কাশিয়ানী উপজেলাধীন ফুকরা ইউনিয়নের অর্ন্তগত দক্ষিন ফুকরা গ্রামে এই বিদ্যালয়টি অবস্থিত।এখানে একটি ৪ কক্ষ বিশিষ্ট টিনসেট ভবন আছে।বর্তমান ভবনটি জরাজীর্ন অবস্থায়। ২০০৫-০৬ সালে পি,ডি,পি -২ এর আওতায় ২কক্ষ বিশিষ্ট আর একটি বিল্ডিং তৈরী করা হয়। বিদ্যালয়টির জমির পরিমান .৩৩ শতাংশ।বিদ্যালয়টি পাকা রাস্তা ছেড়ে খানিকটা পথ দক্ষিনে শুকনোর সময় বিদ্যালয়টির যোগাযোগ ব্যবস্থা মোটামুটি।বিদ্যালয় থেকে কোনো রাস্তা পাকা রাস্তার সাথে নেই বিধায় বর্ষার মৌসুমে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ।বিদ্যালয়টিতে খেলার কোন মাঠ নেই বললেই চলে। বিদ্যালয়ের পুরাতন ভবনটি দক্ষিন মুখী এবং নতুনটি উত্তর মুখী।
দক্ষিন ফুকরা গ্রামে উচ্চ শ্রেনীর জমিদার রাহেনউদ্দিন মোল্যার ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।নিজের মেয়ে আবন কে লেখাপড়া করানোর উদ্দেশ্য প্রথমে নিজ বাড়িতে পাঠশালা হিসেবে বিদ্যালয়টি শুরু করেন।পরে নিজের .৩৩ শতাংশ জমির উপর ১টি টিনের ঘর স্থাপন করে শিক্ষাদান শুরু করেন।পরে ১৯৪৯ সালে এটি প্রাথমিক বিদ্যালয়ের রূপ ধারন করে।১ম পর্যায়ে প্রতিষ্ঠাতা নিজেই শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যয়ভার বহন করতেন।পরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়।
শ্রেনী | বালক | বালিকা | মোট |
প্রথম | ৫৮ | ৪৫ | ১০৩ |
দ্বিতীয় | ৫৪ | ৪০ | ৯৪ |
তৃতীয় | ৩৫ | ৫০ | ৮৫ |
চতুর্থ | ৩২ | ৫০ | ৮২ |
পঞ্চম | ১৯ | ২২ | ৪১ |
মোট | ১৯৮ | ২০৭ | ৪০৫ |
কমিটি গঠনের তারিখঃ-০৩/০২/২০১০। কমিটির মেয়াদ শেষঃ-০২/০২/২০১৫।
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | মোঃ সাইফূল সিকদার | সভাপতি |
০২ | মোঃ আঃ রউফ মোল্যা | সহ সভাপতি |
০৩ | হোসনেয়ারা বেগম | সদস্য (ইউপি) |
০৪ | দেলোয়ার শেখ | সদস্য সচীব (প্র,শি) |
০৫ | ইমদাদুল হক সরদার | বিদ্যুৎসাহী (পুরুষ) |
০৬ | খুকু মনি বেগম | বিদ্যুৎসাহী (মহিলা) |
০৭ | মোঃ মফিজুর রহমান | নিকট এম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধী |
০৮ | মোঃ ছিদ্দিকুর রহমান | অভিভাবক সদস্য (মেধাবী) |
০৯ | আমেনা বেগম | অভিভাবক সদস্য |
১০ | চায়না বেগম | অভিভাবক সদস্য |
১১ | আশরাফ আলী মোল্যা | ইউ, পি, সদস্য |
১২ | হুমায়েরা খানম | শিক্ষক প্রতিনিধী |
ক্রমিক নং | পরীক্ষার নাম | সাল | পাশের হার | জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা |
১ | প্রাথমিক শিক্ষা সমাপনী | ২০০৯ | ৬৫% |
|
২ | প্রাথমিক শিক্ষা সমাপনী | ২০১০ | ১০০% |
|
৩ | প্রাথমিক শিক্ষা সমাপনী | ২০১১ | ১০০% |
|
স্তর | ক্যাটাগরী | সাল | মোট | ||||
প্রাথমিক | ট্যালেন্টপুল | ২০১১ | ২০১০ | ২০০৯ | ২০০৮ | ২০০৭ |
|
|
|
|
|
| |||
সাধারন |
|
|
|
|
|
|
০১।ডাঃআমিরআলীগাজীএম,বি,বি,এস(ডি,এম,ডি,সি)এফ,এম,ডি,(ইউ,এস,সি,সি,ডি) (বারডেম)০২। ডাঃ সাফিকুল ইসলাম এম,বি,বি,এস,(বি,সি,এস) মেডিকেল অফিসার পাইকগাছা সদর হাসপাতাল খুলনা।০৩। রেজওয়ান মোল্যা বি,এস,সি ইঞ্জিনিয়ার (বুয়েট) ০৪। মৃত জাহিত সিকদার বি, এ অনার্স এল, এল, ফরেস্ট অফিসার
ছাত্র ছাত্রী ভর্তির হার ১০০% নিশ্চিত করন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ও সমাপনী পরীক্ষার ফলাফল ১০০% উর্ত্তীন করা,ঝরে পড়া রোধ করা, ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের ইউনিফর্ম ১০০% নিশ্চিত করন ১০০% উপস্থিতি নিশ্চিত করন ছাত্র ছাত্রীদের আদর্শ মানুষ হেসাবে গড়ে তোলার জন্য যথাসার্ধ চেষ্ঠা। সবোর্পরি বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে উন্নতী করা।
Email ID-southfukragovschool88@yahoo.com
Mobile No-01718717786
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস