গোপালগঞ্জ জেলার অন্তর্গত কাশিয়ানী উপজেলাধীন মনোরম পল্লীর নিভৃত পরিবেশে স্কুলটি অবস্থিত। ভৌত অবকাঠামোসহ শিক্ষার্থী, শিক্ষক ওপাঠদানের সুন্দর পরিবেশ বেষ্টিত অবস্থায় উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে বিদ্যালয়টি। বিদ্যালয়ে সহশিক্ষা চালু রয়েছে। শৌচাগার, খেলার মাঠ, লাইব্রেরী, কম্পিউটার ল্যাবসহ সমস্ত প্রকার সুবিধাদির মাধ্যমে বিদ্যালয়টিতে নিয়মিতভাবে পাঠদান করা হয়।
অত্র অঞ্চলের গান্ধী নামে খ্যাত চন্দ্রনাথ বসু মহাশয়ের একান্ত প্রচেষ্টায় বিদ্যালয়টি বৃটিশ ভারতের অন্যতম বিড়লা কোম্পানীর আর্থিক সহায়তায় ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন বাবু আশুতোষ। সময়ের আবর্তনে পরবর্তীতে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অনিল কৃষ্ণ রায় এর নিষ্ঠা, কর্ম প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়টি বর্তমান অবস্থায় অধিষ্ঠিত হয়। আর তারই ধারাবহিকতায় বর্তমান প্রধান শিক্ষক মতিয়ার রহমানের বলিষ্ঠ দক্ষতায় বিদ্যালয়টি স্বকীয় বৈশিষ্ট্য বজায় রেখে সুনামের সাথে এগিয়ে চলছে।
ক্র.নং | শ্রেণী | বালক | বালিকা | মোট |
১ | ২ | ৩ | ৪ | ৫ |
১ | ষষ্ঠ | ১৫২ | ৬৫ | ২১৭ |
২ | সপ্তম | ১১৭ | ৩৪ | ১৫৩ |
৩ | অষ্টম | ১২৩ | ৪২ | ১৬৫ |
৪ | নবম | ৮৩ | ৪০ | ১২৩ |
৫ | দশম | ৮০ | ৩৫ | ১১৫ |
কমিটির ধরন | কমিটির মেয়াদকাল | সদস্য সংখ্যা | |
হইতে | পর্যন্ত | ||
১ | ২ | ৩ | ৪ |
ম্যানেজিং কমিটি | ১৫-১২-২০১১ | ১৪-১২-২০১৩ | ১৩ |
ক্র.নং | পরীক্ষার নাম | সাল | পাশের হার (%) | জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা |
১ | ২ | ৩ | ৪ | ৫ |
১ |
এস.এস.সি | ২০০৭ | ৫৬.৩৩ | ১ |
২ | ২০০৮ | ৫৮.৯২ | ৫ | |
৩ | ২০০৯ | ৬৮.৯৬ | ১ | |
৪ | ২০১০ | ৬৩ | ৪ | |
৫ | ২০১১ | ৬৮.১২ | ৫ |
মোট ১৬২ জন শিক্ষার্থী উপবৃত্তি পেয়ে থাকে
বিদ্যালয়ে পাশের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিদ্যালয় থেকে শিক্ষা প্রাপ্ত অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠিত হয়ে দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অবস্থান করছে।
ক) শতভাগ পাশের হার নিশ্চিত করা
খ) বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার বৃদ্ধি করা
গ) ঝরে পড়ার হার হ্রাস করা
ঘ) প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা
গোপালগঞ্জ-কাশিয়ানী বিশ্বরোডের ফুকরা নামক স্থান থেকে পূর্বদিকে একই পাকা সড়ক ধরে ৬ কিলোমিটার দূরে এই স্বনামধন্য বিদ্যালয়টি অবস্থিত। এছাড়া গোপালগঞ্জ সদরের হরিদাসপুর নামক স্থান থেকেনৌপথেওপ্রতিষ্ঠানটির সাথে ভাল যোগাযোগ রয়েছে।
ই-মেইল ঠিকানা : ramdiaskskbidyapith@gmail.com
৪৩ জন ছাত্র-ছাত্রী বর্তমানে ট্যালেন্টপুল ওসাধারণ বৃত্তি ভোগ করিতেছে। ইহা ছাড়া অনেক মেধাবী ছাত্র/ছাত্রী এস.এস.সি পাশ করিয়া বিভিন্ন কলেজে পড়াশুনা করিতেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস