গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ডহরদূর্গাপুর গ্রামের মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালযটি কাশিয়ানী উপজেলার পূর্ব শেষপ্রান্তে। পশ্চিমে বহমান কুমার নদী, পূর্বে গোবিন্দপুর, উত্তরে ডহরদূর্গাপুর আর দক্ষিনে কোড়ামারী বিদ্যালয়কে সার্বক্ষণিক বেস্টনী দিয়ে রেখেছে।বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া এই ডহরদূর্গাপুর গ্রামকে নিয়েই। বিদ্যালযটির জমির পরিমাণ ০.৪১ শতাংশ।
বিদ্যালয়টি ১৯৭০ সালে বেহেস্তবাসী মোঃ আলতাব হোসেনের পুত্র মোঃ আতিয়ার রহমান এর উদ্যোগে প্রথমে নির্মান ও বিনা বেতনে শিক্ষক নিয়োগ করে চালু করা হয়। যারা আজ আমাদের মাঝে নেই সেই মোঃ ইস্রাফিল মিয়া, মোঃ ফায়েকুজ্জামান,মোঃ নূরুদ্দিন শেখ ও মোমজেদ শরীফ এখনও জমিদাতা হিসেবে জীবিত রয়েছেন। বিদ্যালয়টি ১৯৭৩ সালে জাতীয়করণ হয়।
ক্র.নং | শ্রেণী | বালক | বালিকা | মোট | মন্তব্য |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ |
১ | শিশু | - | - | - |
|
২ | প্রথম | ১৬ | ৮ | ২৪ |
|
৩ | দ্বিতীয় | ১৫ | ১৭ | ৩২ |
|
৪ | তৃতীয় | ১৩ | ৯ | ২২ |
|
৫ | চতুর্থ | ১০ | ৮ | ১৮ |
|
৬ | পঞ্চম | ৯ | ৯ | ১৮ |
|
মোট | ৬৩ | ৫১ | ১১৪ |
|
গঠনের তারিখঃ- ১৪-০২-২০১০ ইং। অনুমোদনের তারিখঃ- ০৮-০৩-২০১০ ইং। মেয়াদঃ- ০৮-০৩-২০১০ থেকে ০৭-০৩-২০১৩ ইং পর্যন্ত। |
বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্যের নামের তালিকাঃ
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
ক্রমিক নং | সাল | পাশের হার | জি.পি.এ ৫ প্রাপ্তির সংখ্যা | মন্তব্য |
০১ | ২০০৯ | ৯০% | - |
|
০২ | ২০১০ | ১০০% | - |
|
০৩ | ২০১১ | ১০০% | - |
|
স্তর | ক্যাটাগরী | সাল | মোট | ||||
২০১১ | ২০১০ | ২০০৯ | ২০০৮ | ২০০৭ | |||
প্রাথমিক | ট্যালেন্টপুল | - | - | - | - | - | - |
সাধারণ | - | - | - | - | - | - |
এই বিদ্যালয় থেকে অনেক ছাত্র-ছাত্রী পাশ করে উচ্চ শিক্ষা লাভ করে সরকারী,বেসরকারী,আধাসরকারী বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারী হিসাবে কর্মরত আছে।
বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয হিসেবে উন্নীত করা। পাশের হার শতভাগে ধরে রাখা এবং সমাপনী পরীক্ষায় সকল ছাত্র-ছাত্রীকে এ প্লাস অর্জন।
কাশিয়ানী উপজেলা পরিষদ থেকে মংলা-ঢাকা মহাসড়কধরেঢাকা মুখী বাস,অটোরিক্সা কিংবামোটরসাইকেলযোগে উত্তর দিকে মাইল আটেক এগুলেই মাঝিগাতী বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ড থেকে হাতের ডান দিকে বরাবর সোজা ছোট্ট পাকা রাস্তা দিয়ে ভ্যানযোগে সামনে কিছুদূর এগুলেই ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি নজরে পড়বে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস