হাতিয়াড়া উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ১০ নং হাতিয়াড়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে সুন্দর মনোরম পরিবেশেঅবস্থিত।
স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এলাকার সর্ব সাধারনের আর্থিক সাহায্যের মাধ্যমে বিদ্যালটি পদযাত্রা শুরু হয়। বর্তমান সরকারের আর্থিক সাহায্য সহযোগীতায় মাধ্যমে বিদ্যালটি উত্তর উত্তর উন্নতির দিকে অগ্রসর হচ্ছে।এভাবে অগ্রসর হলে এক সময় উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে উন্নতি হবে।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
ষষ্ঠ | ৫৬ | ৪২ | ৯৮ |
সপ্তম | ৪৮ | ৪৪ | ৯২ |
অষ্টম | ৩৫ | ৩২ | ৬৭ |
নবম | ৪৫ | ২৬ | ৭১ |
দশম | ৪৩ | ২৯ | ৭২ |
কমিটি প্রক্রিয়াধীন
ক্র.নং | পরীক্ষার নাম | সাল | পাশের হার (%) | জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা | মন্তব্য |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ |
১ |
এস.এস.সি | ২০০৭ | ৩৯.৪৭ |
|
|
২ | ২০০৮ | ৮৫.৭১ | ৩ জন |
| |
৩ | ২০০৯ | ৭৬.০৮ |
|
| |
৪ | ২০১০ | ৭৪.৪১ |
|
| |
৫ | ২০১১ | ৮৬.৪৪ | ১ জন |
|
২০১০ সালে ৫ জন বৃত্তি প্রাপ্ত
অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ালেখা ও কর্মরত আছে।
উপজেলার সর্ব শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ও উচ্চ মাধ্যমিক কলেজ হিসাবে উন্নীতকরণ।
হাতিয়াড়া উচ্চ বিদ্যালয় | |
গ্রামঃ হাতিয়াড়া ডাকঃ হাতিয়াড়া উপজেলাঃ কাশিয়ানী জেলাঃ গোপালগঞ্জ। | এম.পি.ও কোড-৩৪০২১৬১৩০১ EIIN – 109518 কোড- ৬৭৯৪ থানা কোড- ২৬১ জেলা কোড- ৩৩ |
E-mail : hatiarahighschool@yahoo.com |
সঞ্জয় মন্ডল, পল্লব ভক্ত, মিঠুন বিশ্বাস, গোপাল সমাজপতি, সোহেল মোল্লা,গৌতম বিশ্বাস, হিমাদ্রী বিশ্বাস,উর্মি মজুমদার, শ্যামাপ্রসাদ মৌলিক, শিলা খানম, তন্ময় বিশ্বাস, মিঠুন বৈদ্য, প্রতীক মজুমদার, নিপু বিশ্বাস এবং হিরক মন্ডল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস