১৯৯৬-৯৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৭ সাল থেকে ২০১০ সাল পযর্ন্ত বিদ্যালটি কমিউনিটি বিদ্যালয় নামে পরিচিত ছিল। বিদ্যালয়টি দুই কক্ষ বিশিষ্ট এবং প্রথম ও দ্বিতীয় শ্রেনী দারা পরিচালিত ছিল। ২৪শে মে ২০১১ বিদ্যালয়টি রেজিষ্টার হয়।
১৯৯৭ সাল থেকে ২০০৪ সাল পযর্ন্ত বিদ্যালয়টি বিনা বেতনে পরিচালনা করা হয় এবং ২০০৫ সাল থেকে বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা চালু হয়। ২০১১ সালে বিদ্যালয়টি রেজিষ্টার ভুক্ত হয়ে ৫০নং কলসী ফুকরা রেজিঃ প্রাঃ বিদ্যালয় নামে পরিচিত।
শ্রেনী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
প্রথম | ৮ | ১৫ | ২৩ |
দ্বিতীয় | ৮ | ৮ | ১৬ |
তৃতীয় | ৩ | ৬ | ৯ |
চতুর্থ |
| ৪ | ৪ |
মোট | ১৯ | ৩৩ | ৫২ |
গঠনের তারিখঃ-০৪/০২/২০১০
অনুমোদনের তারিখঃ-০৭/০২/২০১০
ক্রমিক নং | নাম | সভাপতি | মন্তব্য |
১ | এস,এম,আবুবক্কার | সভাপতি |
|
২ | এস,এম বাহাউ্দ্দিন | বিদ্যোৎ শাহী পুরুষ |
|
৩ | লাভলী বাসার | বিদ্যোৎ শাহী |
|
৪ | গৌরাঙ্গ কুমার বিশ্বাস | মাধ্যমিক বিদ্যালয়যের শিক্ষক |
|
৫ | এস,এম, মিরন আলী | জমিদাতা সদস্য |
|
৬ | তাছলিমা বেগম | ছাত্র অভিভাবক সদস্য |
|
৭ | কল্পনা বেগম | ছাত্র অভিভাবক সদস্য |
|
৮ | দেলোয়ার হোসেন | ছাত্র অভিভাবক সদস্য |
|
৯ | মোঃ সিরাজ সরদার | ছাত্র অভিভাক সদস্য |
|
১০ | সেলিনা খাতুন | প্রধান শিক্ষক সদস্য সচিব |
|
শিশু শ্রেনী বাদে ৫০% হিসাবে মোট সুবিধা ভোগীর সংখ্যা ২৩ জন।
এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা বর্তমানে বিভিন্ন কলেজে অধ্যয়নরত আছে।
পাশের হার বৃদ্ধি করতে হবে। ছাত্র ছাত্রী ঝরে পড়া রোধ করতে হবে। কক্ষ বাড়াতে হবে এবং ৫ম শ্রেনী চালু করতে হবে।
salinakhatun373@yahoo.com ০১৭২০৯০২০৭০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস