অত্র ওড়াকান্দী দেবী শান্তি সত্যভামা জু: হাই বালিকা বিদ্যালয়টি ঐতিহ্যবাহী প্রচীনতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। ইহার ১.২৬ শতাংশ: ভূমির উপর বাউন্ডারী ওয়াল ছাড়াই ১. ৪৫ ফুট ৮কক্ষ বিশিষ্ট একটি দালান নিয়ে দৃষ্টি নন্দন পরিবেশে অবস্থিত। চারদিকে বৃক্ষ শোভিত এবং উন্মুক্ত থাকায় অনেক দূরে থেকেই সকলের দৃষ্টি গোচর হয় বিদ্যালয়টি। বিদ্যালয়ের তিনটি শৌচাগার এবং একটি নলকূপ আছে। পশ্চিম দিকে পুকুর এবং দক্ষিন দিকে মেয়েদের খেলার মাঠ অবস্থিত। সব মিলিয়ে শিক্ষা বান্ধব পরিবেশ বিদ্যমান।
ঐতিহ্যবাহী ওড়াকান্দী ঠাকুর পরিবারের কৃতি সন্তান শ্রীপতি প্রসন্ন ঠাকুর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ওড়াকান্দীতে আবির্ভূত হরিচাঁদ ও গুরুচাঁদের স্ত্রী যথাক্রমে শান্তি ও সত্যভামা দেবীদের নাম অনুসারে অত্র বিদ্যালয়ের নাম করণ করা হয়। এতে এতদাঞ্চলের নারী শিক্ষার পথ সুগম হয়। এই নিম্ন অঞ্চলের নিরক্ষর জনগণের মধ্যে শিক্ষার আলোর সঞ্চালন হয়।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
ষষ্ঠ |
| ৩৮ | ৩৮ |
সপ্তম |
| ৪৩ | ৪৩ |
অষ্টম |
| ৪১ | ৪১ |
১। | জনাব নির্মলেন্দু সরকার | সভাপতি |
২। | জনাব পরিমল কান্তি বিশ্বাস | শিক্ষক প্রতিনিধি |
৩। | জনাব কুতুব উদ্দিন | ঐ |
৪। | জনাব মঞ্জুলিকা সরকার | ঐ |
৫। | জনাব ইকবুল খাঁ | অভিভাবক সদস্য |
৬। | জনাব নওশের সরদার | ঐ |
৭। | জনাব সন্তোষ কুমার বিশ্বাস | ঐ |
৮। | জনাব দিলীপ কুমার বালা | ঐ |
৯। | জনাব সুমিত্রা বিশ্বাস | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১০। | জনাব হিমাংশুপতি ঠাকুর | বিদ্যোৎসাহী সদস্য |
১১। | প্রভাস চন্দ্র বিশ্বাস | সদস্য সচিব |
১৬জন শিক্ষার্থী উপবৃত্তি বর্তমানে পাচ্ছে।
অত্র বিদ্যালয় থেকে অনেক ছাত্রী জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তথা দেশ-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেছে। এমনকি বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসনে সদস্যপদ লাভ করেছে। এছাড়া জন্ম থেকে অত্র এলাকা ও তার পাশ্ববর্তী এলাকায় শিক্ষা বিস্তার করে আসছে।
আগামীতে অত্র বিদ্যালয়ের পাসের হার বৃদ্ধিকরণ। ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা রোধ করা। অবকাঠামো উন্নয়ন করা।
কাশিয়ানী উপজেলা পরিষদ থেকে দক্ষিণ দিকে বিশ্বরোড হয়ে গোপালগঞ্জ অভিমুখে ১০ কিলোমিটার অগ্রসর হলে তিলছড়া বাজার পার হয়ে রোডের বামমোড় দিয়ে ওড়াকান্দীইউনিয়ন পরিষদ থেকে আরো পূব দিকে এগিয়ে চোখে পড়বে ওড়াকান্দী মীড উচ্চ বিদ্যালয়। সেখান থেকে ব্রীজ পার হয়ে সোজা পূর্বদিকে আধা কিলোমিটার পথ এগুলেই হাতের ডানদিকে চোখে পড়বে কাঙ্খিত এই সুদৃশ্য এবং এতিহ্যবাহী বিদ্যালয়টি স্বমহিমায় দন্ডায়মান। এছাড়া যোগাযোগঃ | ||||||
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস