গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাধীন ৭নং ফুকরা ইউনিয়নের ছোটবাহিরবাগ গ্রামে এই বিদ্যালয়টি অবস্থিত। উপজেলা সদর থেকে ২২ কিঃমিঃ দক্ষিন পূর্বপ্রান্তে ও ইউনিয়ন পরিষদ থেকে ৬ কিঃ মিঃ পূর্বে এই বিদ্যালয়টি অবস্থিত। ঢাকা খুলনা মহাসড়কের ফুকরা বাস স্ট্যান্ডের ভায়া তারাইল-বৌলতল সড়ক (প্রস্তাবিত শহীদ মুক্তিযোদ্ধা ইমাম হোসেন মিয়া সড়ক) এর পাশে ছোটবাহির গ্রামের মিয়া পাড়ায় এই বিদ্যালয়টির অবস্থান। এই বিদ্যালয়ের ৩ কিঃ মিঃ পশ্চিমে ৫৪ নং ধলগ্রাম সঃ প্রাঃ বিঃ ৪ কিঃ মিঃ উত্তরে ৯৮ নং নাওরা গুঘালিয়া সঃ প্রাঃ বিঃ ৩ কিঃ মিঃ পূর্বে ৫৮ নং সাধুহাটি সঃ প্রাঃ বিঃ ও ৪ কিঃ মিঃ দক্ষিনে ৮৫ নং উত্তর ফলসি সঃ প্রাঃ বিঃ।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাধীন ফুকরা ইউনিয়নের অন্তরগত ছোটবাহিরবাগ গ্রামে ১৯৫২ সালে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন ইমাম হোসেন মিয়া। ১৯৭১ সালে দেশ মাতৃকার সংগ্রামে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তি বাহিনীতে যোগদেন তিনি। ১৯৭১ সালের ৩০ শে অক্টোবর মধুমতী নদীর তীরে ফুকরা রনাঙ্গনে পাকহানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের তীব্র লড়াই চলে। এই যুদ্ধে শহীদ হন ইমাম হোসেন মিয়া ও আর ও অনেকে। এই শহীদ মুক্তিযোদ্ধার স্বরনে তার নিজ গ্রামে তারই নামে গ্রামবাশি প্রতিষ্ঠা করেন এই প্রাথমিক বিদ্যালয়টি।
শ্রেনী | বালক | বালিকা | মোট |
প্রথম | ৭ | ১২ | ১৯ |
দ্বিতীয় | ৮ | ১০ | ১৮ |
তৃতীয় | ৯ | ৯ | ১৮ |
চতুর্থ | ৮ | ৯ | ১৭ |
পঞ্চম | ৪ | ৮ | ১২ |
মোট | ৩৬ | ৪৮ | ৮৪ |
কমিটি গঠনের তারিখঃ-১৪/০২/২০১০। কমিটির মেয়াদ শেষঃ-১৩/০২/২০১৩।
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব মোঃ ইদ্রিস আলী মিয়া | সভাপতি |
০২ | জনাব কাওছার আলী তালুকদার | সদস্য সচিব |
০৩ | জনাব মোঃ জিব্রাইল মিয়া | সহ সভাপতি |
০৪ | জনাব মোঃ আলমগীর হোসেন মিযা | সদস্য |
০৫ | জনাব মোঃ বিল্লাল মল্লিক | সদস্য |
০৬ | জনাব হাতেম আলি মোল্যা | ইউ,পি সদস্য |
০৭ | জনাব মোছাঃ ঝর্না বেগম | সদস্য |
০৮ | জনাব মোঃ বিকু মিয়া | সদস্য |
০৯ | জনাব এ,কে এম, দেলোয়ার হোসেন | শিক্ষক প্রতিনিধী |
১০ | জনাব কুলছুম বেগম | সদস্য |
১১ | জনাব মোঃ মফিজুর রহমান | উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধী (সদস্য) |
পরীক্ষার নাম | সাল | পাশের হার | জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা | মন্তব্য |
প্রাথমিক শিক্ষা সমাপনী | ২০১১ | ১০০% |
|
|
প্রাথমিক শিক্ষা সমাপনী | ২০১০ | ১০০% | ১ম বিভাগ ৭জন | সাধারন বৃত্তি ১জন |
প্রাথমিক শিক্ষা সমাপনী | ২০০৯ | ১০০% | ১ম বিভাগ ৭জন |
|
প্রাথমিক বৃত্তি পরীক্ষা | ২০০৮ | ৬০% |
|
|
প্রাথমিক বৃত্তি পরীক্ষা | ২০০৭ | ৬০% | ট্যালেন্টফুল-১জন |
|
স্তর | ক্যাটাগরী | সাল | মোট | ||||
প্রাথমিক | ট্যালেন্টপুল | ২০১১ | ২০১০ | ২০০৯ | ২০০৮ | ২০০৭ | ১ |
|
|
|
| ১ | |||
সাধারন |
| ১ |
| ১ |
| ২ |
এই বিদ্যালয়ের কয়েকজন মেধাবী ছাত্র ছাত্রী সরকারি প্রতিষ্ঠানে জোষ্ট্যপদে কর্মরত আছে এবং কয়েকজন মেধাবী শির্ক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করিতেছে।
শিক্ষা বান্ধব পরিবেশ গঠনের মাধ্যামে শত ভাগ শিশুর প্রাথমিক শিক্ষা চক্র সমাপ্তকরা। বিদ্যালয়টিকে B থেকে A গ্রেডে উন্নতি করা। অদুরভবিষ্যতে বিদ্যালয়টিকে ৮ম শ্রেনী পর্যন্ত উন্নতী করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস