শিক্ষা প্রতিষ্ঠানটি গোপালগঞ্জ জেলার অর্ন্তগত কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামে অবস্থিত । শিক্ষা প্রতিষ্ঠানটির পশ্চিম পাশ দিয়ে দক্ষিন অভিমুখে একটি পাকা সড়ক রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পশ্চিম পাশে একটি তিন তলা ভিত্তি বিশিষ্ঠ এক তলা একটি বিল্ডিং আছে,উত্তর পাশে একটি আধা পাকা টিনের ঘর আছে, দক্ষিন পাশে দুটি টিনের ঘর আছে।বিদ্যালয়ে মোট ১০ টি শ্রেণি কক্ষ ও একটি অফিস আছে।2টি ব্যবহারযোগ্য লেট্রিন ও 2টি অব্যবহারযোগ্য লেট্রিন আছে । 2টি অকেজো অগভীর নলকুপ আছে। বিদ্যালয়ের সামনে একটি শহীদ মিনার আছে।শিক্ষাপ্রতিষ্ঠানের ইন নং -109512 ,বিদ্যালয়ের কোড নং -6856 ।বিদ্যালয়ের জমির পরিমানঃ 3 একর 5শতাংশ । বিদ্যালয়টি 85শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত।
1974সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা এলাকার নিরক্ষরতা দূর করার জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। প্রথমে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হলে ও 1985সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়। বিদ্যালয়ে বতর্মানে বিজ্ঞান, বানিজ্য ,মানবিক ও কম্পিউটার বিভাগ চালু আছে।
শ্রেনি | ছাত্র | ছাত্রী | মোট |
6 ষ্ঠ | 53 | 48 | 101 |
7 ম | 28 | 25 | 53 |
8 ম | 39 | 37 | 76 |
9 ম | 42 | 45 | 87 |
10 ম | 35 | 36 | 71 |
মোট | 197 | 191 | 388 |
নির্বাচিত পরিচালনা কমিটি রয়েছে । পরিচালনা কমিটিতে 2জন মহিলা সদস্য সহ 11জন সদস্য রয়েছে।
জে.এস.সি | এস.এস.সি | ||||||||
সন | মোট | পাস | পাসের হার | জিপিএ | সন | মোট | পাস | হার | GPA |
2011 | 97 | 85 | 87.62% | - | 2011 | 82 | 77 | 93.90 | - |
2010 | 64 | 56 | 87.50% | - | 2010 | 88 | 53 | 60.22 | - |
| 2009 | 72 | 35 | 48.62 | 2 | ||||
2008 | 52 | 32 | 61.63 | - | |||||
2007 | 39 | 18 | 36.73 | 1 |
বিগত 2011 সালে সিকায়েফ প্রদত্ত
| ||
শ্রেনি | ক্যাটাগরি -1 | ক্যাটাগরি -2 |
6ষ্ঠ | 18 জন | 7 জন |
7ম | 17 জন | 10 জন |
8ম | 3 জন | 6 জন |
9ম | 5 জন | 8 জন |
10ম | 2 জন | 7 জন |
বিদ্যালয় জে. এস.সি. পরীক্ষা পাসের হার বৃদ্ধি পেয়েছে এস.এস.সি পরীক্ষার পাসের হার পেয়েছে। তা ছাড়া সিকায়েপ কতৃ©ক 2011 সালে উদ্দীপনা পুরস্কার বাবদ 20,000/=প্রাপ্ত হয়েছে
ভবিষ্যতে বিদ্যালয়টিকে একটি আদ©শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে এবং পাসের হার শত ভাগ করার পরিকল্পনা রয়েছে।ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকল ছাত্র/ ছাত্রীদের কে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা।
তারাইল উচ্চ বিদ্যালয়
গ্রাম - তারাইল
ডাক -তারাইল বাজার
উপ-কাশিয়ানী
জেলা -গোপালগঞ্জ।
1.উর্মিলা হুসাইন পিয়া (জে.এস.সি মেধা বৃত্তি)
2.সুবর্না বিশ্বাস (জে.এস.সি সাধারন)
3.শর্মিলা হুসাইন রিয়া (প্রাথমিক মেধা বৃত্তি)
4.রাখী মন্ডল সোমা(প্রাথমিক মেধা বৃত্তি)
5.অভিজিত হালদার (প্রাথমিক মেধা বৃত্তি)
6.দ্বীপংকর বালা (প্রাথমিক মেধা বৃত্তি)
7.জুয়েল বিশ্বাস (প্রাথমিক সাধারন বৃত্তি)
8.হরসিত বিশ্বাস (প্রাথমিক মেধা বৃত্তি)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস