ঐতিহ্যবাহী বরইহাট সিদ্দিকীয়া সিনিয়র আলিম মাদ্রাসা টি অত্র এলাকার সর্ব প্রাচীন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান । এটি বরইহাট গ্রামের প্রান কেন্দ্রে অবস্হিত ।মাদ্রাসাটি আলিম পর্যায়এ ওসহশিক্ষা কার্যক্রমে পরিচালিত ।এমাদ্রাসায় একটি এক তলা ও একটি দ্বিতল ভবন, দুটি টিনসেড ঘর, একটি পাকা মসজিদ ভবন আছে ।একটি পাকা ভবন নির্মানাধীন রয়েছে। এর ১২টি শ্রেনী কক্ষ, একটি অফিস কক্ষ,একটি শিক্ষক মিলনায়তন , একটি পাঠাগার ও ৪টি ছাত্রাবাস কক্ষ হিসাবে ব্যবহৃত হয় ।মাদ্রাসার পশ্চিম পাশে বিরাট একটি পুকুর এবং দক্ষিন পাশে খেলার মাঠ রয়েছে। মাদ্রসার পূর্ব পাশে সংযোগ সড়ক ও একটি মনোরম প্রধান প্রবেশ গেট রয়েছে ।
প্রধান গেট থেকে পাকা সড়ক টি উপজেলা ওজেলা সদর এর সংগে সংযুক্ত।
এলাকার মুসলমানদের সাধারন ও ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে শিক্ষার আলো সকল মানুষের মাঝে পৌছে দেওয়ার ব্রত নিয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অর্ন্তগত রাজপাট ইউনিয়নের বরইহাট গ্রামে ১৯৪৪সালে মরহুম জনাব আ: কাদের খান দারোগা সাহেবের প্রচেষ্টায় এ মাদ্রাসাটি স্হাপিত হয়। তাকে সর্বন্তকরনে সহযোগীতা করেন মরহুম ফরমান মোল্যা সাহেব(বরইহাট),মরহুম রজব আলী খান সাহেব (বরইহাট),মরহুম চাদ খান সাহেব (বরইহাট),
প্রমুখ সহ অনন্য ধর্মপ্রান মানুষেরা ।এমাদ্রাসাটি ০১/০১/১৯৫১সনে দাখিলও১৯৭৭সনে আলিম পর্যায়ে স্বিকৃতি লাভ করে।
আলিম | ২য় বর্ষ | ৪৪ জন |
আলিম | ১ম বর্ষ | ২২ জন |
দাখিল | ১০ম শ্রেনী | ৩০ জন |
দাখিল | ৯ম শ্রেনী | ৩০ জন |
দাখিল | ৮ম শ্রেনী | ৭০ জন |
দাখিল | ৭ম শ্রেনী | ৩০ জন |
দাখিল | ৬ষ্ঠ শ্রেনী | ৩০ জন |
এবতেদায়ী | ৫ম শ্রেনী | ৩৫ জন |
এবতেদায়ী | ৪র্থ শ্রেনী | ৩০ জন |
এবতেদায়ী | ৩য় শ্রেনী | ৩০ জন |
এবতেদায়ী | ২য় শ্রেনী | ২৮ জন |
এবতেদায়ী | ১ম শ্রেনী | ৩০ জন |
কমিটির মেয়াদ :২৭/০৭/২০১০ইংহতে ২৬/০৭/২০১২ পর্যন্ত।
১: জনাব আলহাজ মোশারেফ হোসেন চৌধুরী……………সভাপতি
২: জনাব মোস্তফা কামাল...................................সম্পাদক
৩: জনাব নূরুলইসলাম শিকদার ……………………………সদস্য
৪: জনাব আব্দুর রহমান মোল্যা……………………………সদস্য
৫: জনাব নজরুল হক সিপার ……………………………সদস্য
৬: জনাব আব্দুল হান্নান খান ……………………………সদস্য
৭: জনাব নওসের ফকির ……………………………..…সদস্য
৮: জনাব মুস্তাফিজুর রহমান ……………………………সদস্য
৯: জনাব মোসা: রেখা বেগম……………………………সদস্য
১০: জনাব মো: আবু হানিফ শেখ ………………….শিক্ষক প্রতিনিধি
১১: মো মনিরুজ্জামান ……………………………..….শিক্ষক প্রতিনিধি
সন | পরীক্ষার নাম | মোট পরীক্ষার্থী | মোট পাশের সংখ্যা | পাশের হার |
২০১১ ইং | ৫ম সমাপনী | ২১ | ২১ | ১০০% |
৮ম সমাপনী | ২৯ | ২১ | ৭২% | |
দাখিল | ৩০ | ২৩ | ৭৭% | |
আলিম | ১৩ | ১৩ | ১০০% | |
২০১০ ইং | ৫ম সমাপনী | ২৮ | ২০ | ৭১% |
৮ম সমাপনী | ২৩ | ২০ | ৮৭% | |
দাখিল | ৪২ | ৪১ | ৯৮% | |
আলিম | ২৪ | ১৮ | ৭৫% | |
২০০৯ ইং | দাখিল | ৩৭ | ২৭ | ৭৩% |
আলিম | ১০ | ০৯ | ৯০% | |
২০০৮ইং | দাখিল | ৩৫ | ২৮ | ৮০% |
আলিম | ১৯ | ১৯ | ১০০% | |
২০০৭ ইং | দাখিল | ২৪ | ১৮ | ৭৫% |
আলিম | ১৬ | ১২ | ৭৫% |
প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধী অত্র প্রতিষ্ঠানটি সুনামের সংঙ্গে এলাকার সর্বশ্রেনীর মানুষের মাঝে শিক্ষার আলো বিতরন করে আসছে। গোপালগঞ্জ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব আব্দুল হামিদ সাহেব, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মুবাল্লিগুল ইসলাম মরহুম মাও: ইমদাদুল হক সাহেব সহ অসংখ্য আলেমেদীন এই মাদ্রাসার ছাত্র ছিলেন । প্রতিষ্ঠানটি ২০১০সনে এফ, এস, এস প্রদত্ব শিক্ষক উদ্দিপনা পুরস্কার পেয়েছে । বিগত বছর গুলিতে দাখিল ও আলিম পরীক্ষায় একাধিক ছাত্র-ছাত্রী জিপি,এ ৫ পেয়েছে ।
ক: প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সাধন করা
খ: শিক্ষার গুনগত মান আরো বৃদ্ধি করা ।
গ: এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন তথা ডিজিটাল বাংলাদেশ গঠনে অবদান রাখা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস