৮নং ওড়াকান্দী ইউনিয়ন পরিষদের খাল পার হইয়া পশ্চিম পাশ্বস্থ খাগড়াবাড়িয়া গ্রামের L G D রাস্তার পার্শ্বে অবস্থিত।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগর্বের ঐকান্তিক প্রচেষ্ঠায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এলাকার সর্বসাধারণ ও এ্যাডভোকেট মো: লায়েকুজ্জামান মোল্যার আর্থিক সাহায্যের মাধ্যমে বিদ্যালয়টি পদযাত্রা শুরু হয়। বর্তমান সরকারের আর্থিক সাহায্য সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়টি উত্তর উত্তর উন্নতির দিকে অগ্রসর হচ্ছে।
ক্র: নং | শ্রেণী | বালক | বালিকা | মোট |
১ | ২ | ৩ | ৪ | ৫ |
০১ ০২ ০৩ | ৬ষ্ঠ ৭ম ৮ম | ৩৮ ৩৪ ১৫ | ২২ ২১ ৩০ | ৬০ ৫৫ ৪৫ |
১। ছবুরোন নেছা -সভাপতি
২। লয়েকউজ্জামান মোল্যা - প্রতিষ্ঠাতা
৩। মো: মোহাসীন মোল্যা - দাতা সদস্য
৪। মজিরব রহমান মোল্যা - অভিভাবক সদস্য
৫। আয়বালী মোল্যা - অভিভাবক সদস্য
৬। নাজীর মোল্যা - অভিভাবক সদস্য
৭। সিদ্দিকুর রহমান - অভিভাবক সদস্য
৮। আসমা খানম - সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
৯। মশিউর রহমান - শিক্ষক প্রতিনিধি
১০। আরজ আলী -শিক্ষক প্রতিনিধি
১১। নুরজাহান বেগম - মহিলা সংরক্ষিত সদস্য শিক্ষিকা
১২। হেমায়েত উদ্দিন - কোপ্ট সদস্য
১৩। প্রধান শিক্ষক - সদস্য সচিব
ক্র: নং | পরীক্ষার নাম | সাল | পাশের হার | জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা |
১ | ২ | ৩ | ৪ | ৫ |
০১ ০২ | জে.এস.সি জে.এস.সি | ২০১০ ২০১১ | ৭০% ৬০% |
|
২০জন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পায়
অত্র বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী বিভিন্ন প্রতিষ্ঠানে পড়া লেখা ও কর্মরত আছে।
উচ্চ মাধ্যমিকে উন্নিত হওয়া। উপজেলার সর্বশেষ্ঠ বিদ্যালয় হিসাবে সম্মান অর্জন করা।
ছবুরোননেছা নিম্নমাধ্যমিক বিদ্যাল
পোস্ট- খাগড়াবাড়িয়া
কাশিয়ানী, গোপালগঞ্জ।
Email: soburonnesahighschool@gmail.com
শ্রেণি | স্থান | ছাত্রীদের নাম |
৬ষ্ঠ শ্রেণি | ১ম | স্বর্ণা খানম |
২য় | রুমা খানম | |
৩য় | রমজান | |
৭ম শ্রেণি | ১ম | সজিব মোল্যা |
২য় | বৈশাখী খানম | |
৩য় | আবিদ হাসান | |
৮ম শ্রেণি | ১ম | তুলি খানম |
২য় | আম্বিয়া খানম | |
৩য় | সজল মল্লিক |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস