অত্র বিদ্যালয়টি গোপালগঞ্জজেলার কাশিয়ানী উপজেলাধীন রাজপাট ইউনিয়নের রাজপাট গ্রামে অবস্হিত । বিদ্যালয়ের সর্ব মোট জমির পরিমান ২.৪৪ একর।প্রতিষ্ঠানে ৩টি পাকা ও১টি আধাপাকা ভবন রয়েছে। এতে ৫৫০ জন শিক্ষার্থী ও১৫ জন শিক্ষক,কর্মচারী বিদ্যামান
নিভূত পল্লীতে শিক্ষার আলো জ্বালাতে স্হানীয় ২২টি গ্রামের আবাল-বৃদ্ধ বনিতার সার্বিক প্রচেষ্টায় রাজপাট গ্রামের এক জন দানবীর জনাব, সাইয়েদ (রাঙ্গা মিয়া)সাহেব এর অর্থায়নে ১৯৪৮সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।১লা জানুয়ারী ১৯৫১সালে প্রতিষ্ঠনটি স্বীকৃতি লাভ করে।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
ষষ্ঠ | ৬০ | ৫১ | ১১১ |
সপ্তম | ৪৩ | ৪৮ | ৯১ |
অষ্টম | ৬০ | ৫০ | ১১০ |
নবম | ৫৭ | ৬৭ | ১২৪ |
দশম | ৪৩ | ৩৫ | ৭৮ |
১০। বর্তমান পরিচালনা কমিটির তথ্য : এডহক কমিটি |
|
পাসের সাল | ধরন | অংশগ্রহণ | পাসের সংখ্যা | পাসের হার |
২০১১ | জে.এস.সি |
|
| ৮১.০২% |
এস.এস.সি |
|
| ৬৪.৯৫% | |
২০১০ | জে.এস.সি |
|
| ৮০.০০% |
এস.এস.সি |
|
| ৬৭.৭৯% | |
২০০৯ |
এস.এস.সি |
|
| ৫২.১১% |
২০০৮ |
|
| ৭৬.৯২% | |
২০০৭ |
|
| ৪১.৫৪% |
২০০৯ সালে ৮ম শ্রেণীতে ৪ জন
২০১০ সালে জে.এস.সি-তে ২ জন
২০১১ সালে এস.এস.সি-তে ১ জন
প্রতষ্ঠানটি থেকে পাশ করা শিক্ষার্থীদের মধ্য থেকে বিচারক,প্রশাসনিক কর্মকর্তা, প্রকৌশলী, ডাক্তার, শিক্ষক, সরকারী, বেসরকারী কর্মকর্তা আছে।
শিক্ষার গুণগত মান উন্নয়ন ও পাশের হার ১০০% এ উন্নীত করার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
মংলা-ঢাকা মহাসড়কের কাশিয়ানী উপজেলা পরিষদ থেকে গোপালগঞ্জমুখী তিলছড়া বাসস্ট্যান্ড থেকে হাতের বামদিকে মাইল পাঁচেক সামনে এগুলেই চোখে পড়বে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের তীর্থধাম। সেখান থেকে আর মাত্র দুই কিলোমিটার পথ সামনে এগুলেই হাতের বামপাশে ব্রিজের ওপারেই অবস্থিত এই বিদ্যালয় । এছাড়া যোগাযোগের ক্ষেত্রে-
রাজপাট বহুমূখী উচ্চ বিদ্যালয় | |
গ্রামঃ রাজপাট ডাকঃ রাজপাট উপজেলাঃ কাশিয়ানী জেলাঃ গোপালগঞ্জ। | এম.পি.ও কোড-৩৪০২০২১৩০১ EIIN - 109502 থানা কোড- ২৬১ জেলা কোড- ৩৩ |
ই-মেইল-rajpathighschool@gmail.com |
নাম | নাম |
ক) কাজল মিয়া খ) রনিচ মোল্যা গ) হাসনা খানম ঘ) শুকলা রায় | ঙ) সৈয়দ সাকিবুর রহমান চ) সোহেলী আক্তার ছ) তন্বী খানম |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস