১৯৭৫ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়ে জমির পরিমান ৩০০ শতাংশ। ফ্লোর পাকা টিন সেট ঘর ৩টি। বিদ্যালয়ের রম্নম সংখ্যা ১১টি। সামনে খেলার মাঠ প্রায় ৭৫ শতাংশ। দক্ষিণে রাসত্মা, পশ্চিমে মধুমতি নদী, উত্তরে ৩৯নং চরভাটপাড়া সঃপ্রাঃ বিদ্যালয়। বিদ্যালয়টি মাধ্যমিক পর্যমত্ম এম,পিও ভুক্ত। বর্তমান বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২৭২ জন। শিক্ষক ও কর্মচারীদের সংখ্যা ১৮ জন।
বিদ্যালয়টি প্রথমে ১৯৭৫ সালে এলাকার বিত্তবান লোকদের সহযোগীতায় ৩০০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত হয়। ০১/০১/১৯৭৫ সাল থেকে ৩১/১২/১৯৯৪ সাল পর্যমত্ম বিদ্যালয়টি নিমণ মাধ্যমিক হিসাবে ছিল এবং ০১/০১/১৯৯৫ সাল থেকে বিদ্যালয়টি ৯ম শ্রেণী খোলার অনুমতি লাভ করে। বিদ্যালয়টিতে ১ম পাবলিক পরীক্ষা শুরু হয় ১৯৯৭ সালে। বর্তমানে বিদ্যালয়টিতে তিনটি গ্রুপ মানবিক, বিজ্ঞান ও বানিজ্যিক বিভাগ আছে। এখন বিদ্যালয়টি একটি পূর্নাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃত।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
ষষ্ঠ | ৩৮ | ৩৭ | ৮৫ জন |
সপ্তম | ৩০ | ৩৫ | ৬৫ জন |
অষ্টম | ২২ | ৩৯ | ৬৭ জন |
নবম | ১৩ | ২২ | ৩৫ জন |
দশম | ৮ | ১২ | ২০ জন |
বিদ্যালয়ে বর্তমানে কোন কমিটি নেই।
|
|
২০১০ সালে জুনিয়র বৃত্তি (সাধারণ)- ০১ জন
বিদ্যালয়ের কর্যক্রম যথাযথ ভাবে পরিচালনার মাধ্যমে এলাকার কোমলমতি শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখা। প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা। যে সকল শিক্ষার্থী শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদেরকে স্কুল মুখি করা।
কাশিয়ানী উপজেলা পরিষদ থেকে দক্ষিনে বিশ্বরোড বরাবর ভাটিয়াপাড়া মোড় থেকে কালনা ঘাটের দিক যাইতে কিছু দূর এগিয়ে হাতের বামপাশের পাকা রাস্তা দিয়ে খানিক দূর এগুলেই একটি প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে হাতের ডান দিকের পাকা রাস্তা বরাবর কিছুদূর এগুলেই গ্রাম্য মনোরম পরিবেশে নদী তীরবর্তী এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এছাড়া যোগাযোগের ক্ষেত্রে-
ই-মেইল ঠিকানা : charvatparahighschool@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস