Wellcome to National Portal

কাশিয়ানী উপজেলা তথ্য বাতায়নে স্বাগতম! Welcome to Kashiani upazila information portal! কাশিয়ানী উপজেলা তথ্য বাতায়নে স্বাগতম! Welcome to Kashiani upazila information portal!

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য প্রেরণ প্রসঙ্গে । সকল ইউনিয়ন। অতীব জরুরী!  নোটিশে ছক সংযুক্ত


শিরোনাম
গ্রাম পুলিশ
ছবি
label.column.field_office_cism

 ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড এক জন করে গ্রাম পুলিশ আছে।

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টারঃ

 

 দপ্তরের কার্যাবলীঃ

০১। উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়ন ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন।

       ০২। অধিন্যস্ত সকল গেজেটেড, নন-গেজেটেড কর্মকর্তা, কর্মচারীরর বার্ষিক গোপনীয় প্রতিবেদন লেখা ও প্রতি স্বাক্ষরের জন্য জেলা    কমান্ড্যান্টের

             কার্যালয়ে প্রেরণ।

      ০৩। প্রতিষ্ঠান প্রধানের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসি, আর) প্রতি স্বাক্ষর করা।

       ০৪। উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কাজ সম্পাদন করা।

       ০৫। সংশিস্নষ্ট উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভায় যোগদান করা।

      ০৬। জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সমন্বয় সভায় যোগদান করা।

       ০৭। শ্রামিত্ম বিনোদন ছুটির সুপারিশ জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে প্রেরণ করা হয়।

      ০৮। পেনশন সুপারিশ জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে প্রেরণ করা হয়।

       ০৯। ইবি অতিক্রমের সুপারিশ জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে প্রেরণ করা হয়।

১০। কর্মচারীদের বেতন দেওয়া হয়।

১১। ইউনিয়ন ভিডিপি দলনেতা ও দলনেত্রীদের মাসিক সম্মানী ভাতা দেওয়া হয়।

১২। পেশা ভিত্তিক প্রশিক্ষনঃ * মৎস্য চাষ প্রশিক্ষন, * কম্পিউটার বেসিক প্রশিক্ষন, * ইলেট্রিশিয়ান প্রশিক্ষন, * নকশিকাথাঁ প্রশিক্ষন, * বস্ন্যাক বেঙ্গল ছাগল পালন প্রশিক্ষণ, * উন্নত প্রযুক্তিতে সংরক্ষন ও ব্যবহার শীর্ষক প্রশিক্ষন, * ড্রাইভিং প্রশিক্ষন, *গবাদী পশুপালন প্রশিক্ষন, * হাঁস-মুরগী চিকিৎসা ও পালন প্রশিক্ষন, * ফ্রিজ ও এয়ার কন্ডিশনার প্রশিক্ষন, * অমৌসুমী সবজি চাষ প্রশিক্ষন, * উন্নত প্রযুক্তিতে নার্সারী স্থাপন প্রশিক্ষন, * দেশীও পদ্ধতিতে হাঁস মুরগীর বাচ্চা ফুটানো ও পালন, * আধুনিক ফল চাষ প্রশিক্ষন, উন্নত মানের আম চারা উৎপাদন প্রশিক্ষন,  স্ট্রবেরী চাষ ও উৎপাদন প্রশিক্ষন, *উন্নত জাতের মাসরম্নম চাষ প্রশিক্ষন, * সেলাই প্রশিক্ষন, *ওয়েলন্ডিং প্রশিক্ষন, * মোবাইল ও ফোন সেট মেরামত ও রক্ষনাবেক্ষন, * সোয়েটার মিটিং প্রশিক্ষণ,

১৩। ১০ দিন মেয়াদী সংশিস্নষ্ট গ্রামের ৩২ জন পুরম্নষ ও ৩২ জন মহিলা সমন্বয় গঠিত ২টি প্লাটুনকে বিনামূল্যে প্রশিক্ষন দেওয়া হয়।

১৪। সাধারন আনসার মৌলিক প্রশিক্ষন পুরম্নষ ও মহিলা অংশ গ্রহনের মধ্যে দিয়ে সাধারন আনসারের দায়িত্ব পালনে সক্ষম হয়ে থাকে এবং অঙ্গীভূত হওয়ার যোগ্যতা অর্জন করে। যে কোন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান/ সংস্থায় চাহিদা বিবেচনা করে যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠানের নিয়মতান্ত্রিক ভাবে নিরাপত্তা রক্ষার জন্য আনসার অঙ্গীভহত করে দায়িত্বে নিয়োগ করা হয়।

১৫। ক্লাব, সমিতি গঠন, পুনঃগঠন ও পরিচালনা প্রশিক্ষন দেওয়া হয়।

১৬। জাতীয় স্থানীয় নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রে সুষ্ঠভাবে আইন শৃংখলা রক্ষার জন্য প্রশিক্ষন প্রাপ্ত আনসার ভিডিপি সদস্য/সদস্যা দায়িত্ব পালন ও পরিচালনা করে থাকে।

১৭। সার্বজনীন দূর্গাপূজা উপলক্ষে আইন শৃংখলা রক্ষার্থে পূজা মন্ডপে দায়িত্ব পালন করে থাকে।

১৮। ইউনিয়ন দলনেতা দলনেত্রীদের তাদের কাজের মাসিক প্রতিবেদন লিখিত আকারে আনসার ভিডিপি দপ্তরে প্রেরণ করে  সেটা নিয়ে কাজের অগ্রগতি আলোচনা পর্যালোচনা করা হয় এবং প্রতিবেদনটি জেলা আনাসার ভিডিপি কমান্ড্যান্ট এর কার্যালয়ে প্রেরণ করা হয়।

১৯। আনসার ভিডিপি সদস্য/সদস্যা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার ক্রয় করে স্বল্প সুদে ঋণ গ্রহণ করে উৎপাদনমুখী কাজ করে থাকে।

২০। গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বঃ ক) দেশের আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে জন কল্যান মূলক কাজে অংশ গ্রহণ করে থাকে। খ) আইন শৃংখলা ও জন নিরাপত্তা মূলক কাজে সহায়তা প্রদান করে থাকে গ) সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত যে কোন দায়িত্ব পালন করে থাকে। ঘ) সরকার নির্দেশে অস্ত্র ও গোলা বারুদ সহকারে জন নিরাপত্তা মূলক কাজে অংশ গ্রহণ করে থাকে।

সাধারণ তথ্য

গ্রাম পুলিশ গ্রামের প্রান্তিক মানুষের আইন শৃংখলা  পালনে গুরুত্বপূর্ন কাজ করে থাকে।

label.column.field_projects

বিভিন্ন প্রকল্প রয়েছে

যোগাযোগ

সকল ইউরিয়ন পরিষদ

কাশিয়ানী উপজেলা তথ্য বাতায়ন সম্পর্কে যে কোন পরামর্শ বা মতামত থাকলে জানানোর অনুরোধ রইলো। ধন্যবাদ