১৯৯০ সালে ৩৩ নং চর জঙ্গলমুকুন্দপুর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। এলাকার সকল শ্রেণীর জনসাধারণের উদ্যোগে টিনের চাল বিশিষ্ট ঘরটি নির্মিত হয়। ১৯৯৭-১৯৯৮ সালে বিদ্যালযটি পুণঃ নির্মানের কাজ হয়। আরও একটি নতুন ভবন ২০১১-২০১২ সালে নির্মিত হয়।
১৯৯০ সালে এলাকার সকল শ্রেণীর জনসাধারণের উদ্যোগে বিদ্যালয়টি স্থাপিত হয়। । বর্তমানে বিদ্যালয়টির ভৌত অবকাঠামো খুব সুন্দর। লেখা পড়ার মান সন্তোষজনক । ইতোপূর্বে এলাকায় কোন প্রাথমিক বিদ্যালয় ছিল না। এই বিদ্যালয় স্থাপিত হওয়ায় এলাকায় লেখা পড়ার হার বৃদ্ধি পাচ্ছে।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
প্রথম | ২০ | ২২ | ৪২ |
দ্বিতীয় | ১৪ | ২৬ | ৪০ |
তৃতীয় | ১৭ | ২২ | ৩৯ |
চতুর্থ | ১৬ | ১৩ | ২৯ |
পঞ্চম | ১০ | ৮ | ১৮ |
মোট | ৭৭ | ৯১ | ১৬৮ |
গঠনের তারিখঃ- ২০/০১/২০১০ ইং। অনুমোদনের তারিখঃ-০৮/০৩/২০১০ ইং। মেয়াদঃ- ০৮/০৩/২০১০ থেকে ০৭/০৩/২০১৩ ইং পর্যন্ত। |
বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্যের নামের তালিকাঃ
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
ক্রমিক নং | সাল | পাশের হার | জি.পি.এ ৫ প্রাপ্তির সংখ্যা |
০১ | ২০০৯ | ৭৩% | ১ |
০২ | ২০১০ | ৯৭% | - |
০৩ | ২০১১ | ৯৭% | - |
স্তর | ক্যাটাগরী | সাল | মোট | ||||
২০১১ | ২০১০ | ২০০৯ | ২০০৮ | ২০০৭ | |||
প্রাথমিক | ট্যালেন্টপুল | - | - | ১ | - | - | ১ |
সাধারণ | - | - | - | - | - | - |
২০১১ সালে কাশিয়ানী আন্তঃ উপজেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে কৃতিত্বের সাথে ১৭ টি পুরস্কার অর্জন করে।
শতভাগ ভর্তি, শতভাগ পাশ। ঝরে পড়ার হার রোধ করা। অভিভাবকদের সচেতন করে গড়ে তোলা। |
মংলা-ঢাকা মহাসড়কের কাশিয়ানী উপজেলা পরিষদ থেকে গোপালগঞ্জমুখী ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে হাতের ডান দিকে দক্ষিনে বাস, ভ্যান, অথবা মোটরসাইকেলযোগে মাইল দুয়েক পাকা রাস্তা পেরিয়েই থামতে হবে মধুমতি তীরস্থ কালনা ঘাটে। নদী পার হয়ে সড়ক পথে পায়ে হেটে কিছুদূর এগুলেই বিদ্যালয়টি নজরে পড়বে। |
Email Address : cjmrprimaryschool@yahoo.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস