প্রতিষ্ঠানটি বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয় সংলগ্ন। এর পূর্বদিকে কুমার নদী,পশ্চিমে সাহেবের চর,উত্তরে কোড়ারমারী এবং দক্ষিনে গোয়ালগ্রাম। বিদ্যালয়টি কোড়ামারী মৌজার ১ নং খতিয়ানের অন্তর্ভূক্ত। বিদ্যালয়ের নিজস্ব জমির পরিমাণ ৫২ শতাংশ।বাস্তবে দখলে আছে ২০ শতাংশ।
এই প্রতিষ্ঠানের কোন জমি দাতা সদস্য নেই। তবে এর প্রধান উদ্যোক্তা হচ্ছেন বাথানডাংগা গ্রামের অধিবাসী ক্ষেত্রমোহন বিশ্বাস। তিনি একজন ডাক্তার ছিলেন। এছাড়া বাগিয়া গ্রামের রাধিকা মোহন রায় নামে আরো একজন উদ্যোক্তা ছিলেন।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
| |||
২ | ৩ | ৪ | ৫ |
| |||
প্রথম | ৩৩ | ২০ | ৫৩ |
| |||
দ্বিতীয় | ৩৩ | ৩০ | ৬৩ |
| |||
তৃতীয় | ৩১ | ৫০ | ৮১ |
| |||
চতুর্থ | ৩২ | ২১ | ৫৩ |
| |||
পঞ্চম | ২৩ | ৩২ | ৫৫ |
| |||
মোট ১৫২ | ১৫৩ | ৩০৫ |
গঠনের তারিখঃ- ১৪/০২/২০১০ ইং। অনুমোদনের তারিখঃ-০৮/০৩/২০১০ ইং। মেয়াদঃ- ০৮/০৩/২০১০ থেকে ০৭/০৩/২০১৩ ইং পর্যন্ত। |
বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্যের নামের তালিকাঃ
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
ক্রমিক নং | সাল | পাশের হার | জি.পি.এ ৫ প্রাপ্তির সংখ্যা | মন্তব্য |
০১ | ২০০৯ | ১০০% | - |
|
০২ | ২০১০ | ৯৭% | - |
|
০৩ | ২০১১ | ১০০% | - |
|
স্তর | ক্যাটাগরী | সাল | মোট | ||||
২০১১ | ২০১০ | ২০০৯ | ২০০৮ | ২০০৭ | |||
প্রাথমিক | ট্যালেন্টপুল | - | ১ | - | - | - | ১ |
সাধারণ | ২ | - | ১ | - | - | ৩ |
এই বিদ্যালয় থেকে অনেক ছাত্র-ছাত্রী পাশ করে উচ্চ শিক্ষা লাভ করে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারী হিসাবে কর্মরত আছে।
এই বিদ্যালয়টিকে ইউনিয়ন পর্যায়ে একটি মডেল স্কুল হিসেবে প্রতিষ্ঠিত করা এবং জাতীয় শিক্ষানীতির আলোকে বিদ্যালয়টিকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করা।
কাশিয়ানী উপজেলা পরিষদ থেকে মংলা-ঢাকা মহাসড়কধরেঢাকা মুখী বাস,অটোরিক্সা কিংবামোটরসাইকেলযোগে উত্তর দিকে মাইল আটেক এগুলেই শিবগাতী জোনাসুর বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ড থেকে হাতের ডান দিকে বরাবর সোজা ছোট্ট পাকা রাস্তা দিয়ে মোটরসাইকেল কিংবা ভ্যান যোগে আরো কিলো পাচেক সামনে এগুলে বাথানডাঙ্গা বাজার। আর বাজার সংলগ্ন হাতের বামপাশে রয়েছে বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের বড় প্রবেশ দ্বার। তারই পশ্চিম পাশ দিয়ে কয়েক কদম উত্তর দিকে এগিয়েই হাতের ডান পাশে স্বনামধন্য এই বিদ্যালয়ের মূল ফটকনজরে পড়বে। এছাড়া বিদ্যালয়ের রয়েছে নিজস্ব ই-মেইল ঠিকানাঃ
bathandanga68govprimary@hotmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস