অত্র মাদ্রাসা এবতেদায়ী ১ম শ্রেণী হতে ফাজিল (বি,এ) ৩য় বর্ষ পর্যন্ত ১৫টি শ্রেণী সম্বলিত দীর্ঘ ৭০ বছর যাবৎ দ্বীনি খেদমতের আঞ্জাম দিয়ে আসছে। মাদ্রাসাটি বর্তমানে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাধীন ৪নং সাজাইল ইউনিয়নের অন্তর্গত ২৯নং ভাট্টাইধোবা মৌজায় অবস্থিত। মাজড়া মহিদুল উলুম সিনিয়র মাদ্রাসা নামে পরিচিত।
বৃহত্তর ফরিদপুর জেলার কৃতি সন্তান পীরে কামিল মরহুম হাফেজ মহিউদ্দীন সাহেব (মাজড়া) মুসলিম জাতীয় ধর্মীয় শিক্ষার লক্ষে ১৯৪৪ইং সনে অত্র মাদ্রাসার ভিত্তি স্থাপন করেন। প্রায় ৮ বৎসর যাবৎ কোরয়ানী মাদ্রাসা হিসাবে পরিচালিত হয়। তার পরোলোকগমের পর তাঁর সুযোগ্য পুত্র প্রখ্যাত আলিমেদ্বীন পীরে কামিল মরহুম মাওলানা হাবিবুর রহমান সাহেব মাদ্রাসার প্রতিষ্ঠাতা নির্বাচিত হয়ে ১৯৫২ইং সনে আলিয়া মাদ্রাসা হিসাবে শিক্ষা ব্যবস্থা চালু করেন এবং কুমিল্লা জেলার অন্তর্গত অত্যান্ত যোগ্যতা সম্পন্ন হযরত মাওলানা মরহুম আঃ মতিন সাহেবকে সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ দেন। তিনি তার যোগ্যতা ও দক্ষতা প্রয়োগ করে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে দ্বানি মাদ্রাসা প্রতিষ্ঠার অনুপ্রেরণা জাগিয়ে তোলেন এবং বিভিন্ন জেলা হতে যোগ্য যোগ্য শিক্ষক ও ছাত্র সংগ্রহ করে একবারেই ফাজিল শ্রেণী পর্যন্ত চালু করেন। পুনঃ উদ্যোগের সাথে লেখাপড়ার মান উন্নয়নের জন্য আত্মনিয়োগ করায় অল্প দিনের মধ্যেই মাদ্রাসার খ্যাতি চর্তুদিকে ছড়িয়ে পড়ে এবং ছাত্রদের ভীর জমে ওঠে। উক্ত সুপারিনটেনডেন্ট সাহেব অক্লান্ত পরিশ্রম করে ১৯৫৬ সনে তৎকালীন পাকিস্তান সরকারের অধীনে একত্রে দাখিল ও আলিম স্তরের স্বীকৃতিপ্রাপ্ত হন এবং ১৯৫৮ সালে ফাজিল স্তরের প্রথম স্বীকৃতি লাভ করেন। ইহা গোপালগঞ্জ মহাকুমার সর্বপ্রথম ফাজিল স্বীকৃতি প্রাপ্ত মাদ্রাসা। ইতিপর্বে আর কোন ফাজিল মাদ্রাসা ছিল না। অত্র মাদ্রাসাটি ১৯৫৮ সাল থেক আজ পর্যন্ত প্রথম শ্রেণী হতে ফাজিল শ্রেনী পর্যন্ত দীর্ঘ প্রায় ৫৫ বৎসর যাবত এলাকায় ইসলামী শিক্ষার ধারা অব্যাহত রেখেছে। ২০১১ইং সনে পাবলিক পরীক্ষায় গুনগত ও সংখ্যাগত ভাবে ৯৮% ভাগ ফলাফল অর্জন করেছে এবং ২০১১ সনে সেকায়েপ কর্তৃক ৪০,০০০/- টাকা প্রতিষ্ঠান উদ্দীপনা পুরস্কার এবং শিক্ষক উদ্দীপনা পুরস্কার প্রাপ্ত হয়েছে।
শ্রেণী | বালক | বালিকা | মোট | ||||
ফাজিল ৩য় বর্ষ | ০৩ | ০৯ | ১২ | ||||
ফাজিল ২য় বর্ষ | ০৮ | ১০ | ১৮ | ||||
ফাজিল ১ম বর্ষ | ০৮ | ১০ | ১৮ | ||||
আলিম ২য় বর্ষ | ১০ | ১৬ | ২৬ | ||||
আলিম ১ম বর্ষ | ১২ | ২৫ | ৩৭ | ||||
দাখিল ১০ শ্রেণী | ১৫ | ৩২ | ৪৭ | ||||
দাখিল ৯ম শ্রেণী | ২০ | ২১ | ৪১ | ||||
দাখিল ৮ম শ্রেণী | ২২ | ৩৮ | ৬০ | ||||
দাখিল ৭ম শ্রেণী | ২০ | ২৮ | ৪৮ | ||||
দাখিল ৬ষ্ঠ শ্রেণী | ২০ | ২৮ | ৪৮ | ||||
এবতেদায়ী ৫ম | ১৮ | ৩২ | ৫০ | ||||
এবতেদায়ী ৪র্থ | ০৯ | ২০ | ২৯ | ||||
এবতেদায়ী ৩য় | ০৬ | ০৯ | ১৫ | ||||
এবতেদায়ী ২য় | ০৭ | ০৫ | ১২ | ||||
এবতেদায়ী ১ম | ০৬ | ০৬ | ১২ | ||||
মোট = | ১৮৪ | ২৮৯ | ৪৭৩ |
নাম | ক্যাটাগরি | পদবী |
মুন্সী হাবিবুর রহমান | মন্ত্রীর প্রতিনিধি | সভাপতি |
মোঃ আশরাফুজ্জামান | দাতা | সহ-সভাপতি |
মুন্সী ফররুখ হোসাইন | বিদ্যোৎসাহী | সদস্য |
মৌঃ মতিউর রহমান মিয়া | প্রতিষ্ঠাতা | সদস্য |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার | বিদ্যোৎসাহী | সদস্য |
সহকারী অধ্যাপক রামদিয়া সরকারী কলেজ | বিদ্যোৎসাহী | সদস্য |
মোঃ আঃ রজ্জাক মোল্যা | অভিভাবক | সদস্য |
মুন্সী হারুন অর রশীদ | অভিভাবক | সদস্য |
মুন্সী হাফিজ আহমেদ | অভিভাবক | সদস্য |
মোঃ শাহ্ আলম শেখ | শিক্ষক প্রতিনিধি | সদস্য |
মোঃ শফিকুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি | সদস্য |
মোঃ মুস্তাফিজুর রহমান | শিক্ষক প্রতিনিধি | সদস্য |
শ্রী তরুন মন্ডোল | মেডিকেল অফিসার | কো অপ্ট সদস্য |
কাজী ফজলুর রহমান | অধ্যক্ষ | সদস্য সচিব |
পরীক্ষার নাম | সাল | পাশের হার | জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা | ||||
ফাজিল ১ম, ২য়, ৩য় বর্ষ | ২০০৭ | ৩৩.৩৩% | ০ | ||||
২০০৮ | ৬৬.৬৭% | ০ | |||||
২০০৯ | ৮৮.২৩% | ০ | |||||
২০১০ | ১০০% | ০ | |||||
২০১১ |
|
| |||||
আলিম | ২০০৭ | ৬০% | ০ | ||||
২০০৮ | ৮২.৩৫% | ০ | |||||
২০০৯ | ৮২.৩৫% | ১ | |||||
২০১০ | ৯৪.১১% | ০ | |||||
২০১১ | ১০০% | ০ | |||||
দাখিল | ২০০৭ | ৫৫.৫৫% | ০১ | ||||
২০০৮ | ৮৪.৬১% | ০২ | |||||
২০০৯ | ৮৬.৯৫% | ০১ | |||||
২০১০ | ৯৬.৭৭% | ০২ | |||||
২০১১ | ৯৭.৭২% | ০ | |||||
৮ম জেডিসি | ২০১০ | ৯০% | ০ | ||||
২০১১ | ৬৮% | ০ | |||||
| মোট = | ৭৬.৮২% | ০৭ |
অত্র মাদ্রাসা হতে ২০১০ইং সনে জেডিসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত
১। মোঃ জসিমউদ্দীন
২। ফারজানা ইসলাম
৩। মুহসিনা খানম
অত্র মাদ্রাসা হতে শিক্ষা অর্জন করার পর আরও উচ্চ ডিগ্রি অর্জন করে অসংখ্যক ছাত্ররা বিভিন্ন মাদ্রাসায় স্কুল কলেজে গুরুত্বপূর্ণ পদে অধিষ্টিত হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত আছেন তন্মোধ্য মরহুম শায়খুল হাদীস আল্লামা হযরত মাওলানা আঃ মান্নান সাবেক অধ্যক্ষ গহরডাঙ্গা মাদ্রাসা টুঙ্গিপাড়া, মরহুম শায়খুল হাদিস আল্লামা হযরত মাওলানা আঃ রাজ্জাক কাসেমী (রাঃ) এর নাম উল্লেখযোগ্য। অত্র মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব কাজী ফজলুর রহমানও এ মাদ্রাসার অর্জিত ফসল। ইহা ব্যতিত অত্র মাদ্রাসা হতে শিক্ষা লাভী ছাত্রের মধ্যে হতে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ম্যাজিস্ট্রেট, ডি,সি এর দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন এবং আছেন।
বর্তমান এ মাদ্রাসাটিতে সাধারণ বিভাগ চালু আছে। ভবিষ্যতে অত্র মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ, মুজাবিবদ বিভাগ, হিফজুল কোরআন, কম্পিউটার, কারীকুলাম ও বি,এ (সম্মান) বিভাগ চালু করার প্রস্ত্ততি গ্রহণের পরিকল্পনা অব্যহত আছে।
গোপালগঞ্জ-ঢাকা বিশ্বরোডের মাজড়া নামক স্থান থেকে পশ্চিম দিকে প্রতিষ্ঠানটির সাথে ভাল যোগাযোগ রয়েছে।এছাড়া
মাজড়া এম.ইউ সিনিয়র মাদরাসা
ডাকঘর-মাজড়া, উপজেলা-কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ।
ই-মেইল ঠিকানা : majramufagilmaddrasa@yahoo.com
ছাত্র ছাত্রীর নাম | শ্রেণী | সাল | জিপিএ |
মোঃ মানোয়ার হোসেন | দাখিল | ২০০৬ | ৫.০০ |
মোঃ লিহাদুল ইসলাম | দাখিল | ২০০৭ | ৫.০০ |
মোঃ আবুল কাশেম | দাখিল | ২০০৮ | ৫.০০ |
মোঃ আজিজুর রহমান | দাখিল | ২০০৮ | ৫.০০ |
মোঃ মফিজুর রহমান | দাখিল | ২০১০ | ৫.০০ |
আলেয়া বেগম | দাখিল | ২০১০ | ৫.০০ |
ফাতিমা | আলিম | ২০০৯ | ৫.০০ |
মোঃ জসিমউদ্দীণ | ৮ম | ২০১০ | বৃত্তিপ্রাপ্ত |
ফারজানা ইসলাম | ৮ম | ২০১০ | বৃত্তিপ্রাপ্ত |
মুহসিনা খানম | ৮ম | ২০১০ | বৃত্তিপ্রাপ্ত |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস