১০৭ শতাংশ জমির চারপাশে বৃক্ষরাজিশোভিত স্কুলের স্যানিটেশন এবং বিশুদ্ধ পানির সুব্যবস্থা রয়েছে। স্কুলের দক্ষিণ পাশে বিশাল খেলার মাঠ,পশ্চিমের পুকুর এবং পূর্ব পাশের পাকা রাস্তা বিদ্যালয়টির সৌন্দর্যকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। |
স্কুলটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক FSSAP-2 আউটরীচ কর্মসূচির N.S.P এর আওতায় জনাব সৈয়দ আহমেদ জামশেদ (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার) কর্তৃক প্রতিষ্ঠিত। এলাকার দরিদ্র, অবহেলিত,সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাদান কার্য অব্যাহত রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যাঁরা জমিদান করেছেন-
১। জনাব জাকির হোসেন চৌধুরী
২। জনাব মোহতাসিম চৌধুরী
৩। জনাব তাপস চৌধুরী
৪। মিসেস ফরিদা বেগম
৫। জনাব আবিদ হোসেন সিকদার
৬। জনাব কামরুল কাদীর মুন্সী
শ্রেণী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
ষষ্ঠ | ১৬ | ২৬ | ৪২ |
সপ্তম | ১৯ | ২৪ | ৪৩ |
অষ্টম | ১৭ | ২৪ | ৪১ |
নবম | ১২ | ২২ | ৩৪ |
দশম | ১০ | ২০ | ৩০ |
বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্যের নামের তালিকাঃ
১। | আলহাজ্ব মোশাররফ হোসেন চৌধুরী | সভাপতি |
২। | জনাব অসীম কুমার পান্ডে | শিক্ষক প্রতিনিধি |
৩। | জনাব তাপস সরকার | ঐ |
৪। | মিসেস মাহমুদা আক্তার | ঐ |
৫। | জনাব ওমর ফারুক সিকদার | অভিভাবক সদস্য |
৬। | জনাব মোঃ লাবলু সরদার | ঐ |
৭। | জনাব নাজমুচ্ছাকেব মোল্যা | ঐ |
৮। | জনাব মোঃ আসাদ মোল্যা | ঐ |
৯। | মিসেস ফরিদা বেগম | ঐ |
১০। | সৈয়দ আহমেদ জামসেদ | প্রতিষ্ঠাতা সদস্য |
১১। | জনাব আবিদ হোসেন সিকদার | দাতা সদস্য |
১২ | ডাঃ বাদশা মোল্যা (বদরউদ্দিন) | বিদ্যোৎসাহী সদস্য |
১৩ | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
পরীক্ষার নাম | সাল | পাশের হার (%) | জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা |
২ | ৩ | ৪ | ৫ |
জে.এস.সি | ২০১০ | ৯৪ | ১ |
২০১১ | ৮৯.৬৬ | ৫ | |
এস.এস.সি | ২০১১ | ৬৫.২১ | ৪ |
২০১২ সালে ১৯০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ক্যটাগরী-১ ও ক্যাটাগরী-২ যথাক্রমে ৭২ ও ০৮ সহ মোট ৮০ জন সেকায়েপ প্রকল্পের মাধ্যমে উপবৃত্তি সুবিধা পেয়ে আসছে।
উদ্দীপনা পুরস্কার, সহ-শিক্ষাক্রমিক কার্যাবলী, শিক্ষা বৃত্তি।
ভৌত অবকাঠামো উন্নয়ন ও বিজ্ঞান লাইব্ররী ও কম্পিউটার ল্যাব স্থাপন করা এবং যুগোপযোগী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিগণিত করা। সর্বোপরী বিদ্যালয়টিকে কলেজে রূপান্তরীত করা।
| ||||||
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস