গোপালগঞ্জ জেলার অন্তগর্ত কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নে ঢাকা খুলনা মহাসড়কের পাশে ফুকরা বাসস্টান্ড এর কাছেই ফুকরা এম,এম,একাডেমী অবষ্থিত। উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার ও জেলা সদর থেকে ১৭ কিলোমিটার দুরত্ব। মোট ৪ একর ৮৪ শতাংশ জায়গার উপর চারটি পাকা ভবন ও একটি কাঁচা পাঁকা ভবনের উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যালয়ে প্রশস্ত একটি খেলার মাঠ ও একটি পুকুর রয়েছে।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিবাহিনীর ঘাঁটি ছিল বিদ্যালয়ে। ফলে পাক বাহিনী কতৃর্ক বিদ্যালয় ভবনটির যথেষ্ট ক্ষতি সাধিত হয়। যুদ্ধ চলাকালীন সময়ে রাজাকাররা অত্র বিদ্যালয়ের দপ্তরী শুকলাল প্রামানিক কে বিদ্যালয় থেকে ধরিয়া লইয়া যায় এবং বিদ্যালয়ের পূবর্পাশে খেলার মাঠে তাহাকে নিমর্মভাবে হত্যা করে। কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের অন্তগর্ত ঘৃতকান্দী নিবার্সী স্বগীর্য় গিরিশ চন্দ্র বসু, বদান্য বেনী মাধপ পাল মহাশয়ের অথার্য়ানে এবং অত্র উপজেলার ফুকরা ইউনিয়নের অন্তগর্ত ফুকরা বাসী অনাথ বন্ধু মুখার্জ্জী এর দানকৃত ৪.৮৪ একর জমির উপর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানের সকলেই ভারত বাসী।
শ্রেনী | বালক | বালিকা | মোট |
৬ষ্ঠ | ১৩৫ | ১৫৯ | ২৯৪ জন |
৭ম | ৮৫ | ৯৫ | ১৮০ জন |
৮ম | ১০০ | ১১৫ | ২১৫ জন |
৯ম | ৪১ | ৫৭ | ৯৮ জন |
১০ম | ৪৭ | ৪৮ | ৯৫ জন |
০১ | জনাব সিরাজুল ইসলাম | সভাপতি |
০২ | জনাব গৌরাঙ্গ কুমার বিশ্বাস | শিক্ষক প্রতিনিধি |
০৩ | জনাব মফিজুর রহমান | শিক্ষক প্রতিনিধি |
০৪ | জনাব শিল্পী রানী সাহা | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
০৫ | জনাব এস,এম, ওসমান আলী | অভিভাবক সদস্য |
০৬ | জনাব হায়াত আলী মজুমদার | অভিভাবক সদস্য |
০৭ | জনাব দেলোয়ার হোসেন | অভিভাবক সদস্য |
০৮ | জনাব এস,এম, আবুবক্বর | অভিভাবক সদস্য |
০৯ | জনাব রাশিদা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য |
১০ | শূন্য | প্রতিষ্ঠাতা সদস্য |
১১ | সভাপতি | দাতা সদস্য |
১২ | মুন্সী মিজানুর রহমান | কোঅপ্ট সদস্য |
১৩ | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
সাল | পরীক্ষাথীর সংখ্যা | A+ | A | A- | B | C | D | মোট পাশ |
২০১১ | ১০৩ | --- | ১২ | ২১ | ২৩ | ৩৬ | --- | ৯২ |
২০১০ | ৯৭ | ১ | ১২ | ১২ | ১৩ | ৩০ | ৬ | ৭৪ |
২০০৯ | ১০২ | --- | ৭ | ৮ | ১৩ | ১৩ | ৩ | ৪৪ |
২০০৮ | ৪২ | ১ | ৭ | ৬ | ১২ | ৬ | ১ | ২৮ |
২০০৭ | ৮০ | --- | ২ | ৭ | ৯ | ১৩ | ২ | ৩৩ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | কালী রঞ্জন ভট্টাচায্য | ডাক্তার |
০২ | এম,এ,সাঈদ | সি,ই,সি |
০৩ | কাজী হায়াত | বিশিষ্ট চলচিত্র পরিচালক |
০৪ | ফরিদ আহম্মদ | প্রশাসনিক কমর্কতা র্সুইডেন এ্যাম্বাসী |
০৫ | গাজী ফজলুর রহমান | ডিঃ ম্যাজিষ্ট্রেট |
০৬ | ডঃ বদিয়ার রহমান | অধ্যাপক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় |
০৭ | ডঃ সুনীল চক্রবর্তী | রেজিষ্টার, কলিকাতা বিশ্ববিদ্যালয় |
০৮ | ডাঃ গাজী আমির আলী | এম, বি,বি,এস,এফ,আর সি, এস ইরান |
০৯ | শফিকুল আলম | এম,বি,বি,এস.বি,সি,এস। |
১০ | এস,এম হাবিবুর রহমান | এম,এস,সি,ইঞ্জনিয়ার |
১১ | ডাঃ আকমাল হোসেন (গোলাপ) | এম,বি,বি,এস আর ও অনেক। |
ভবিষ্যৎ পরিকল্পনাঃ বিদ্যালয়ের শিক্ষাথীর্দের জে,এস,সি/পাবলিক পরীক্ষার ফলাফল ১০০% এ উত্তীর্ন করা, বদ্যালয়টি কে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে উন্নীত করা।
ক) শফিকুল আলম
খ) স্বর্ণা খানম
গ)তহমিনা খানম
ঘ)হামীম মোল্যা
ঙ)রবিউল আউয়াল
চ)শফিকুল আলম
ছ)স্মৃতি খানম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস