গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কুমার নদের তীর ঘেষে শ্রীপুর গ্রামের একটি মনোরম পরিবেশে বিদ্যালয়টি স্থাপিত। ৩ টি আধা-পাকা টিনের চৌচালা বেষ্টিত ইংরেজী বড় অক্ষরের আই ফন্টের পশ্চিমমুখী বিদ্যালয়টিতে রয়েছে ১ টি অফিস কক্ষ , ৩টি শ্রেণীকক্ষ ও ১ টি কমনরুমসহ মোট ৬ টি কক্ষ। বিদ্যালয়টিতে ১ টি অগভীর নলকূপসহ ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ২ টি পাকা শৌচাগারের ব্যবস্থা রয়েছে। পশ্চিমে বিশাল খেলার মাঠ এবং তৎপরবর্তী কাচা রাস্তা ১.০০ একর জমির ওপর দন্ডায়মান এই বিদ্যালয়টিকে করে রাখে সবসময় প্রাণবন্ত।
শিক্ষার আলো দ্বারে দ্বারে পৌঁছে দেবার মানসে ১৯৫৩ সালে বিদ্যালয়টি মাথা উঁচু করে দাঁড়ায়। প্রথমে বিদ্যালয়টি তৎকালীন মাইনর এডুকেশন (M.E) হিসেব প্রতিষ্ঠা পায় কিন্তু কয়েক বছর পর বিদ্যালয়টি আবার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গোয়ালগ্রাম নিবাসী মরহুম আব্দুল আজিজ মুন্সী, শ্রীপুর নিবাসী মরহুম আব্দুস সাত্তার মুন্সী, মরহুম আব্দুর রউফ মুন্সী এবং বাবু সন্তোষ কুমার বিশ্বাসের প্রচেষ্টায় ১৯৮৩ সালে ৬ ষ্ঠ শ্রেণি হতে ৮ম শ্রেণি পর্যন্ত শ্রীপুর গ্রামের নামানুসারে বিদ্যালয়টি শ্রীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়। এবং তদপরবর্তী ০১-০১-১৯৮৬ সালে বিদ্যালয়টি স্বীকৃতিপ্রাপ্ত হয়।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ২৭ | ১৮ | ৪৫ |
৭ম | ৩১ | ২০ | ৫১ |
৮ম | ২৭ | ২৮ | ৫৫ |
মোট | ৮৫ | ৬৬ | ১৫১ |
বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্যের নামের তালিকাঃ
১৬-০৬-২০১০ থেকে ১৫-০৬-২০১২ পর্যন্ত
১। | এম.এম তৈয়াবুর রহমান | সভাপতি |
২। | বনমালী বিশ্বাস | সদস্য সচিব |
৩। | দেবরঞ্জন বর | সাধারণ শিক্ষক সদস্য |
৪। | ফরিদুল ইসলাম | ঐ |
৫। | সাবিনা ইয়াসমিন | সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য |
৬। | মোঃ আইয়ূব আলী | কো-অপ্ট সদস্য |
৭। | মোঃ দুলু মুন্সী | সাধারণ অভিভাবক সদস্য |
৮। | বাবু সরকার | ঐ |
৯। | মোঃ আকবর আলী | ঐ |
১০। | নিতাই বিশ্বাস | ঐ |
১১। | আছমা বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১২ | নীলরতন বিশ্বাস | প্রতিষ্ঠাতা |
১৩ | মোঃ রফিকুল ইসলাম | দাতা |
জে.এস.সি | ||
পাসের সাল | অংশগ্রহণ | পাসের সংখ্যা |
২০১০ | ১৪ | ০৬ |
২০১১ | ১০ | ০২ |
· বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে
· নারী শিক্ষার হার বেড়েছে
· এলাকাবাসীর জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে
অত্র বিদ্যালয়ের একাধিক ছাত্র-ছাত্রী ডাক্তার,ইঞ্জিনিয়ার ও শিক্ষক হয়েছে।
২০১২ সালে জে.এস.সি পরীক্ষায় শতভাগ পাশের প্রচেষ্টা।
শ্রীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় | |
গ্রাম -শ্রীপুর ডাকঘর-গোয়ালগ্রাম মাদরাসা উপজেলাঃ কাশিয়ানী জেলাঃ গোপালগঞ্জ। | এম.পি.ও কোড-3402081203 EIIN – 109514 থানা কোড- ২৬১ জেলা কোড- ৩৩ |
E-mail : shreepurjuniorschool@yahoo.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস