গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের কুমার নদের তীর ঘেষে কুমারিয়া গ্রামের একটি মনোরম পরিবেশে বিদ্যালয়টি স্থাপিত। ৩ আধা-পাকা ও ১টি টি টিনের চৌচালা বেষ্টিত ইংরেজী বড় অক্ষরের এল ফন্টের দক্ষিনমুখী বিদ্যালয়টিতে রয়েছে ১ টি অফিস কক্ষ , ৪টি শ্রেণী ও ১ টি কমনরুমসহ মোট ৬ টি কক্ষ। বিদ্যালয়টিতে ১ টি গভীর ও ১ টি অগভীর নলকূপসহ ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ২ টি পাকা শৌচাগারের ব্যবস্থা রয়েছে। দক্ষিনে বিশাল খেলার মাঠ এবং পূবের কাচা রাস্তা ১.০৩ একর জমির ওপর দন্ডায়মান এই বিদ্যালয়টিকে করে রাখে সবসময় প্রাণবন্ত।
প্রাচ্যের অক্র্ফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও আগে শিক্ষার আলো ছড়াচ্ছিল যে প্রতিষ্ঠানটি সেটির নাম কুমারিয়া লক্ষ্মীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় । শিক্ষার আলো দ্বারে দ্বারে পৌঁছে দেবার মানসে ১৯০৪ সালে প্রতিষ্ঠাতা হিসেবে বাবু সুধন্য কুমার দাস ও ৫ জন দাতার একান্ত উদ্যোগে এই বিদ্যালয়টি মাথা উঁচু করে দাঁড়ায়। প্রথমে বিদ্যালয়টি তৎকালীন মাইনর এডুকেশন (M.E) হিসেব প্রতিষ্ঠা পায়। পরবর্তীতে অর্থাৎ ১৯৫৮ সালে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিকে উন্নীত হয়।
ক্র.নং | শ্রেণী | বালক | বালিকা | মোট | মন্তব্য |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ |
১ | ষষ্ঠ | ১৮ | ২২ | ৪০ |
|
২ | সপ্তম | ২৪ | ৩১ | ৫৫ |
|
৩ | অষ্টম | ২৩ | ৩৫ | ৫৮ |
|
কমিটির ধরন | কমিটির মেয়াদকাল | সদস্য সংখ্যা | মন্তব্য | |
হইতে | পর্যন্ত | |||
১ | ২ | ৩ | ৪ | ৫ |
ম্যানেজিং কমিটি | ২৭-০৬-২০১১ | ২৬-০৬-২০১৩ | ১১ |
|
পরীক্ষার নাম | সাল | পাশের হার (%) | জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা |
২ | ৩ | ৪ | ৫ |
জে.এস.সি | ২০১১ | ৪২.১০% | - |
২০১০ | ৩৫.৭১% | - |
২০০৪ সালে ১ টি জুনিয়র বৃত্তি
বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে
নারী শিক্ষার হার বেড়েছে
এলাকাবসীর জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে
আগামী ৫ বছরের মধ্যে জে.এস.সি পরীক্ষায় শতভাগ পাশের লক্ষ্যে ও ডিজিটাল বাংলাদেশ গড়ার উপযোগী শিক্ষাদান কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক ও এলাকাবসীর যথাসাধ্য অংশগ্রহণ নিশ্চিত করা এবং বিদ্যালয়টিকে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা।
কাশিয়ানী উপজেলা পরিষদ থেকে দক্ষিণ-পূর্ব দিকে বিশ্বরোড পার হয়ে সাজাইল-পারুলিয়া-রাজপাট-রাহুথড় রোড দিয়ে ১০ কিলোমিটার পূর্ব দিকে অগ্রসর হলে সাজাইল বাজার পার হয়ে রোডের বামমোড় দিয়ে পারুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে আরো পূব দিকে এগিয়ে কুমারিয়া বাজার। বাজার থেকে দক্ষিন দিকে কিছদূর এগুলোই কাঙ্খিত এই সুদৃশ্য এবং এতিহ্যবাহী বিদ্যালয়টি স্বমহিমায় দন্ডায়মান।
এছাড়া যোগাযোগঃ
কুমারিয়া লক্ষ্মীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় | |
গ্রামঃ কুমারিয়া ডাকঃ গোয়ালগ্রাম মাদ্রাসা উপজেলাঃ কাশিয়ানী জেলাঃ গোপালগঞ্জ। | এম.পি.ও কোড-৩৪০২০৮১২০২ EIIN - 109490 থানা কোড- ২৬১ জেলা কোড- ৩৩ |
E-mail : klj_secondaryschool@yahoo.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস