স্কুল গৃহটি টিনসেড কিন্তু জরাজীর্ন। কক্ষ সংখ্যা ৪টি। স্কুলটি ৪২ শতাংশ জায়গায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার গুঘলীয়া গ্রামে অবস্থিত। স্কুলে ১টি নলকুপ,১টি ল্যাট্রিন আছে। মাঠের চারপাশে রয়েছে ৬টি বনজ গাছ।
অত্র গ্রামের স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব রাঙ্গা মিয়া শেখ, জনাব মোসেব কাক্কা, জনাব সিরাজুল হক শরীফ এবং আরো অনেক সচেতন ব্যক্তি বর্গের উদ্যোগে এবং সরকারি সহযোগিতায় স্কুলটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। জমি দান করেন রাঙ্গা মিয়া শেখ। সেই ১৯৭৩ সাল থেকে বর্তমান পযর্ন্ত স্কুলটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।
শ্রেনী | ছাত্র | ছাত্রী | মোট |
শিশু | ০৪ | ০৫ | ০৯ |
১ম | ০৭ | ০৫ | ১২ |
২য় | ০৮ | ০৪ | ১২ |
৩য় | ০৬ | ০৪ | ১০ |
৪র্থ | ১০ | ১০ | ২০ |
৫ম | ০১ | ০৪ | ০৫ |
মোট | ৩৬ | ৩২ | ৬৭ |
কমিটি গঠনের তারিখঃ-০৯/০৩/২০১০। কমিটির মেয়াদ শেষঃ-০৮/০৩/২০১৫।
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | মোঃ সিরাজুল ইসলাম | সভাপতি |
০২ | মোঃ অনেরুদ্দিন মোল্যা | সহ সভাপতি |
০৩ | মোঃ হাতেম মোল্যা | সদস্য (ইউপি) |
০৪ | মাহমুদা খানম | সদস্য সচীব (প্র,শি) |
০৫ | নীভা রানী মিস্ত্রী | সদস্য (মেধা) |
০৬ | হোসনেয়ারা বেগম | সদস্য অভিভাবক |
০৭ | নারগিস বেগম | সদস্য |
০৮ | জাহানারা বেগম | সদস্য (বিদ্যানুরাগী) |
০৯ | নীহার কান্তী বাকচী | সদস্য অভিভাবক |
১০ | মেজবাহুল ইসলাম লস্কর | সদস্য (উঃবিঃশি) |
১১ | বিনয় বিকাশ মজুমদার | সদস্য শিক্ষক প্রতিনিধি |
ক্রমিক নং | পরীক্ষার নাম | সাল | পাশের হার |
১ | প্রাথমিক শিক্ষা সমাপনী | ২০০৯ | ১০০% |
২ | প্রাথমিক শিক্ষা সমাপনী | ২০১০ | ১৩% |
৩ | প্রাথমিক শিক্ষা সমাপনী | ২০১১ | ১০০% |
স্তর | ক্যাটাগরী | সাল | ||||
প্রাথমিক | ট্যালেন্টপুল | ২০১১ | ২০১০ | ২০০৯ | ২০০৮ | ২০০৭ |
|
|
|
|
| ||
সাধারন |
|
|
|
|
|
ছাত্র ছাত্রী ভর্তির হার ১০০% নিশ্চিত করন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ও সমাপনী পরীক্ষার ফলাফল ১০০% উর্ত্তীন করা,ঝরে পড়া রোধ করা, ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের ইউনিফর্ম ১০০% নিশ্চিত করন ১০০% উপস্থিতি নিশ্চিত করন ছাত্র ছাত্রীদের আদর্শ মানুষ হেসাবে গড়ে তোলার জন্য যথাসার্ধ চেষ্ঠা। সবোর্পরি বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে উন্নতী করা।
Email ID:nawragugholiagovschool98@yahoo.com
০১৯৩৪৩৩১৫৬৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস