
সকাল ১১-৩০ মিঃ | উপজেলা পরিষদের মাসিক সভা | ||
সকাল ১২-৩০ মিঃ | উপজেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন সংক্রান্ত সভা |
মুহাম্মদ আব্দুল লতিফ উপজেলা নির্বাহী অফিসার
কাশিয়ানী, গোপালগঞ্জ।
প্রাপকঃ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . , কাশিয়ানী, গোপালগঞ্জ ।
নং-উউসক/০৫.৩০.৩৫৪৩.০০৩.০১.০০১.১৩- /১ (৫) তারিখঃ১৪ আগস্ট, ২০১৩ খ্রিঃ
সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ করা হলো ঃ
১। মাননীয় সংসদ সদস্য, নির্বাচনী এলাকা, গোপালগঞ্জ-১ ।
২। মাননীয় সংসদ সদস্য, নির্বাচনী এলাকা, গোপালগঞ্জ-২ ।
৩। জেলা প্রশাসক, গোপালগঞ্জ ।
৪। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কাশিয়ানী, গোপালগঞ্জ ।
৫। অফিসার-ইনচার্জ, কাশিয়ানী থানা। আইন-শৃংখলা বিষয়ক মাসিক প্রতিবেদন সভা অনুষ্ঠানের ০১ দিন পূর্বে অত্র
কার্যালয়ে প্রেরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
উপজেলা নির্বাহী অফিসার
কাশিয়ানী, গোপালগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস