গোপালগঞ্জ জেলাধীন কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের অমত্মর্গত সিংগা নিবাসী স্বর্গীয় কৈলাস চন্দ্র সরকার ও সহোদর চকমোহন সরকার মহাশয়দের যৌথ অর্থায়নে ও তাদের দানকৃত ৭.২৪ একর জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত।
ভারতবর্ষকে বিদেশীদের শাসনমুক্ত করার ক্রামিত্মলগ্নে ফরিদপুরের প্রত্যমত্ম অঞ্চল সিংগা গ্রামের জনসাধারনের মধ্যে শিক্ষার আলো ছড়ানোর মত কোন ব্যবস্থা ছিলনা। তখন আপন দুই ভাই কৈলাস চন্দ্র সরকার ও চকমোহন সরকার এবং গ্রামের গণ্যমান্য হিতৈষীদের প্রচেষ্টায় জনগণের মধ্যে শিক্ষার আলো ছড়াবার ব্যবস্থা হয়।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
ষষ্ঠ |
|
| ১২২ |
সপ্তম |
|
| ১৪৫ |
অষ্টম |
|
| ৯২ |
নবম |
|
| ৬৮ |
দশম |
|
| ৫৭ |
১। মিঃ শিশির কুমার মজুমদার (সভাপতি)
২। মিঃ নকুল চন্দ্র বিশ্বাস (অভিভাবক সদস্য)
৩। মিঃ পান্নালাল সরকার (অভিভাবক সদস্য)
৪। মিঃ ব্রজেন্দ্রনাথ বিশ্বাস (অভিভাবক সদস্য)
৫। মিঃ মনোরঞ্জন দত্ত (অভিভাবক সদস্য)
৬। মিসেস শ্যামলী দাস (মহিলা অভিভাবক সদস্য)
৭। মিঃ গোপাল চন্দ্র সরকার (দাতা সদস্য)
৮। মিঃ বিকাশ চন্দ্র সরকার (কো-অপ্ট সদস্য)
৯। মিঃ মহাদেব ভক্ত (শিক্ষক প্রতিনিধি)
১০। মিঃ জিতেন্দ্রনাথ বিশ্বাস (শিক্ষক প্রতিনিধি)
১১। প্রধান শিক্ষক (সদস্য সচিব)
অষ্টম শ্রেণীর সমাপনী: | সাল | পরীক্ষার্থীর সংখ্যা | A+ | A | A- | B | C | D | মোট | |||
| ২০১১ ২০১০ | ৮৩ ৬১ | -- -- | ১৬ ০৫ | ১৮ ১১ | ১৮ ১০ | ১২ ২৩ | ৩ ৩ | ৬৭ ৫২ | |||
পাবলিক পরীক্ষার ফলাফল | ২০১১ ২০১০ ২০০৯ ২০০৮ ২০০৭ | ৬৫ ৯৩ ৮২ ৫৭ ৫০ | ১ ১ ০ ১ ০ | ২০ ১৮ ৮ ৮ ৭ | ১১ ১৪ ৭ ৫ ২ | ৯ ১৯ ৬ ৭ ৩ | ১৫ ১৯ ১১ ১৪ ১৮ | ২ ০ ০ ১ ১ | ৫৮ ৭১ ৩২ ৩৬ ৩১ | |||
শিক্ষাবৃত্তির তথ্য: | সাল | বৃত্তিধারীর শ্রেণী | মেধা বৃত্তি | মাধারণ বৃত্তি | ||||||||
২০১০ ২০০৯ | ৮ম ৮ম | -- -- | ০৩ জন ০১ জন |
বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জে.এস.সি. ও এস.এস.সি. পরীক্ষায় ১০০% উত্তীর্ণ করানো, দেশের উন্নয়নে দক্ষ কর্মী হিসাবে গড়ে তোলা ও দেশের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত করা।
সিংগা কে.সি.সি.এম. উচ্চ বিদ্যালয় | |
গ্রামঃ সিংগা ডাকঃ সিংগা উপজেলাঃ কাশিয়ানী জেলাঃ গোপালগঞ্জ। | এম.পি.ও কোড-৩৪০২১০১৩০১ EIIN – 109499 কোড- ৬৮৫২ থানা কোড- ২৬১ জেলা কোড- ৩৩ |
E-mail : singahighschool@gmail.com |
নাম | পদবী |
১। অনিল বরণ ঠাকুর ২। মঙ্গল চন্দ্র মৌলিক ৩। সুনীল কুমার মন্ডল ৪। ভগবতী সরকার ৫। সুকদেব বালা ৬। সুভাষ চন্দ্র মৌলিক ৭। রনেন্দু বিশ্বাস ৮। নীহার চন্দ্র বিশ্বাস ৯। জিতেন্দ্রনাথ বালা ১০। অনুপম সরকার ১১। পঙ্কজ কুমার সরকার ১২। আশুতোষ সরকার ১৩। কার্তিক চন্দ্র সরকার ১৪। প্রীতিশ কুমার সরকার ১৫। মৃণাল কামিত্ম ভক্ত ১৬। বাদল কৃষ্ণ ভক্ত ১৭। সুষময় বিশ্বাস ১৮। নির্মলেন্দু সরকার ১৯। স্বপন কুমার মলিস্নক ২০। রণজিৎ কুমার দত্ত ২১। প্রদীপ দত্ত ২২। শেখর বিশ্বাস | স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষক। অধ্যক্ষ বেতাই কলেজ (ভারত)। বোর্ডে ত্রয়োদশ স্থান (প্রসিদ্ধ শিক্ষক)। অধ্যক্ষ সরকারী কলেজ। বোর্ডে ৫ম স্থান; অধ্যক্ষ, সরকারী কলেজ। উর্ধ্বতন ব্যাচ কর্মকর্তা (ভারত) এম.বি.বি.এস. ডাক্তার। বোর্ড ১৯তম স্থান; ১ম শ্রেণীর কর্মকর্তা। অধ্যাপক সরকারী কলেজ। ফার্মাসিষ্ট। এম.বি.বি.এস. ডাক্তার। এম.বি.বি.এস. ডাক্তার। আই.আই.টি. (অধ্যাপক); খড়কপুর। উর্ধ্বতন বিশেষজ্ঞ এন.সি.টি.বি. এম.বি.বি.এস. ডাক্তার। উধ্বতন কর্মকর্তা; মেরিন ইঞ্জিনিয়র ভারত। এম.বি.বি.এস. ডাক্তার। উধ্বতন কর্মকর্তা; প্রকৌশলী, ভারত এম.বি.বি.এস. ডাক্তার। এম.বি.বি.এস. ডাক্তার। এম.বি.বি.এস. ডাক্তার। জি.এম.; অগ্রনী ব্যাংক। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস