গোপালগঞ্জ জেলার অন্তর্গত কাশিয়ানী উপজেলার ১৯ কি:মি: পূর্বদিকে ঐতিহ্যবাহী ওড়াকান্দী ইউনিয়ন পরিষদ ভবনের ২কি:মি: উত্তর পশ্চিম কোনে খাগড়াবাড়ীয়া গ্রামের মধ্যবর্তী স্থানে ছায়াঘেরা পাখিডাকা মনোরম পরিবেশে ৪৭নং খাগড়াবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত । বিদ্যালয়টির মোট জমির পরিমান ৩৬ শতাংশ । খতিয়ান নং ২ ডিপি ৫ মৌজা খাগড়াবাড়ীয়া , জে এস নং৮৪ , দাগ নং ৩৮৮/৮৮৬,৩৮৭/৮৯০,৩৮৩/৮৯১,৩৮৯/৮৮৭ ।
২ জন বিশিষ্ট ব্যক্তিবর্গের আপন স্বদিচ্ছার বলে ৩৬ শতাংশ জমির উপর টিনশেড ওয়াল ১ টি ঘর ও ২ কক্ষ বিশিষ্ট একটি ভবন রয়েছে ; যা খাগড়াবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে ।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
শিশুশ্রেণী |
|
| ৩৩ |
প্রথম |
|
| ৫১ |
দ্বিতীয় |
|
| ৩৫ |
তৃতীয় |
|
| ৬৫ |
চতুর্থ |
|
| ৪৫ |
পঞ্চম |
|
| ৩৬ |
মোট |
|
| ২৬৫ |
গঠনের তারিখঃ- ১৭/০২/২০১০ ইং। অনুমোদনের তারিখঃ- ১৭/০৩/১০ ইং। মেয়াদঃ- ১৭/০৩/২০১০ থেকে ১৬/০৩/২০১৩ ইং পর্যন্ত। |
বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্যের নামের তালিকাঃ
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
সাল | মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৭ | ৩৯ | ৩৩ | ২৩ | ৭০% |
২০০৮ | ৩৭ | ৩৭ | ৩৪ | ৯১% |
২০০৯ | ৪৪ | ৩৭ | ২৭ | ৭৩% |
২০১০ | ৪২ | ৩৪ | ৩৩ | ৯৭% |
২০১১ | ৪০ | ৩৭ | ৩৬ | ৯৭% |
ক্রমিক নং | শ্রেণী | একক | একাধিক | মোট |
০১ | ১ম | ১৭ | - | ১৭ |
০২ | ২য় | ৪৫ | ০১ | ৪৬ |
০৩ | ৩য় | ২৮ | ০১ | ২৯ |
০৪ | ৪র্থ | ১৯ | ০১ | ২০ |
০৫ | ৫ম | ০৯ | ০১ | ১০ |
মোট |
| ১১৮ | ০৪ | ১২২ |
অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন বৃত্তি ছাত্র/ছাত্রীরা চিকিৎসক, শিক্ষক ও আইনজীবী পেশায় নিয়োজিত আছে এবং এদেশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী পদে কর্মরত আছে । এছাড়া প্রাক্তন ছাত্র/ ছাত্রীরা অনেকে বিভিন্ন কলেজে ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ।
২০১১ সনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৭% এবং A+ পেয়েছে ১ জন ছাত্রী । ভবিষ্যতে A+ ধারা ছাত্র/ছাত্রীর সংখ্যা বেশী হবে বলে আশারাখি । ২০১১ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় সাকিবুল ইসলাম ১০০ মি: দৌড় প্রতিযোগীতায় ২য় স্থান লাভ করেছে । আগামীতে পুরাতন জীর্ন ভবনটি নতুন ভবন হলে এবং লেখাপড়ার উন্নত পরিবেশ সৃষ্টি হলে ভবিষ্যতে বিদ্যালয়টি একটি মডেল বিদ্যালয় হবে বলে আশারাখি ।
মংলা-ঢাকা মহাসড়কের কাশিয়ানী উপজেলা পরিষদ থেকে গোপালগঞ্জমুখী তিলছড়া বাসস্ট্যান্ড থেকে হাতের বামদিকে ভ্যান, অটো বাইকযোগে মাইল তিনেক সামনে এগুলেই চোখে পড়বে তিন ব্রীজ। বাম হাতের ব্রীজ পার হয়ে মাত্র হাফ কিলোমিটার পথ পায়ে অথবা সাইকেলযোগে সামনে এগুলেই হাতের বামপাশে অবস্থিত এই বিদ্যালয় । এছাড়া যোগাযোগের ক্ষেত্রে | ||||||
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস