গোপালগঞ্জ জেলাধীন কাশিয়ানী উপজেলার অন্তর্গত ১ নং মহেশপুর ইউনিয়নের পাচপাড়া বিশিষ্ট বিশাল এবং জনবহুল জোনার গ্রামের শিবগাতী মৌজায় বিদ্যালয়টি অবস্থিত। সবুজের ছায়া ঘেরা মনোরম পরিবেশ বেষ্টিত বিশাল ক্রীড়া অঙ্গনের পশ্চিমাস্থ পূর্বাভিমুখী এ বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়।এর উত্তর পাশ দিয়ে বয়ে গেছে মংলা-ঢাকা মহাসড়ক যেটি বিশ্বরোড নামে পরিচিত।বিদ্যায়টির ৩টি টিন সেডের কাচা গ্রহ রয়েছে যার কক্ষ সংখ্যা ৯।এদের মধ্যে ৭টি কক্ষ শ্রেণীকক্ষ,১টি অফিস কক্ষ এবং ১টি ছাত্রী বমন রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিদ্যালয়ের সামনে খেলার মাঠসহ শহীদ মিনার এবং শিক্ষ-শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ১টি গভীর নলকূপ ও ১টি টু-ইন লেট্রিন রয়েছে। নিয়মিত পূর্ণাংঙ্গ ম্যানেজিং কমিটি এবং দক্ষ শিক্ষক দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের সামনে খেলার মাঠসহ ১.০১ একর জমির উপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে মানবিক ও ব্যবসায় শাখার ছাত্র-ছাত্রীদের অধ্যয়নের সুযোগ আছে।
পাশ্ববর্তী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের সহ-সভাপতি নির্বাচনের ক্ষেত্রে নির্বাচিত সদস্য প্রতিশ্রুতি ও ওয়াদা দেয়ার পরও জনাব মোঃ মোতালেব মৃধা সহ-সভাপতি নির্বাচনে পরাজিত হন। ফলে তিনি ভীষণভাবে মনোকষ্ট পান এবং বৃহৎ জোনাসুর এলাকার ভোটার এবং জনগন চরমভাবে ব্যথা পান। এবং গ্রামের একটি সামাজিক অনুষ্ঠানে বিশিষ্ট মুরুব্বি জনাব বদিউজ্জামান মৃধা, জনাব মোঃ সুলতান হোসেন, জনাব খবীর উদ্দিন মৃধা, জনাব মোঃ আমীর আলী খান, জনাব মোঃ ফায়েকুজ্জামান খান ঠাকুর, জনাব মনিমোহন ঘোষাল এবং জনাব মোঃ মোতালেব মৃধা সমবেত হন এবং নির্বাচনের পরাজয়ের মনোকষ্টের কথা আলোচনা করেন এবং বৃহৎ জোনাসুরের শিক্ষার হার বৃদ্ধির জন্য গ্রামে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা অনুভব করেন। এমন সময় সেখানে উপস্থিত হন জনাব মোঃ নূরুজ্জামান মৃধা, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর রউফ। তখন জনাব মোঃ মোতালেব মৃধা নির্বাচনের পরাজয়ের কথা বলতে বলতে এক পর্যায়ে কেঁদে ফেলেন এবং নিজের গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা করে অপমানের প্রতিশোধ নেয়ার কথা ব্যক্ত করেন।পরবর্তীতে জনাব মোঃ নূরুজ্জামান মৃধা বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর রউফ এলাকার গন্যমান্য ব্যক্তির সাথে বিদ্যালয় প্রতিষ্ঠা করার বিষয় আলাপ-আলোচনা করেন এবং অনুকূল সাড়া ও উৎসাহ পেয়ে এক পর্যায়ে তৎকালীন ইউপি চেয়ারম্যান মরহুম জনাব মোঃ মনিরুজ্জামান মৃধা, বীর মুক্তিযোদ্ধাকে আহ্বায়ক করে পাঁচ পাড়া বিশিষ্ট বিশাল জোনাসুর গ্রামের সর্বস্তরের জনসাধারনের এক সভা আহবান করেন। উক্ত সভায় গ্রামের সর্বস্তরের জনগন বিদ্যালয় প্রতিষ্ঠা করার ইচ্ছা দৃঢ়ভাবে ব্যক্ত করেন এবং সামর্থ অনুযায়ী সাহায্যের অঙ্গীকার ব্যক্ত করেন। জনাব কাজী হাতেম উদ্দিন তাঁর স্ত্রী মোসাঃ সুফিয়া খাতুন এবং শ্যালিকা মোসাঃ জরিনা খাতুনের নামের জমি বিদ্যালয়ের নামে দান করার প্রতিশ্রুতি দেন। বিদ্যালয় গৃহ নির্মানের লক্ষ্যে জনাব মোঃ নূরুজ্জামান মৃধা, মোঃ বেলায়েত হোসেন, জনাব মোঃ আকরামুজ্জামান মৃধা, জনাব মোঃ শফিকুল ইসলাম মৃধা এবং জনাব মোঃ বাবলু মিয়া মাঠ পর্যায়ে কাঠ,অর্থ এবং ছাত্র সংগ্রহের কাজ করেন।জনাব মোঃ কাজী নজরুল ইসলাম তার বিশাল বাসগৃহটি নামে মাত্র মূল্যে বিদ্যারয়কে দান করেন। জনাব মোঃ মনিরুজ্জামান মৃধা, জনাব মোঃ আবুল কালাম আজাদ, জনাব মোঃ আবুবক্কর মৃধা, জনাব মোঃ নূরুজ্জামান মৃধা এবং জনাব মোঃ বেলায়েত হোসেন এডহক ভিত্তিতে শিক্ষক নিয়োগ দানের কার্যকর ব্যবস্থা গ্রহণ পূর্বক ১লা জানুয়ারী ১৯৯৬ তারিখে প্রস্তাবিত নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ছাত্র ভর্তি এবং ক্লাস শুরুর ব্যবস্থা করেন।বিদ্যালয় স্থাপনের পূর্বানুমতি,স্বীকৃতি প্রাপ্তি এবং এম,পি.ওভূক্ত করনের কঠোর প্রচেষ্টা চালান। এভাবে বৃহৎ জোনাসুর গ্রামের সর্বস্তরের জনসাধারনের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এবং প্রচেষ্টায় শিবগাতী জোনাসুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ০১-০১-১৯৯৭ তারিখ হতে স্থাপনের পূর্বানুমতি প্রাপ্ত হয়। ০১-০১-১৯৯৯ তারিখ হতে প্রথম একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত হয় এবং ১৫-০৫-২০০০ তারিখ হতে বিদ্যালযটি এম.পি.ওভূক্ত হয়। ২০০৩ সাল হতে নবম শ্রেণী খোলার অনুমতি প্রাপ্তির মধ্য দিয়ে এলাকার গরীব ছাত্র-ছাত্রীরা এ বিদ্যালয়ে মানবিক ও ব্যবসায় শাখায় অধ্যয়ন করার সুযোগ পাচ্ছে।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
ষষ্ঠ | ৩০ | ১৮ | ৪৮ |
সপ্তম | ২৭ | ১৫ | ৪২ |
অষ্টম | ২০ | ২৩ | ৪৩ |
নবম | ১২ | ৯ | ২১ |
দশম | ১১ | ১০ | ২১ |
কমিটির ধরন | কমিটির মেয়াদকাল | সদস্য সংখ্যা | |
হইতে | পর্যন্ত | ||
১ | ২ | ৩ | ৪ |
ম্যানেজিং কমিটি | ১৪-১২-২০১১ | ১৩-১২-২০১৩ | ১২ |
|
|
# বিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকার ঘরে ঘরে এস.এস.সি পাশ সহ শিক্ষার হার বৃদ্ধিপেয়েছে।
# নারী শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে।
# দরিদ্র পরিবারের সন্তানেরা কম খরচে শিক্ষার সুযোগ পেয়ে এস.এস.সি পাশের পর কর্মসংস্থান এবং উচ্চ শিক্ষর সুযোগ পাচ্ছে।
# এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নত হয়েছে।
# নৈতিক মূল্যবোধ বৃদ্ধি পাচ্ছে
# সুন্দর ওসুখী সমাজ গড়ে উঠেছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান শিক্ষক নিরাপদ দাস আগামী ৫ বছরের মধ্যে (পঞ্চ বার্ষিক পরিকল্পনা) শিক্ষক, ম্যানেজিং কমিটি, পি.টি.এ এবং স্থানীয় সুশীল সমাজের সহযোগিতায় যা করতে আশাবাদী তা হলো-
ক) জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষার ফল ৯০% থেকে ১০০% উন্নীতকরণ
খ) যুগোপযোগী শিক্ষা দান এবং শিক্ষা উপকরণ ব্যবহার নিশ্চিতকরণের ব্যবস্থা গ্রহণ।
গ) কম্পিউটর ল্যাব প্রতিষ্ঠা করা
ঘ) পৃথক গ্রন্থাগার গড়ে তোলা
ঙ) ৫ম শ্রেণী পাশ করা একচি ছেলে-মেয়ে যাতে লেখাপড়া থেকে ঝরে না পড়ে তার জন্য লেখা-পড়ার সুযোগ সৃষ্টি করে দেয়া
চ) সরকারী অনুদানের পশাপাশি বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শিক্ষাবান্ধব মনোরম পরিবেশ সৃষ্টি করা
ছ) নিয়মি সহপাঠক্রমিক কার্যাবলী অনুশীলন ও চর্চা করার সুযোগ সৃষ্টি
জ) শিক্ষার্থীদের ডিজিটাল বাংলাদেশ গড়ার মত উপযোগী করে গড়ে তোলা।
ঝ) বিদ্যালয়ে এস.বি.এ এবং পি.বি.এম এর কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা
ঞ) শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়াপ্রতিরোধের লক্ষ্যে নিয়মিত অবিভাবক সমাবেশ করা
ট) শিক্ষকদরে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ প্রদান।
ঠ) সার্বিকভাবে বিদ্যালয়টিকে সুসজ্জিত পূর্ণাঙ্গ শিখ্ষা গ্রহণ এবং শিক্ষাদান করার জন্য মনোরম পরিবেশ সৃষ্টি করাই ভবিষ্যৎ পরিকল্পনা।
মংলা-ঢাকা মহাসড়কের কাশিয়ানী উপজেলা পরিষদ থেকে ঢাকামুখী শিবগাতী বাসস্ট্যান্ড থেকে হাতের ডানদিকে একটু দূর এগুলেই এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এছাড়া যোগাযোগের ক্ষেত্রে-
শিবগাতী জোনাসুর মাধ্যমিক বিদ্যালয় | |
গ্রামঃ শিবগাতী জোনাসুর ডাকঃ জোনাসুর উপজেলাঃ কাশিয়ানী জেলাঃ গোপালগঞ্জ। | এম.পি.ও কোড-৩৪০২০৮১২০4 EIIN - 109520 থানা কোড- ২৬১ জেলা কোড- ৩৩ |
ই-মেইল-jonasurhighschool@yahoo.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস