ধানকোড়া উচ্চ বিদ্যালয়টি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাধীন ধানকোড়া গ্রামের মধূমতি নদীর উত্তর পাড়ে নিরিবিলি মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত।
১৯৫০ সালের সালের আগে অত্র এলাকায় কোন প্রাথমিক, জুনিয়ার ও মাধ্যমিক বিদ্যালয় ছিলনা। ১০ কিলোমিটার দক্ষিনে ছিল ইতনা মাধ্যমিক বিদ্যালয়। পশ্চিমে ছিল লোহগাড়া মাধ্যমিক বিদ্যালয়। ৮ কিঃ মিঃ উত্তরে ছিল কাশিয়ানী মাধ্যমিক বিদ্যালয়। পূর্বে ছিল উড়াকান্ধি মাধ্যমিক বিদ্যালয়। উল্লেখিত ষ্কুলগুলোর দুরুত্বের কারনে এলাকার অধিকাংশ ষ্কুলগামী ছাত্রছাত্রী মাধ্যমিক শিক্ষা গ্রহনে বঞ্চিত ছিল। তখন ধানকোড়ায় একটি ষ্কুল প্রতিষ্ঠা ছিল অতীব জরুরী। তখন এটা বিবেচনা করে স্থানীয় বিদ্যোৎসহী ব্যক্তিরা এইষ্কুলটি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেন। ইহাতে এলাকায় ব্যাপক সাড়া যোগায়। ১৯৫০ সালে জুনিয়র হিসাবে এবং মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বিকৃতি লাভ করে। প্রথম এস.এস.সি পরীক্ষায় ৮০% পাস করে। এরপর ষ্কুলটি চলতে শুরু করে। বর্তমানে অত্র বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ২৩২ জন।
৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম |
ছাত্র-২৫ | ছাত্র-২২ | ছাত্র-২৪ | ছাত্র-১৩ | ছাত্র-২০ |
ছাত্রী-৩০ | ছাত্রী-২৮ | ছাত্রী-৩৬ | ছাত্রী-১৭ | ছাত্রী-১৭ |
মোট-৫৫ | মোট-৫০ | মোট- ৬০ | মোট-৩০ | মোট-৩৭ |
ম্যানেজিং কমিটির কার্যকালঃ | ৩০/০১/২০১১ থেকে ২৯/০১/২০১৩ পর্যন্ত |
পরিচালনা পরিষদের বিবরণ
১ | জনাব মোঃ মোশারফ হোসেন | সভাপতি |
২ | জনাব আল হিলাল মোল্যা | শিক্ষক প্রতিনিধি |
৩ | জনাব মোঃ দেলোয়ার হোসেন | শিক্ষক প্রতিনিধি |
৪ | জনাব রীতা রানী জোয়ারদার | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
৫ | জনাব অলিয়ার রহমান | অভিভাবক সদস্য |
৬ | জনাব আঃ রাজ্জাক শেখ | অভিভাবক সদস্য |
৭ | জনাব মোঃ হিমায়েত উদ্দিন শেখ | অভিভাবক সদস্য |
৮ | জনাব শওকত তালুকদার | অভিভাবক সদস্য |
৯ | জনাব মনিরা বেগম | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
১০ | শূন্য | প্রতিষ্ঠাতা সদস্য |
১১ | শূন্য | দাতা সদস্য |
১২ | জনাব মোঃ মোশারফ হোসেন | কো-অপ্ট সদস্য |
১৩ | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
সন | মোট শিক্ষাথী | পাশ | হার |
২০০৭ | ৩৩ | ১১ | ৩৪% |
২০০৮ | ২৭ | ১৭ | ৬০% |
২০০৯ | ৩৬ | ২০ | ৫০% |
২০১০ | ২৫ | ১৮ | ৭২% |
২০১১ | ৪৬ | ২৭ | ৫৯% |
প্রাইমারীবৃত্তি-১৫, জুনিয়ার বৃত্তি- ০৮ জন।
বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর অর্জিত বৈশিষ্ট্য অনুপম। এস.এস.সি পাশ করা অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষা লাভ করিয়া উকিল ব্যারিষ্টার, জজ ও অন্যান্য অফিসার পদে কমরত আছেন। অনেকে বুয়েট বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন ও শিক্ষকতায় নিয়োজিত আছেন। বিভিন্ন সময়ে ৮ম শ্রেণীর বৃত্তি পেয়েছে। বর্তমান সময়ে (A+) পাইয়াছে পুরুরষ্কৃত হইয়াছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্তজেলা খেলাধুলা এলাকা ভিত্তিক খেলাধুলায় যথেষ্ট সুনাম অর্জন করিয়াছে। আরো জানা অজানা বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও কর্মচারীতে নিয়োজিত আছে। বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দাতা শুভাকাঙ্খী আছেন।
ভবিষ্যতে শতভাগ পাস হয় সেভাবে তাহার প্রচেষ্টা আছে। জে,এস,সি এস.এস.সি পরীক্ষায় (A+) অধিক প্রাপ্তির পরিকল্পনা, অভিভাবক শিক্ষকের মতবিনিময় লাভে মধ্যে দিয়ে ক্রটিমুক্ত নিয়ম শৃঙ্খংলা পালন, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উন্নায়ন ধরে রাখার মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন পরিকল্পনা আছে।
Dhankorahighschool@yahoo.com EIIN NO- 109503
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস