গোপালগঞ্জ জেলাধীন , কাশিয়ানী উপজেলার অর্ন্তগত ওড়াকান্দি ইউনিয়নের তিলছাড়া গ্রামে বিদ্যালয়টি অবস্থিত।মধুমতি বিধৌত ছায়া সবুজে ঘেরা মনোরম পরিবেশে বিদ্যালয়ের কাযর্ক্রম চলে। ইহার দক্ষিন পার্শ্বে ঢাকা মঙ্গলা মহাসড়ক গিয়াছে ।3 টি টিন সেড পাকাঘর ও একটি 3 কক্ষ বিশিষ্ঠ বিল্ডিং আছে । শ্রেনি কক্ষ হিসাবে 8 টি কক্ষ, 1 টি কক্ষ ও 1 টি কম্পিউটার কক্ষ হিসাবে ব্যবহৃত হচ্ছে।শহীদ মিনার ,ডিপ টিউবওয়েল ,ও ছাত্র ছাত্রীদের জন্য পৃথক পৃথক শৌচাগার আছে। পূর্নাঙ্গ ম্যানেজিং কমিটি ও সুদক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।বিশাল খেলার মাঠ সহ বিদ্যালয়টি 1.75 একর জমির উপর প্রতিষ্ঠিত । মানবিক ,ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ছাত্র ছাত্রীদের লেখাপড়ার সুযোগ আছে।
অনুন্নত যোগাযোগ ব্যবস্থা জীবন যাত্রার নিম্ন মান এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে এ এলাকার শিক্ষার হার ছিল খুবই নিম্ন। “অনুন্নত এলাকাকে উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই।” -এ বিষয়টি অত্র গ্রামের অধিবাসী জনাব আকরাম হোসেন সোনামিয়া এবং তারই কনিষ্ঠভ্রাতা জনাব সিরাজুল ইসলাম মোল্যা অনুধাবন করে গ্রামের গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় নিজেদের অথ©ব্যয়ে তাদের মায়ের নামে সৈয়াদুন্নেছা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়টি 1987খ্রিঃ প্রতিষ্ঠিত করেন।পরবর্তীতে 1991খ্রিঃ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে ঢাকা শিক্ষার্বোড কর্তৃক স্বীকৃতি পায়।
শ্রেনি | ছাত্র | ছাত্রী | মোট |
6 ষ্ঠ | 66 | 83 | 149 |
7 ম | 75 | 60 | 135 |
8 ম | 74 | 55 | 129 |
9 ম | 60 | 63 | 123 |
10 ম | 69 | 68 | 137 |
মোট | 344 | 329 | 673 |
সুযোগ্য সভাপতি,সদস্য সচিব, 4 জন অভিভাবক সদস্য. 1 জন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য , 2 জন সাধারন শিক্ষক সদস্য,1 জন সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য,1 জন দাতা সদস্য ও 1 জন কো-অপ্ট সদস্য সহ সব©মোট 12 জন সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ ম্যানেজিং কমিটি বতর্মান ম্যানেজিং ।
পরিক্ষার নাম | সাল | পাসের হার | জি.পিএ. 5প্রাপ্তির সংখ্যা |
এস.এস.সি | 2011 | 73.53% | 3 জন |
এস.এস.সি | 2010 | 92% | 1 জন |
এস.এস.সি | 2009 | 54.46% | 2 জন |
এস.এস.সি | 2008 | 72.27% | 1 জন |
এস.এস.সি | 2007 | 33% | - |
2011 ইং সালে সেকায়েপ কতৃ©ক প্রদত্ত বৃত্তি
ছাত্র | ছাত্রী | মোট |
52জন | 93জন | 145জন |
উপবৃত্তির আওতায় সুযোগ সুবিধা পাচ্ছে । এছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি বছর শতকরা 50 -60 ভাগ ছাত্র/ছাত্রীদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ দিয়া থাকে।
vবিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় প্রতি ঘরে ঘরে (এস.এস. সি পাশ সহ) শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে।
vনারী শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে।
vদরিদ্র পরিবারের সন্তানেরা কম খরচে শিক্ষা পেয়ে এস.এস.সি পাসের পর কম©সংস্থান ও উচ্চ শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে।
vপ্রাক্তন ছাত্র/ছাত্রীরা ডাক্তার ,ইঞ্জিনিয়ার ,উকিলসহ অন্যান্য সরকারী উচ্চ পদস্থ কম©কর্তা /কম©চারী হিসাবে দায়িত্ব পালন করেছে।
vএলাকাবাসীর জীবন যাত্রার মান বৃদ্ধি পাচ্ছে।
vনৈতিক মূল্যবোধ বৃদ্ধি পাচ্ছে।
vসার্বিকভাবে আথর্সামাজিক অবস্থার উন্নতি হচ্ছে।
বিদ্যালয়ের বত©মান প্রধান শিক্ষক জনাব ফরিদ আহম্মদ মিনা আগামী পাঁচ বছরের মধ্যে (পঞ্চবার্ষিক পরিকল্পনা) শিক্ষক,ম্যানেজিং কমিটি, পিটিএ কমিটি ও স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় যা করতে চান তা হলোঃ
Þ জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় 100 % শিক্ষার্থীর পাসের নিশ্চয়তা বিধান।
Þ যুগোপযোগী শিক্ষাদানের ব্যবস্থা
Þ ভোকেশনাল কোস©চালু করণ।
Þ কম্পিউটার ল্যাব করা।
Þ একাদশ ও দ্বাদশ শ্রেণী পয©ন্ত চালু করণ।
Þ বিশাল গ্রন্থগার গড়ে তোলা।
Þ শিক্ষার্থীদের ডিজিটাল বাংলাদেশ গড়ার মতো উপযোগী করে গড়ে তোলা।
Þ এলাকার একটি সন্তান যাতে পঞ্চম শ্রেনি পাশ করার পর ঝরে না পড়ে তার জন্য লেখা পড়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া।
Þ সার্বিক ভাবে বিদ্যালয়টিকে সুসজ্জিত ও শিক্ষাগ্রহনের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করাই ভবিষ্যৎ পরিকল্পনা।
ই মেইল: syedunnesahighschool@gmail.co
মোবাইল নম্বর - 01918-417833 (প্রধান শিক্ষক)
সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়
গ্রাম +পোষ্টঃ -তিলছড়া
উপজেলা -কাশিয়ানী
জেলা -গোপালগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস