নড়াইল জ্ঞানাঞ্জন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৪ সালে কাশিয়ানী উপজেলাধীন বেথুড়ী ইউনিয়নের নড়াইল গ্রামের পল্লী প্রত্যন্ত অঞ্চলে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা রাজস্ব অডিট এন্ড একাউন্টস অফিসার বাবু বিনয় কৃষ্ণ বিশ্বাস (রিকো)। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছেন পল্লী প্রকৃতির এক হাওড় অঞ্চলে। বিদ্যালয়ের দক্ষিণ প্রান্তে গ্রীষ্ম মৌসুমে সবুজ শ্যামল ধান আর ধান এবং বর্ষা মৌসুমে জলে থই থই সেখানে ভেসে আছে অগণিত আমাদের জাতীয় ফুল শাপলা। বিদ্যালয়ে তি নটি ঘর আছে একটিতে শ্রেণী কক্ষ হিসাবে ব্যবহৃত হয় একটি শিক্ষকদের এবং অপরটি ব্যবহৃত হয় ছাত্রাবাস হিসাবে।
১৯৯৪ সালের পূর্বে অত্র এলাকায় কোন মাধ্যমিক বিদ্যালয় ছিল না। এলাকার ছাত্র/ছাত্রীরা প্রাথমিক বিদ্যালয়ে পড়া শেষ করে মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করার জন্য রামদিয়া শ্রীকৃষ্ণ শশীকোমল বিদ্যাপীঠে অথবা ঘোনাপাড়া আর. আর. উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতে যেতে হত। যা অত্র এলাকা হতে প্রায় ৫, ৬ কি: মি: দূরে অবস্থিত এবং রাস্তা ঘাট অত্যন্ত দূর্গম। যার কারণে অত্র এলাকার ছাত্র/ছাত্রীরা পঞ্চম শ্রেণী পাশ করার পর পড়াশুনা বন্ধ হয়ে যেত। বিষয়টি উপলব্দি করে এলাকার কৃতি সন্তান রাজস্ব অডিট এন্ড একাউন্টস অফিসার বাবু বিনয় কৃষ্ণ বিশ্বাস (রিকো)। তিনি অক্লান্ত শ্রম ও বিদ্যালয়ে জমি, স্থায়ী ব্যাংকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, ১২ (বার) সিটের একটি ছাত্রবাস ও যাবতীয় অফিস খরচ বহন করেন এবং বিভিন্ন অফিসে যোগাযোগ করে নড়াইল জ্ঞানাঞ্জন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টির স্বীকৃতি আনেন। তার এই কৃতিত্তের জন্য এলাকার জনগণ সাধারণ সভায় সর্ব সম্মতি ক্রমে রাজস্ব অডিট এন্য একাউন্টস অফিসার বাবু বিনয় কৃষ্ণ বিশ্বাস ( রিকো) আর্থিক সহযোগীতা ও অক্লান্ত শ্রমের মাধ্যমে ১০১ ( এক একর এক) শতাংশ জমির উপর অত্র এলাকার ছ্ত্র/ছাত্রীদের জন্য উক্ত বিদ্যালয়টি প্রতিষ্ঠিক করা হয় । এই স্থান থেকে ছাত্র ছাত্রী জ্ঞান অর্জন করতে পারবে। তাই বিদ্যালয়টির নাম করন করা হয় নড়াইল জ্ঞানাজ্ঞন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। জ্ঞান+ অঞ্জন= জ্ঞানাঞ্জন এর অভিধানিক অর্থ- যে অঞ্জনের মাধ্যমে জ্ঞানের দৃষ্টি শক্তি বাড়ায় সেই অঞ্জনই এই বিদ্যাপিঠ। এই থেকে প্রতিষ্ঠাতা বিদ্যালয়ের নাম করন করেন জ্ঞানঞ্জন। উক্ত বিদ্যালয়ের এলাকার ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাতে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
৬ষ্ঠ ৭ম ৮ম ৯ম | ২৬ ৩৩ ১৯ ০৪ | ৩০ ২৩ ১৯ ০৬ | ৫৬ ৫৬ ৩৮ ১০ |
বাবু পিপাস চন্দ্র বিশ্বাস - সভাপতি
বাবু বিনয় কৃষ্ণ বিশ্বাস - প্রতিষ্ঠাতা
বাবু বিমল কৃষ্ণ বিশ্বাস - দাতা সদস্য
বাবু কিশোর কুমার পান্ডে - শিক্ষক প্রতিনিধি
বাবু শ্যামল মৈত্র - অভিভাবক সদস্য
মো: নজরুল মিয়া - অভিভাবক সদস্য
বাবু সমর কৃষ্ণ বিশ্বাস - অভিভাবক সদস্য
দিপালী - সংরক্ষিত মহিলা সদস্য
আলহ্জ মো: ইনায়েত মিয়া - কো-অপ্ট সদস্য
শামীমা ইয়াসমিন - প্রধান শিক্ষক / সচিব
পরীক্ষার নাম | সাল | পাশের হার | জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা |
২ | ৩ | ৪ | ৫ |
জে.এস.সি জে.এস.সি | ২০১০ ২০১১ | ৬৫% ৬০% |
|
সেকায়েপ থেকে ১৭ জন শিক্ষার্থী শিক্ষা বৃত্তি পেয়ে থাকে এবং প্রতি শ্রেণিতে প্রথম স্থান অধিকারী বালক ও বালিকা উদ্দিপনা পুরস্কার পায়।
বিজন বিশ্বাস, মেডিকেল অফিসার, কর্মস্থান: মোরলগঞ্জ, থানা কমপ্লেক্স,বাগেরহাট।
মাধ্যমিক স্তরে উন্নীতকরণ।
নড়াইল জ্ঞানাঞ্জন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
পোষ্ট: রামদিয়া কলেজ
উপজেলা: কাশিয়ানী, জেলা: গোপালগঞ্জ।
Email: narailjnananjanschool@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস