কাশিয়ানী গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়টি ১৯০২ সালে কাশিয়ানী উপজেলাধীন থানা সদরে অত্যন্ত মনোরম পরিবেশে বারাশিয়া নদীর তীরে অবস্থিত। বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও লাইব্রেরী বিদ্যমান। বিদ্যালয়টির উত্তরে হাসপাতাল পশ্চিম পার্শ্বে পুলিশ ষ্টেশন পূর্বে উপজেলা অফিস সমূহ এবং সামনে একটি ঐতিহ্যবাহী বাজার অবস্থিত। বিদ্যালয়ে কারিগরি শাখা বিদ্যমান। বিদ্যালয়ের মূল ভবনটি ৫বৎসর পূর্বে উপজেলা প্রকৌশলী মহোদয় কর্তৃক অকেজো বলে ঘোষিত হওয়ার প্রেক্ষিতে বর্তমান বিদ্যালয়ের ছাত্র/ছত্রীদের শ্রেণীর কাজ সংকটাপন্ন। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করি।
ঐতিহ্যবাহী কাশিয়ানী জি.সি পাইলট উচ্চ বিদ্যালয় ১৯০২ সালে তৎকালীন জমিদার স্বর্গীয় গিরীশচন্দ্র সেন কর্তৃক প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠালগ্নে বিদ্যালয়টি ৩য় শ্রেণী হইতে ৮ম শ্রেণী পর্যন্ত ইংরেজী স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হলেও ১৯১৯ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা কাল থেকে স্বীকৃতি প্রাপ্ত হয় এবং পরবর্তীতে পাইলট উচ্চ বিদ্যালয় হিসাবে গণ্য হয়ে আসছে। ১১২ বৎসর পূর্বে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিদ্যালয়টি প্রতিষ্ঠা কাল থেকে অদ্যাবধী কালের স্বাক্ষী হিসাবে কিংবদন্তী হয়ে আছে। অত্রবিদ্যালয়ের প্রাক্তন অনেক ছাত্র/ছাত্রী বর্তমান দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অবস্থান রত আছেন এবং ছিলেন। বিদ্যালয়টির পরীক্ষার উল্লেখ যোগ্য ফলাফলের পাশা পাশি স্কাউট, খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় সুনামের সাথে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করে আসছে। অত্যন্ত দুর্ভাগ্য জনক হলে ও সত্য যে, অবকাঠামোগত সমস্যার দরুন বিদ্যালয় কর্ম পরিচালনা করা কষ্টকর ব্যাপার হয়ে দাড়িয়েছে। বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী, জে.এস.সি, এস.এস.সি, এস.এস.সি(বাউবি), ৯ম ভোক, এস.এস.সি ভোক বোর্ড ফাইনাল ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
তৃতীয় | ২ | ৩ | ৫ |
চতুর্থ | ২ | ৫ | ৭ |
পঞ্চম | ৪ | ৪ | ৮ |
ষষ্ঠ | ১৫০ | ১৩২ | ২৮২ |
সপ্তম | ১১৯ | ১০৩ | ২২২ |
অষ্টম | ১২৩ | ৮৪ | ২০৭ |
নবম | ১০০ | ৮২ | ১৮২ |
দশম | ৭৫ | ৬৪ | ১৩৯ |
নবম (ভোক) | ২৩ | ৩ | ২৬ |
দশম (ভোক) | ৪০ | ১২ | ৫২ |
মোট | ৬৩৮ | ৪৯২ | ১১৩০ |
নাম | পদবী |
কাজী নূরুল আলম | সভাপতি |
সৈয়দ আমীর আলী | অভিভাবক সদস্য |
আফজাল হোসেন | ঐ |
সিরাজুল আলম বাবলু | ঐ |
সুফিয়া বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
কাজী নূরুল আহাদ | দাতা সদস্য |
আনোয়ার হোসেন | শিক্ষানুরাগী, (কোঅপ্ট সদস্য) |
সৈয়দ আবদুর রকীব | শিক্ষক প্রতিনিধি |
ফাতেমা খাতুন | ,, |
নূর আলম তালুকদার | প্রধান শিক্ষক ও সদস্য সচিব |
ক্র.নং | পরীক্ষার নাম | সাল | পাশের হার (%) | জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা |
১ | ২ | ৩ | ৪ | ৫ |
১ |
জে.এস.সি | ২০১০ | ৭৯.৬৭ | - |
২ | ২০১১ | ৭৪.৪৭ | ১ | |
৩ |
এস.এস.সি | ২০০৮ | ৮৫.২৯ | - |
৪ | ২০০৯ | ৬৯.৮১ | - | |
৫ | ২০১০ | ৮৬.২৭ | ১০ | |
৬ | ২০১১ | ৮৮.৭৩ | ১৬ | |
৭ | ২০১২ | ৯২.৩৫ | ১১ | |
৮ |
এস.এস.সি (ভোক) | ২০১০ | ৯৩.০৫ | - |
৯ | ২০১১ | ৬৯.৪৯ | - | |
১০ | ২০১২ | ৯০.৩২ | - |
স্তর |
ক্যাটাগরী | সাল |
মোট | ||||
২০১২ | ২০১১ | ২০১০ | ২০০৯ | ২০০৮ | |||
প্রাথমিক | ট্যালেন্টপুল | - | - | - | ১ | - | ১ |
সাধারণ | - | - | ১ | - | - | ১ | |
জুনিয়র | ট্যালেন্টপুল |
|
|
|
|
|
|
সাধারণ |
|
|
|
|
|
|
ঐতিহ্যবাহী কাশিয়ানী জি.সি. পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগণ অতীতে এবং বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদে কর্মরত ছিলেন এবং আছেন। এসব পদের মধ্যে উল্লেখযোগ্য অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, রাষ্ট্রদূত, বিশেষজ্ঞ ডাক্তার, প্রকৌশলী এবং বি.এম.এ মহাসচিব, পুলিশের অতিরিক্ত আই.জি.পি, এস.পি, বিশিষ্ট আইনজীবী এবং ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
ভবিষ্যৎ কর্মপন্থায় শিক্ষকগণ নিবেদিত হবেন ও সৃজনশীল চিন্তাধারার বিকাশ ঘটাবেন। বিশেষ ভাবে উল্লেখ্য যে, বিজ্ঞান শিক্ষার মান উন্নততর করার জন্য শিক্ষকদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার আগ্রহ ও আন্তরিকতা জন্মানোর জন্য শিক্ষকগণ সচেষ্ট হবেন। পরবর্তী পাবলিক পরীক্ষা গুলোতে অধিক সংখ্যক GPA-5 অর্জনে শিক্ষার্থীগণ প্রয়াসী হবে। বিদ্যমান কম্পিউটার ল্যাব ব্যবহার করে শিক্ষকগণ ও ছাত্র/ছাত্রী ডিজিটাল তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার শিখবে এবং ওয়েব সাইট খোলা হবে।
মংলা-ঢাকা মহাসড়কের সন্নিকটে কাশিয়ানী উপজেলা পরিষদ থেকে একই রোড নিয়ে পশ্চিম দিকে মিনিট খানেক সামনে এগিয়ে হাতের বামদিকে মোড় নিয়ে (হাসপাতাল রোড) আবারও মিনিট খানেক সামনে এগুলেই হাতের ডানদিকে চোখে পড়বে মধুমতি নদীর তীরবর্তী ও বারাশিয়া নদীর উত্তর কোল ঘেঁষে প্রাকৃতিক দৃশ্যের এক মহাসমারোহের প্রাচীরের মধ্যে স্বমহিমায় অতীত ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে বিদ্যালয়টি । এছাড়া যোগাযোগের ক্ষেত্রে | ||||||
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস