অত্র বিদ্যালয়টি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন পুইশুর ইউনিয়নের দেবাসুর গ্রামে অবস্থিত। ইহা কাশিয়ানী উপজেলা হতে ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
বিদ্যালয়টির সামনে একটি খেলার মাঠ আছে। ছাত্র/ছাত্রীরা সহ গ্রামের কোমলমতি শিশুরা উক্ত মাঠে খেলাধুলা করে মানসিক প্রশান্তি লাভ করে। শিক্ষকের আন্তরিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতায় জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলেই কাজ করে যাচ্ছে।
অত্র বিদ্যালয়টি অত্র এলাকার মঙ্গলের জন্য প্রতিষ্ঠিত হইয়াছে।ইহা ছাড়া অত্র এলাকা লেখাপড়ার বিশেষ উন্নতি হইয়াছে।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
ষষ্ঠ | ১৯ | ২৭ | ৪৬ |
সপ্তম | ১৭ | ২৬ | ৪৩ |
অষ্টম | ১৫ | ২৭ | ৪২ |
নবম | ১৬ | ১৪ | ৩০ |
দশম | ২৪ | ১২ | ৩৬ |
১। | জনাব অসীমানন্দ বিশ্বাস | সভাপতি |
২। | জনাব স্বপন কুমার বিশ্বাস | শিক্ষক প্রতিনিধি |
৩। | জনাব মিলন চন্দ্র রায় | ঐ |
৪। | জনাব জয়গোপাল বিশ্বাস | অভিভাবক সদস্য |
৫। | জনাব প্রেম কাঞ্জিলাল | ঐ |
৬। | জনাব বিশ্বদেব বিশ্বাস | ঐ |
৭। | জনাব বিভূতি ভূষণ বিশ্বাস | ঐ |
৮। | মিসেস স্নেহলতা বিশ্বাস | ঐ |
৯। | জনাব জুড়ান চন্দ্র বিশ্বাস | দাতা সদস্য |
৯। | জনাব অংশুপতি বোস | বিদ্যোৎসাহী সদস্য |
১১। | জনাব জগদীশ চন্দ্র বিশ্বাস | সদস্য সচিব |
ক্র.নং | পরীক্ষার নাম | সাল | পাশের হার (%) | জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা | মন্তব্য |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ |
১ |
জে.এস.সি | ২০১০ | - |
|
|
২ | ২০১১ | ৮০ |
|
| |
৩ |
এস.এস.সি | ২০০৭ | - |
|
|
৪ | ২০০৮ | ২০ |
|
| |
৫ | ২০০৯ | ৭৬.১৬ |
|
| |
৬ | ২০১০ | ৬৬.১৬ |
|
| |
৭ | ২০১১ | ৭০ |
|
|
২০০৯ সালে এস.এস.সি তে ১ জন গোল্ডেন এ + এবং ২০১০ সালে জে.এস.সি তে ৪ জন বৃত্তি।
ছাত্র-ছাত্রীদের ১০০% পাশ করানোর চেষ্টা করা
দেবাসুর উচ্চ বিদ্যালয় | |
গ্রাম -দেবাসুর ডাকঘর-জে.ঘোনাপাড়া উপজেলাঃ কাশিয়ানী জেলাঃ গোপালগঞ্জ। | এম.পি.ও কোড- EIIN – কোড- থানা কোড- ২৬১ জেলা কোড- ৩৩ |
E-mail : debasurhighschool@gmail.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস