কাশিয়ানী উপজেলা ৩০০১৪র্ উত্তর অক্ষাংশ এবং ৮৯০১২র্ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। কাশিয়ানী উপজেলার উত্তরে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা, পশ্চিমে আলফাডাংগা পুর্বে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা এবং দক্ষিনে গোপালগঞ্জ সদর উপজেলা । মধুমতি ও বারাশিয়া নদী দ্বারা কাশিয়ানীকে অন্য উপজেলা হতে পৃথক করেছে । আয়তন- ৩০০ ব:কি:মি:। জনসংখ্যা- ২,০৭৬১৫ জন। ঘনত্ব- ৬৯৩ জন (প্রতি ব:কি:মি:)। ইউনিয়ন- ১৪টি। মৌজা-১৫৩ টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস