১৯৯৮ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়ে জমির পরিমান ৩০০ শতাংশ। ফ্লোর পাকা টিন সেট ঘর ৪টি। বিদ্যালয়ের রুম সংখ্যা ১১টি। সামনে খেলার মাঠ প্রায় ৭৫ শতাংশ। দক্ষিন পার্শ্বে শহীদ মিনার অবস্থিত। পশ্চিমে এম.এ. খালেক ডিগ্রি কলেজ উত্তরে ১নং পোনার চর সঃ প্রাঃ বিদ্যালয় পূর্ব পাশে পাকা রাস্তা। জুনিয়র পর্যন্ত এম,পিও, ভূক্ত এবং দশম শ্রেণী স্বীকৃতি প্রাপ্ত। বর্তমান বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৩০০ জন। শিক্ষক ও কর্মচারীদের সংখ্যা ১৩ জন। বিদ্যালয়ের পূর্ব-উত্তর পাশে ১০০ গজ পরে হেলিপ্যাড এবং বিদ্যালয়ের পূর্ব দিকে ৩০০গজ দূরে বিশ্বরোড অবস্থিত।
বিদ্যালয়টি প্রথমে ১৯৭১ সালে এলাকার বিত্তবান মরহুম এম.এ খালেক সাহেব বিদ্যালয়ের নামে ৩০০ শতাংশ জমি দান করে প্রতিষ্ঠিত করেন। তৎকালিন বিভিন্ন কারণে বিদ্যালয়ের কার্যক্রম স্থগিত থাকে। গত ১৯৯৮ইং সালে এলাকার বিদ্যোৎসাহী ও সাধারণ লোকদের সফল উদ্যোগ ও আন্তরিক সহযোগিতায় পুনরায় বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়ে অদ্যাবধি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ে লেখা পড়ার পাশাপশি খেলাধূলা ও সহপাঠ্য কার্যক্রম যথারীতি অনুশীলন হয়ে থাকে। বিদ্যালয়ের ছেলে মেয়েরা অনেকবার উপজেলা ভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে। এছাড়া ইসলামী ফাউন্ডেশন আয়োজিত কবিতা ও হামদ প্রতিযোগীতায় ঢাকা পর্যায়ে অংশগ্রহণ ও ক্রিকেট খেলা প্রতিযোগীতায় জেলা পর্যায় বিজয়ী হয়েছে।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
ষষ্ঠ | ২৩ | ৫৮ | ৮২ জন |
সপ্তম | ২৯ | ৩৯ | ৬৮ জন |
অষ্টম | ২২ | ৪০ | ৬২ জন |
নবম | ১১ | ১৭ | 33জন |
দশম | ২৩ | ১৬ | ৩৯ জন |
নাম | পদবী |
১) জনাব মোঃ আবুল হোসেন | সভাপতি |
২) জনাব কাজী নজরম্নল ইসলাম | শিক্ষক প্রতিনিধি |
৩) জনাব মোঃ আশরাফ আলী | শিক্ষক প্রতিনিধি |
৪) জনাব নাইচ সুলতানা | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
৫) জনাব মোঃ আইয়ূব আলী | অভিভাবক সদস্য |
৬) জনাব মোঃ তবিবুর রহমান | ঐ |
৭) জনাব মোঃ আবু সাঈদ মোল্যা | ঐ |
৮) জনাব মোঃ আশরাফ আলী | ঐ |
৯) জনাব মাহমুদা বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১০) সভাপতি | প্রতিষ্ঠাতা সদস্য |
১১) জনাব মোঃ ফায়েকুজ্জামন | দাতা সদস্য |
১২) আলহাজ্ব এস,এম আজিজুর রহমান | কো-আপ্ট সদস্য |
১৩) প্রধান শিক্ষক | সদস্য সচিব |
পরীক্ষার নাম | সাল | পাশের হার (%) | জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা |
২ | ৩ | ৪ | ৫ |
জে.এস.সি | ২০১০ | ৪৬ |
|
২০১১ | ৬৩ |
| |
এস.এস.সি | ২০১১ | ৬২ |
|
সেকায়েফের মাধ্যমে শিক্ষার্থীরা উপবৃত্তিপেয়ে থাকে।
এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা অর্জন করছেন।
বিদ্যালয়ের কর্যক্রম যথাযথ ভাবে পরিচালনার মাধ্যমে এলাকার কোমলমতি শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখা। প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা। যে সকল শিক্ষার্থী শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদেরকে স্কুল মুখি করা।
কাশিয়ানী উপজেলা পরিষদ থেকে দক্ষিণ-পূর্ব দিকে বিশ্বরোডের দিকে মাইল খানেক পায়ে হেটে অথবা অন্য যানবাহনে এগুলেই হাতের ডানদিকে কাঙ্খিত এই সুদৃশ্য এবং এতিহ্যবাহী বিদ্যালয়টি স্বমহিমায় দন্ডায়মান। এছাড়া যোগাযোগঃ | ||||||
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস