দারুল উলুম দাখিল মাদ্রাসাটি গোপালগঞ্জ জেলাধীন কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের পুইশুর গ্রামে রামদিয়া সাতপাড় সড়কের আধা কিলোমিটার উত্তরে মাদ্রাসা রোড সংলগ্ন পশ্চিম পার্শ্বে অবস্থিত।মাদ্রাসায় ১২০০বগর্ফুটের দুইটি ও ৮০০ বগর্ফুটের একটি টিনের ঘর আছে।এখানে ৭৫০ বগর্ফুটের একটি মসজিদ রয়েছে।পশ্চিম পার্শ্বে একটি পুকুর ও দক্ষিন পাশে ৯০ শতাংশ জমির উপর একটি খেলার মাঠ রয়েছে।
পাখির কলরবে মুখরিত এক নিভৃত পল্লীতে কৃষক,শ্রমিক,জেলে তাতিসহ মেহনতি মানুষের সহযোগিতায় অত্র এলাকার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মরহুম আলহাজ মাওলানা একে ইমদাদুল হক,সমাজকর্মী ছিদ্দিকুর রহমান সিকদার,মাওলানা আ:আলী সিকদার ও সালাহউদ্দিন মোল্যার ঐকান্তিক প্রচেষ্টায় মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো বিস্তার করে আসছে।২০০৩ সালে মাদ্রাসাটি ভর্তির অনুমোতি লাভ করে।২০০৬সালে মাদ্রাসাটি একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত হয়এবং২০১০সালের মে মাসে এই মাদ্রাসাটি এমপিও ভূক্ত হয়।তবে এখন পযর্ন্ত সরকার কর্তৃক কোনো অবকাঠামো সুযোগ পায়নাই।
শ্রেনী | বালক | বালিকা | মোট |
প্রথম | ১০ | ০৯ | ১৯ |
দ্বিতীয় | ১০ | ১৩ | ২৩ |
তৃতীয় | ১০ | ১১ | ২১ |
চতুর্থ | ০৯ | ১০ | ১৯ |
পঞ্চম | ০৯ | ১৩ | ২২ |
ষষ্ঠ | ১৩ | ২১ | ৩৪ |
সপ্তম | ১১ | ২৩ | ৩৪ |
অষ্টম | ২৬ | ১৭ | ৫৩ |
নবম | ১৮ | ০৩ | ২১ |
দশম | ১৫ | ১২ | ২৭ |
০২/০০৫/২০১২ তারিখে মাদ্রাসা শিক্ষা বোর্ড দুই বছর এর জন্য নিয়মিত কমিটি অনুমোদিত;
১।ছিদ্দিকুর রহমান সিকদার-সভাপতি
২।মুজাহিদুল ইসলাম- সদস্য সচিব
৩।মো:সালাহ উদ্দিন মোল্লা- শিক্ষানুরাগী।
৪।মো:মুস্তাফিজুর রহমান- শিক্ষক প্রতিনিধি।
৫।মামুনুর রহমান সিকদার- শিক্ষক প্রতিনিধি।
৬।মুহা:আনোয়ার হোসেন-অভিবাবক সদস্য।
৭। মো:মাহাবুব সিকদার-দাতা সদস্য।
৮।এস.এম.মান্নু সিকদার- অভিবাবক সদস্য।
৯।আয়ুবালী সিকদার- অভিবাবক সদস্য।
১০।নাছিমা বেগম- অভিবাবক সদস্য।
১১।মো:জালাল উদ্দিন সিকদার- অভিবাবক সদস্য।
১২।মো:আব্দুল আলী সিকদার-প্রতিষ্ঠাতা সদস্য।
পরীক্ষার নাম | সাল | পাশের হার | জি,পি,এ ৫ প্রাপ্তির সংখ্যা |
প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষা | ২০১০ | ১০০% |
|
প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষা | ২০১১ | ১০০% |
|
জে ডি সি | ২০১০ | ৮৬% |
|
জে ডি সি | ২০১১ | ৭০% |
|
দাখিল | ২০১০ | ৮৪% |
|
দাখিল | ২০১১ | ১০০% |
|
অত্র এলাকার ঝরেপড়া শিক্ষাবঞ্চিত হতদরিদ্র শিক্ষার্থীরা দাখিল পাশ করে উচ্চ শিক্ষা লাভের সুযোগ পেয়েছে এবং ইতিমধ্যে অনেকেই সরকারি চাকুরির সুযোগ লাভ করেছে।
অত্র এলাকার শিক্ষার্থীরা যাতে উচ্চ শিক্ষা লাভ করে দেশের ও দশের কল্যান সাধন করতেপারে সে লক্ষে আগামীতে আলিম ও ফাজিল শ্রেনী খোলা ও অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
গ্রাম:পুইশুর,পো:হাতিয়াড়া,উপজেলা:কাশিয়ানী,জেলা:গোপালগঞ্জ।
মোবাইল:০১৭১৫৫৮৯৫৩৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস