বিদ্যালয়টি কাশিয়ানী উপজেলার সাফলিডাঙ্গা গ্রামে বলুগ্রাম তেতুলিয়া খাল(বি,টি ক্যানাল) এর পাড়ে ৪৪ শতক জমির উপর অবস্থিত ।এর ভবন সংখ্যা দুইটি ।এক নং ভবন নির্মানের সন ২০০৮,পাকা ভবন,কক্ষ সংখ্যা চারটি ।দুই নং ভবন নির্মানের সন ১৯৮৮,আধা পাকা,ব্যবহারের সম্পূর্ন অযোগ্য।
এই গ্রামেরই আদি বাসিন্ধা স্বর্গীয় কৈলাশ চন্দ্র বিশ্বাস ও তার ভাইদের নিজস্ব দানে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়
শ্রেনী | বালক | বালিকা | মোট |
প্রথম | ১৪ | ১৭ | ৩১ |
দ্বিতীয় | ১৮ | ১৪ | ৩২ |
তৃতীয় | ১৫ | ১১ | ২৬ |
চতুর্থ | ১৪ | ১০ | ২৪ |
পঞ্চম | ১১ | ১০ | ২১ |
মোট | ৭২ | ৬২ | ১৩৪ |
কমিটি গঠনের তারিখঃ ১৩/০২/২০১০ইং
সদস্যের নাম | পদবী |
১।চিওরঞ্জন বিশ্বাস | সভাপতি(বিদ্যোৎসাহী পুরুষ) |
২।বুলবুল কান্তি বিশ্বাস | সহ সভাপতি(উচ্চ বিদ্যালয়ের শিক্ষক) |
৩।আওলাদ আলী মোল্লা | প্রধান শিক্ষক সদস্য সচিব |
৪।অনাদি রঞ্জন বিশ্বাস | সদস্য(মেধাবী অভিবিবক সদস্য) |
৫।সুশিল কুমির বিশ্বাস | সদস্য(জমিদাতা) |
৬।মালতি রানী বালা | সদস্য(বিদ্যোৎসাহী মহিলা) |
৭।মিনতি মজুমদার | সদস্য(শিক্ষক প্রতিনিধি) |
৮।অর্পনা ভৌমিক | সদস্য(মহিলা অভিভাবক সদস্য) |
৯।রমা রানী ঠাকুর | সদস্য ঐ |
১০।কবীর মোল্লা | সদস্য(পুরুষ অভিভাবক সদস্য) |
১১।কার্তিক চন্দ্র বালা | সদস্য ঐ |
১২।মো:পান্নু মিয়া | উপদেষ্টা(সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য) |
সন | পরীক্ষায় অংশ গ্রহন | উত্তীর্ণ | পাশের হার |
২০০৭ | ১৫জন | ১৫জন | ১০০% |
২০০৮ | ১২জন | ১২জন | ১০০% |
২০০৯ | ১৪জন | ১৪জন | ১০০% |
২০১০ | ১৪জন | ১৩জন | ৯৩% |
২০১১ | ১৫জন | ১৫জন | ১০০% |
স্তর | ক্যাটাগরী | সাল | মোট | ||||
প্রাথমিক | ট্যালেন্টপুল | ২০১১ | ২০১০ | ২০০৯ | ২০০৮ | ২০০৭ |
১০ |
১ | ১ | ২ | ২ | ৪ | |||
সাধারন |
| ১ | ১ | ১ | ১ | ৪ | |
|
|
|
|
|
| সর্বমোট= | ১৪ |
বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিদ্যালয়ের ফলাফল ও সুনাম বিদ্যমান ।এ বিদ্যালয়ের ছাত্ররা পূর্ব থেকেই সরকারের বিভিন্ন বিভাগে অফিসার পদে সেবাদানে নিয়োজিত
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহিত সিদ্ধান্ত শতভাগ বাস্তবায়নের উদ্দেশ্যে অত্র বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার ৬+-১০+ বয়সী সকল শিশুকে বিদ্যালয়ে এনে তাদের ৫ বছর ধরে রেখে শতভাগ পাশ করানোর আশা রাখি।
shafalidangagovschool@yahoo.com
০১৭২১১৫৮৩৯০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস