শিক্ষা প্রতিষ্ঠানটি গোপালগঞ্জ জেলার অর্ন্তগত কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের রাতইল গ্রামে অবস্থিত । শিক্ষা প্রতিষ্ঠানটির দক্ষিন পাশ দিয়ে পচ্শিম অভিমুখে একটি পাকা সড়ক রয়েছে।বিদ্যালয়টি মধূমতি নদীর তীরে অবস্থিত।শিক্ষা প্রতিষ্ঠানের উওর পাশে একটি দুই তলা ভিত্তি বিশিষ্ঠ এক তলা একটি বিল্ডিং আছে , এর পূ’ব পাশে একটি দুই তলা ভবন আছে, দক্ষিন পাশে দুটি টিনের ঘর আছে।বিদ্যালয়ে মোট ১০ টি শ্রেণি কক্ষ ও দুইটি অফিস ঘর আছে। 2 টি ব্যবহারযোগ্য লেট্রিন ও ১ টি অব্যবহারযোগ্য লেট্রিন আছে । 2 টি অকেজো অগভীর নলকুপ আছে। বিদ্যালয়ের সামনে একটি শহীদ মিনার আছে।
19৫৩ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি আলহাজ্ব খান বাহাদুর সামসুদ্দাহার এলাকার নিরক্ষরতা দূর করার জন্য বিদ্যালয়টি তার মায়ের নামে প্রতিষ্ঠিত করেন। শিক্ষা প্রতিষ্ঠান ০১-০১-১৯৫৩ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়। বিদ্যালয়ে বতর্মানে বিজ্ঞান, বানিজ্য, ,মানবিক,কৃষি ও কম্পিউটার বিভাগ চালু আছে।
শ্রেনি | ছাত্র | ছাত্রী | মোট |
6 ষ্ঠ | ৮৬ | 4২ | 1২৮ |
7 ম | ৫০ | ৩৮ | ৮৮ |
8 ম | ৫৩ | ৪৫ | ৯৮ |
9 ম | ৬2 | ৩৯ | ১০১ |
10 ম | 3১ | 3০ | ৬1 |
মোট | ২৮২ | ১৯৪ | ৪৭৬ |
নির্বাচিত পরিচালনা কমিটি রয়েছে । পরিচালনা কমিটিতে 2 জন মহিলা সদস্য সহ 12 জন সদস্য রয়েছে।
ক্রমিক নং | সাল | পাশের হার | জি পি এ-৫ প্রাপ্তির সংখ্যা | মন্ত’ব্য |
০১ | ২০১১ | ৯৩.৬৫% | ১ জন | - |
০২ | ২০১০ | ৮১.৯৩% | ১ জন | - |
০৩ | ২০০৯ | ৫৬.৫২% | ৩ জন | - |
০৪ | ২০০৮ | ৮৮.৮৯% | - | - |
০৫ | ২০০৭ | ৫১.৩৯% | - | - |
জে.এস.সি
ক্রমিক নং | পাশের সাল | পাসের হার | জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা | মন্ত’ব্য |
০১ | ২০১১ | ৯৭.১২% | - | - |
০২ | ২০১০ | ৮৩.৫৬% | - | - |
শ্রেণী | ক্যাটাগরি-১ | ক্যাটাগরি-২ |
৬ ষ্ঠ | ৩৬ জন | ০৬ জন |
৭ম | ২৪ জন | ১৫ জন |
৮ম | ১৮ জন | ০৮ জন |
৯ম | ১৬ জন | ০৭ জন |
১০ম | ১৪ জন | ০৮ জন |
2০০৭ সালের জুনিয়র বৃত্তি -2 জন , ট্যালেন্টফুল বৃত্তি -১জন এবং সধারন গ্রেডে-১ জন।
২০০৮ সালে ট্যালেন্টফুল বৃত্তি-০১ জন ।
২০১০ সালে জুনিয়র বৃত্তি -১ জন এবংসধারন গ্রেডে -১ জন ।
২০১০ সালে এস এস সি-তে সাধারন গ্রেডে-২ জন।
২০১১ সালে জুনিয়র বৃত্তি -১ জন।
বিদ্যালয় জে. এস.সি. পরীক্ষা পাসের হার বৃদ্ধি পেয়েছে এস.এস.সি পরীক্ষার পাসের হার বৃদ্ধি পেয়েছে।
ভবিষ্যতে বিদ্যালয়টিকে একটি আদ’শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে এবং পাসের হার শত ভাগ করার পরিকল্পনা রয়েছে।ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকল ছাত্র/ ছাত্রীদের কে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা।
নায়েবুন্নেছা ইনষ্টিটিউশন,
গ্রাম+ডাকঘরঃ রাতইল,
উপজেলাঃ কাশিয়ানী,
জেলাঃ গোপালগঞ্জ।
ক্রমিক নং | ছাত্র/ছাত্রীদের নাম | শ্রেনী |
০১ | শেথ মালিহা নদি | ৬ষ্ঠ |
০২ | আফরিন আমির অনি | ৬ষ্ঠ |
০৩ | মোঃ সাদিকুল ইসলাম সেতু | ৬ষ্ঠ |
০৪ | রুণা খানম | ৭ম |
০৫ | সারদা বিশ্বাস | ৭ম |
০৬ | সুরাইয়া খানম | ৭ম |
০৭ | মৌলি খানম | ৮ম |
০৮ | হামিম | ৮ম |
০৯ | নারায়ন চন্দ্র ঠাকুর | ৮ম |
১০ | ফারজানা ইসলাম মিমি | ৯ম |
১১ | রাফিয়া সুলতানা | ৯ম |
১২ | রোজিনা খানম | ৯ম |
১৩ | মনিরা সুলতানা | ১০ম |
১৪ | সজল খান | ১০ম |
১৫ | মুক্তি বসু | ১০ম |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস