বিদ্যালয়টি মূল ভবন ৪৪ শতাংশ জায়গার উপর অবস্থিত। মৌজা নং ১৪৩, দাগ নং ২৫৫৯, ২৫৬০, ২৫৬১, ২৫৬২, ২৫৫৬, ২৫৫৭, ২৫৫৮।
১। একতলা বিশিষ্ট মূল ভবনটি (৯০²´৩০²) বর্গফুট দক্ষিন মূখী অবস্তিত যার (৪০²´৩০²বর্গ ফুট) কক্ষটি ব্যবহার অনুপযোগী।
২ ।ফ্যমিলিটিস কতৃক নির্মিত এক তলা বিশিষ্ট (৭৫²´২০²বর্গ ফুট) ভবনটি তিন কক্ষ যাহা পশ্চিম মুখী অবস্থিত।
৩। (৭৫²´২০²বর্গ ফুট) টিন সেডটি পূর্ব মুখী অবস্থিত।
৪। টিন সেডের পশ্চিমে ( ২০²´২০²বর্গ ফুট) একটি টিন সেড বিশিষ্ট মসজিদ অবস্থিত ।
৫। ফ্যমিলিটিম ভবনটি দক্ষিণ পার্শ্বে (২৪²´১৭²বর্গফুট )টিন সেড বিশিষ্ট ছাত্রাবাস ও (২০²´২০²বর্গফুট) বিশিষ্ট টিনসেড মন্দির অবস্থিত।
ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়টি নিভৃত পল্লী এলাকায় অবস্থিত। ১৯৪১ সালের পূর্বে এটি পাঠশালা হিসাবে পরিচালিত হত। ১৯৪১ সালে এম.ই স্কুল হিসাবে এর যাত্রা শুরু হয়। এম.ই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন বাবু মনোরঞ্জন রায়। ১৯৪৩ সালে ১১ই জানুয়ারিতে উচ্চ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়। যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই উচ্চ বিদ্যালয়টি- তাদের মধ্যে জোতকুরা নিবাসী বলরাম সিং, জগবন্ধু বালা, প্রতাপ বিশ্বাস, পঞ্চানন বিশ্বাস, সদন মোল্যা, বিদ্যাধর নিবাসী গৌর ভৌমিক, বলাই সরকার, কড়িগ্রাম নিবাসী বিরেশ্বর সরকার প্রমুখ। যাদের অর্থায়নে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত তারা হলেন – দেবাশুর নিবাসী রাধা চরণ মন্ডল ও রাজেন্দ্রনাথ মন্ডল। এরা তৎকালীন নগদ ৩০০০/( তিন হাজার টাকা) এককালীন বিদ্যালয়ে দান করেন এবং তাদের নাম অনুসারেই বিদ্যালয়ের নামটি হয় ঘোনাপাড়া রাধাচরণ রাজেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়। সংক্ষেপে বিদ্যালয়ের নামটি লেখা হয় ঘোনাপাড়া আর , আর, উচ্চ বিদ্যালয়।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
৬ষ্ঠ ৭ম ৮ম ৯ম ১০ম | ৩৭ ৩৪ ৪৯ ৩৩ ২৬ | ৪৪ ১৯ ৪২ ২৬ ২০ | ৮১ ৫৩ ৯১ ৫৯ ৪৬ |
হাফিজুর রহমান মোল্যা সভাপতি
রমনী মোহন বিশ্বাস শিক্ষক প্রতিনিধি
সঞ্জয় কাঞ্জিলাল শিক্ষক প্রতিনিধি
এনায়েত মোল্লা অভিভাবক সদস্য
স্বপন রায় অভিভাবক সদস্য
ঠান্ডু মোল্লা অভিভাবক সদস্য
শমির বিশ্বাস অভিভাবক সদস্য
কণা বেগম সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
আব্দুল সাত্তার মোল্লা দাতা সদস্য
হারুন খান কো-অপ্ট সদস্য
প্রধান শিক্ষক সদস্য সচিব
পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ- ০৬-০৩-২০১২ইং
নবগঠিত কমিটির ১ম সভার তারিখ- ১১-০২-২০১২ইং
পরীক্ষার নাম | সাল | পাশের হার |
২ | ৩ | ৪ |
জেএসজি জেএসজি এস.এস.সি এস.এস.সি এস.এস.সি এস.এস.সি এস.এস.সি | ২০১১ ২০১০ ২০১১ ২০১০ ২০০৯ ২০০৮ ২০০৭ | ৭১.৯৫% ৫৮.৬২% ৮৩.০৫% ৭৯.১৭% ৫৪.৫৫% ৫৪.২৯% ৫৫.২৬% |
মোট ১৬২ জন শিক্ষার্থী উপবৃত্তি পেয়ে থাকে।
বিদ্যালয়টি অত্র এলাকা ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে নিরক্ষতার অন্ধকারাচ্ছন্নতা দূর করে জ্ঞানের আলো ছড়িয়া দিচ্ছে। যা প্রায় ১০০% শিক্ষার হারে পরিণত হতে যাচ্ছে। বিদ্যালয়ের পাশের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিদ্যালয় থেকে শিক্ষা প্রাপ্ত অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠিত হয়ে দেশে- বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ন পদে আসীন।
ক) শিক্ষা সংক্রান্ত
· ১০০% পাসের হার নিশ্চিত করা।
· বিদ্যালয়ের উপস্থিতির হার বৃদ্ধি করা।
· ঝরে পড়ার হার হ্রাস করা।
· প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
· কম্পিউটার বিষয় খোলা ও চালু করা।
· মূল্যবোধ সৃষ্টির শিক্ষার উপর গুরুত্বারোপ।
খ) ভৌত সংক্রান্ত:
· ভগ্ন কক্ষ মেরামত।
· টিনের ঘরের স্থানে বিল্ডিং স্থাপন।
· একতলা ভবনকে দ্বিতল ভবন করন।
· উন্নত মানের ল্যাবরেটরি স্থাপন।
· সর্বপরি প্রযুক্তি নির্ভর বিদ্যালয় তৈরী করা।
ঘোনাপাড়া আর, আর, উচ্চ বিদ্যালয়
পোস্ট: জোতকুরা ঘোনাপাড়া (৮১০১)
উপজেলা: কাশিয়ানী, জেলা: গোপালগঞ্জ।
Email: ghonapararrhighschool@gmail.com
1। মঙ্গল চন্দ্র বিশ্বাস- কর্মরত (জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)।
২। কামরুল ইসলাম- কর্মরত ডাক্তার চর্মরোগ (বিশেষজ্ঞ)।
আরো অনেকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস