Wellcome to National Portal

কাশিয়ানী উপজেলা তথ্য বাতায়নে স্বাগতম! Welcome to Kashiani upazila information portal! কাশিয়ানী উপজেলা তথ্য বাতায়নে স্বাগতম! Welcome to Kashiani upazila information portal!

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য প্রেরণ প্রসঙ্গে । সকল ইউনিয়ন। অতীব জরুরী!  নোটিশে ছক সংযুক্ত


ভাষা ও সংষ্কৃতি

কাশিয়ানী উপজেলার ভূ-প্রকৃতি এবং ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতির উপর রয়েছে ব্যপক প্রভাব । বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুন্যভূমি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাকে ঘিরে রয়েছে নড়াইল এবং ফরিদপুর  জেলার বিভিন্ন উপজেলা । এখানে ভাষার মুল বৈশিষ্ট বাংলাদেশের অন্যান্য উপজেলার অনুরুপ তবে উপজেলার উত্তর ও দক্ষিন-পূর্ব পাশে ব্যাসপুর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাস। উক্ত জনগোষ্টির ভাষা ও সংস্কৃতির সামান্য তারতম্য খুজে পাওয়া যায় । উক্ত অঞ্চলের ভাষার সহিত ফরিদপুর এবং  ঢাকা অঞ্চলের  ভাষার সাদৃশ্য রয়েছে । বৃহত্তর ফরিদপুরের নিমণভুমি এবং   মধুমতি- বারাশিয়া নদীর গতিপ্রকৃতি অত্র এলাকার মানুষের ভাষা, সংস্কৃতি , খাদ্যাভাসে ব্যাপক প্রভাব ফেলেছে মর্মে জানা যায় ।

ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, এটি এককালের একটি বিখ্যাত গ্রাম। মধুমতি নদী এবং বারাশিয়া নদী এই উপজেলার মূখ্য নৌপথ। নওয়াব আলীবর্দি খাঁর আমলে  জমিদার বাবু দর্পনারায়ণ সেন এর স্মৃতি বিজড়িত এ অঞ্চলের সভ্যতা প্রাচীনকালের । সাংস্কৃতিক মন্ডলে কাশিয়ানী উপজেলার অবদান অনস্বীকার্য । প্রখ্যাত নজরুল সংগীত  শিল্পি ফিরোজা বেগমসহ অসংখ্য গুনীজনের বাস এ অঞ্চলে । 

কাশিয়ানী উপজেলা তথ্য বাতায়ন সম্পর্কে যে কোন পরামর্শ বা মতামত থাকলে জানানোর অনুরোধ রইলো। ধন্যবাদ