শিক্ষা প্রতিষ্ঠানটি গোপালগঞ্জ জেলার অন্তর্গত কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাথানডাঙ্গা নামক গ্রামে অবস্থিত। কুমার নদের তীরে দন্ডায়মান বিদ্যালয়টির উত্তর পাশে রয়েছে দ্বিতল ভবন। পাশে একটি টিনসেড, পশ্চিমপাশে তিন কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন ও একটি আধা-পাকা ভবন, পূর্বপাশে পুরাতন তিন কক্ষ বিশিষ্ট একটি ভবনসহ মোট ৫ টি ভবন রয়েছে। ইংরেজী বড় অক্ষরের ইউ-সেপের এই বিদ্যালয়টিতে ১২ টি শ্রেণিকক্ষ, ১ টি অফিস কক্ষ, ১ টি শিক্ষক মিলনায়তনসহ একটি পৃথক গ্রন্থাগার রয়েছে। ৫.৩৪ একর জমির এই বিদ্যালয়টিতে শোভা বর্দ্ধনে রয়েছে মাঝখানের বড় পুকুর ও তার চারিপাশে দন্ডায়মান ৫০ টি নারকেল গাছসহ বাহু প্রসারিত পরিবেশ বান্ধব কয়েকটি কাঁঠালগাছ। এছাড়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পাকা শহীদ মিনার ও পাশের পাকা মঞ্চটি বিদ্যালয়ের সার্বিক পরিচিতিকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ২ টি অগভীর নলকূপ ও ৪ টি লেট্রিন বিদ্যালয়ের সুস্থ পরিবেশকে আরও ফুটিয়ে তুলেছে। পাশের বিশাল খেলার মাঠটি সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ বিকাশে। বিদ্যালয়ের এইসব সম্পদকে প্রাণান্ত আগলে রাখছে চারিপাশের সুদর্শন পাকা দেয়াল। সর্বোপরী বিদ্যালয়ের দক্ষিণ ও পশ্চিম পাশের পাকা রাস্তা ও পাশের বাজারটি সকল নির্জনতা কাটিয়ে বিদ্যালয়কে প্রাণবন্ত করে রাখে সবসময়।
শিক্ষার আলো দ্বারে দ্বারে পৌঁছে দেবার মানসে ১৯৪৫ সালে স্থানীয় শিক্ষানুরাগীদের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই বিদ্যালয়টিতে প্রথমে তৎকালীন মাইনর এডুকেশন (M.E) হিসেবে ৫ম শ্রেণি পর্যন্ত লেখা পড়া শুরু করে। কিন্তু কয়েক বছর পর ১৯৫৩ সালে বিদ্যালয়টি জুনিয়র বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে স্থানীয় ব্যক্তিবর্গের আপ্রাণ প্রচেষ্টায় ১৯৫৫ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। এরপর থেকে পর্যায়ক্রমে বিদ্যালযটিতে মানবিক ,বিজ্ঞান ও বানিজ্য বিভাগের ছাত্র-ছাত্রীদের সমাগম ঘটতে থাকে।
ক্র.নং | শ্রেণী | বালক | বালিকা | মোট |
১ | ২ | ৩ | ৪ | ৫ |
১ | ষষ্ঠ | ৫৫ | ৮৯ | ১৪৪ |
২ | সপ্তম | ৬৭ | ৭৩ | ১৪০ |
৩ | অষ্টম | ৭২ | ৮১ | ১৫৩ |
৪ | নবম | ৪৩ | ৫৪ | ৯৭ |
৫ | দশম | ৩৪ | ৪৩ | ৭৭ |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য : নির্বাচিত পরিচালনা কমিটি রয়েছে। পরিচালনা কমিটিতে ৩ জন মহিলাসহ ১২ জন সদস্য রয়েছে।
পাসের সাল | ধরন | অংশগ্রহণ | পাসের সংখ্যা | পাসের হার |
২০১১ | জে.এস.সি | ১৩৬ | ৮৭ | ৬৪% |
এস.এস.সি | ৭৩ | ৬৩ | ৭৩% | |
২০১০ | জে.এস.সি | ৮৮ | ৭৩ | ৮৩% |
এস.এস.সি | ৫৫ | ৩৫ | ৬৪% | |
২০০৯ |
এস.এস.সি | ৭৬ | ৫৬ | ৭৪% |
২০০৮ | ৭৭ | ৩৩ | ৪৩% | |
২০০৭ | ৮৬ | ৩৪ | ৪০% |
সেকায়েপ প্রদত্ত বৃত্তি | জুনিয়র বৃত্তি | |||||
সাল | শ্রেণি | ক্যাটাগরী-১ | ক্যাটাগরী-২ | সাল | বৃত্তির সংখ্যা | ধরন |
২০১১ | ৬ষ্ঠ | ৫৮ জন | ০৫ জন | ২০০৭ | ০১ জন | সাধারণ |
৭ম | ১৪ জন | ১০ জন | ২০১০ | ০১ জন | ট্যালেন্টপুল | |
৮ম | ২৪ জন | ১১ জন | ২০১১ | ০১ জন | সাধারণ | |
৯ম | ১৪ জন | ০৭ জন |
|
|
| |
১০ম | ০৯ জন | ১১ জন |
|
|
|
জে.এস.সি পরীক্ষায় পাসের হার বৃদ্ধি পেয়েছে
এস.এস.সি পরীক্ষায় পাসের হার বৃদ্ধি পেয়েছে
ভবিষ্যতে বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার এবং পাসের হার শতভাগ করার পরিকল্পনা রয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকল ছাত্র-ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা।
বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয় | |
গ্রামঃ বাথানডাঙ্গা ডাকঃ পদ্মবিলা উপজেলাঃ কাশিয়ানী জেলাঃ গোপালগঞ্জ। | |
E-mail : bathandangahighschool@yahoo.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস