ঐহিত্যবাহী ওড়াকান্দী মীড্ উচ্চ বিদ্যালয়টি ইং ১৯০৮ সনে তৎকালীন পূর্ব বাংলার ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহাকুমার কাশিয়ানী থানার অন্তর্গত ওড়াকান্দী গ্রামে অবস্থিত। বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দী ইউনিয়নে ওড়াকান্দী গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের মোট জমির পরিমান ৮.৩৮ একর। বিদ্যায়টিতে একটি দ্বিতল ভবন, দুটি একতলা ভবন, চারটি টিনের ঘর, একটি মসজিদ, একটি মন্দির, দুটি গভীর নলকূপ (টিউবওয়েল), দুটি শৌচাগার ও একটি খেলার মাঠ আছে যার আয়তন ১২৭৯২০ বর্গফুট। এটি গোপালগঞ্জ টু কাশিয়ানী বিশ্বরোডের পার্শ্ব রাস্তা তিলছড়া বাস স্ট্যান্ড টু ওড়াকান্দী ঠাকুর বাড়ির (হিন্দু ধর্মীয় বিখ্যাত একটি পীঠস্থান) রাস্তার উত্তর পার্শ্বে অবস্থিত। বিদ্যালয় থেকে ওড়াকান্দী ঠাকুর বাড়ির দূরত্ব প্রায় আধা কিলোমিটার।
প্রতিষ্ঠাতা: ড: সি. এস. মীড্
উদ্যোক্তা: যুগাবতার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর
শ্রী চন্দকান্ত বিশ্বাস
শ্রী বিধুভূষণ চৌধুরী
রেজারেন্ট অক্ষয় কুমার দাস
ওড়াকান্দী মীড্ উচ্চ বিদ্যালয়, ডাকঘর-ওড়াকান্দী, উপজেলা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ এর পুরাতন রেকর্ডপত্র হতে প্রাপ্তঃ বিদ্যালয়টি অনুন্নত, নিষ্পেষিত, অবহেলিত, নির্যাতিত জাতির মহান যুগাবতার ভগবান নামে খ্যাত শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ও তার সহযোগী চন্দ্র কান্ত বিশ্বাস, বিধূ-ভূষণ চৌধুরী, অক্ষয় কুমার দাস ও বিশ্বদেব দাস এবং অস্ট্রেলিয়ান ব্যাপ্টিস্ট মিশনের প্রতিনিধি ডাঃ সি, এস, মীড্ সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে ডাঃ সি.এস.মীড্ সাহেব সুদূর অস্ট্রেলিয়া থেকে জাহাজে করে বিদ্যালয়ের ভৌত অবকাঠামোর সরঞ্জামাদি নিয়ে আসেন। ডাঃ সি.এস.মীড্ সাহেবের নাম অনুসারে বিদ্যালয়টি নামকরণ করা হয় ওড়াকান্দী মীড্ উচ্চ বিদ্যালয়। ওড়াকান্দী গ্রামের চতুর্পাশে ঘৃতকান্দী, আড়কান্দী, মাইজকান্দী, আড়ুয়াকান্দী, খাগড়াবাড়িয়া, সাফলীডাঙ্গা ও রামদিয়া সহ বিরাট এলাকা নিয়ে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। বিদ্যালয়টি ১৯০৮ সালে স্থাপিত। পরবর্তীকালে ১৯১২ সনে বিদ্যালয়টি কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ী অনুমোদন প্রাপ্ত হয়। ১৯০৮ সালে বিদ্যালয়ের প্রথম সেক্রেটারী হিসাবে নিযুক্ত হন প্রখ্যত সমাজ সেবক অক্ষয় কুমার দাস। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব ভার গ্রহণ করেন সয়ং ডাঃ সি.এস.মীড্ এবং প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হন বৈকুন্ঠনাথ মৈত্র।
প্রতিষ্ঠানের প্রথিতযশা প্রধান শিক্ষকগণ:-
মি: বৈকুন্ঠনাথ মিত্র ১৯০৮
মি: বিপিন বিহারী সেন B.A- ১৯০৮
মি: পূর্ণ চন্দ্র ভট্টাচার্য্য B.A- ১৯০৯
মি: অনেন্দ কুমার চক্রবতীর্B.A- ১৯০৯
মি: বসন্ত কুমার ঘোষ B.A(Hon)- ১৯০৯ - ৩১
মি: মন্মথ রঞ্জন ঠাকুর B.A.B.L- ১৯৩১
মি: শ্রীকান্ত ঠাকুর B.A.B.T- ১৯৩১
মি: সুরেশ চন্দ্র বিশ্বাসM.A Bar-at-law-১৯৩২
মি: বিমলেন্দু প্রসাদ দাসগুপ্ত - ১৯৩২-৩৪
মি: ভূবন মোহন গাঙ্গুলী M.A - ১৯৩৪-৩৫
মি: গঙ্গাচরণ নাথ B.A.B.T- ১৯৩৫-৩৬
মি: প্রতুল চন্দ্র মুখার্জী M.A. B.T- ১৯৩৬-৩৭
মি: কালিপদ সান্ডিল M.A. B.Ed- ১৯৩৮-৪১
মি: শচীনাথ বন্দোপাধ্যায় M.A. B.T- ১৯৪১-৪২
মি: সুরেন্দ্র নাথ সুর M.A. Triple B.T-১৯৪৩-৪৪
মি: সমরেন্দ্র কুমার দাস B.A. T.T.C-১৯৪৪-৪৫
মি: বিভূতি ভূষণ মন্ডল B.A.B.T- ১৯৪৫-৪৬
মি: জগদীশ চন্দ্র সিকদার B.A.B.T- ১৯৪৬-৪৭
মি: সমরেন্দ্র কুমার দাসB.A. T.T.C- ১৯৪৭-৪৯
মি: উপেন্দ্র নাথ বিশ্বাস M.A. B.T- ১৯৪৯-৫০
মি: মোহিনী মোহন চৌধুরীM.A.- ১৯৫০-৬২
মি: সমরেন্দ্র কুমার দাসB.A. T.T.C- ১৯৬২-৭২
মি: আ,স,ম মঈনুদ্দীন সরদারB.A. B.Ed 1st class ১৯৭৩-২০০১
মি: এনায়েত হোসেন মোল্লা (বিকম্ বি-এড) ২০০১-২০০৪
মি: বিশ্বজিৎ কুমার মন্ডল B.Sc B.Ed, M.A ২০০৪
শ্রেণী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
ষষ্ঠ |
|
| ৭৪ |
সপ্তম |
|
| ৪৯ |
অষ্টম |
|
| ৪৭ |
নবম |
|
| ৪৫ |
দশম |
|
| ৭৫ |
বর্তমান কিমিটির মেয়াদ ২০/১২/২০১১ইং হইতে ১৯/১২/২০১৩ইং পর্যন্ত ০২ বছর বলবৎ। |
ক্র.নং | পরীক্ষার নাম | সাল | পাশের হার (%) | জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা |
১ | ২ | ৩ | ৪ | ৫ |
১ |
এস.এস.সি | ২০০৭ | - |
|
২ | ২০০৮ | ৫৪% |
| |
৩ | ২০০৯ | ৭৪% |
| |
৪ | ২০১০ | ৭০% |
| |
৫ | ২০১১ | ৫৯% |
|
শ্রেণী | মোট শিক্ষার্থী | ছাত্র | ছাত্রী | উপবৃত্তিধারী ছাত্র | উপবৃত্তিধারী ছাত্রী |
৬ষ্ঠ | ৫৫ | ২৬ | ২৯ | ১৩ | ১৩ |
৭ম | ৪১ | ২৩ | ১৮ | ০৫ | ০৯ |
৮ম | ৫৯ | ৩৬ | ২৩ | ১৫ | ১৪ |
৯ম | ৪৫ | ৩১ | ১৪ | ০৪ | ১০ |
১০ম | ৭৬ | ৪১ | ৩৫ | ১৩ | ১৫ |
মোট | ২৭৬ | ১৫৭ | ১১৯ | ৫০ | ৬১ |
১৩। অর্জনঃ | প্রতিষ্ঠানটি ২০১০সালে সেকায়েপ কর্তৃক উদ্দীপনা পুরষ্কার (২০,০০০/- টাকা) পেয়েছে। প্রতিষ্ঠানটি ২০১১সালে সেকায়েপ কর্তৃক উদ্দীপনা পুরষ্কার (২০,০০০/- টাকা) পেয়েছে। · জাতীয় পর্যায়ে বিশেষ কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের নামঃ- মি: মহেন্দ্র নাথ চৌধুরী- রেজিষ্টার কোঅপারেটিভ সোসাইটি মি: অমূল্য কুমার দাস (B.Sc. Engereen) Vice-principal, Sibpur Engeneer gollege. মি: ড: ভগবতী প্রসন্ন ঠাকুর M.A. Ph.D (London) মি: সুরেশ চন্দ্র বিশ্বাসM.A Bar. at-law, judge Calcutta High court. মি: প্রমথ রঞ্জন ঠাকুরM.A. Bar.at-Law, Ex-Minister W.B.Govt. মি: মন্মথ রঞ্জন ঠাকুর B.A. BL, Addl-Dist. Judge & City Coroner Calcutta. মি: নিত্য গোপাল মন্ডল B.A, B.Ed. (England returned) মি: হরেন্দ্র নাথ বিশ্বাস B.A, Sub Registrar. মি: হরেন্দ্র নাথ বিশ্বাস B.A, B.T, District Inspector of Schools. মি: রাজেন্দ্র নাথ চৌধুরী B.A. Excise Sub Inspector. মি: রসিক লাল দাস B.A, Excise Sub Inspector. মি: পরেশ চন্দ্র সরকার M.A. Engineer & Research Fellow. মি: ললিত চন্দ্র বিশ্বাস M.A, B.T. মি: অনিল রঞ্জন বিশ্বাস M.A. Addl District Magistrate / & S.D.O. মি: সত্যেন্দ্র নাথ বিশ্বাস B.A, S.I. of Police মি: উপেন্দ্র নাথ বিশ্বাস M.A. B.T, Headmaster/Principal মি: সামছুল হক চৌধুরী B.A, S.D.P.O. মি: জহুরুল হক মোল্লা M.A, Ph. D. (U.S.A) মি: ধীরেন্দ্র নাথ বিশ্বাস B.Sc. Engineer. মি: চিত্ত রঞ্জন সমাজপতি M.A, I.A.S |
| মি: এ.এস মো: জালাল উদ্দীন B.A. (Hons) মি: রায় এস.সি বল বাহাদুর B.L, M.L.C. মি: ভবানী শংকর বিশ্বাস B.A, Ex-Minister. মি: শচীপতি প্রসন্ন ঠাকুর M.L.A. মি: মাখন লাল মজুমদার M.A, I.A.S Addl Dist. Magistrate. মি: কার্ত্তিক চন্দ্র ঠাকুর M.A., L.L.B. মি: নির্মলেন্দু বিশ্বাস L.M.F.,Late of B.M.S (Eye Specialist) মি: আ: খালেক বিশ্বাস Retired O.C. মি: আ: খায়ের মিয়া B.A., Railway Section Office. মি: নুরুল হক মল্লিক S.D.P.Y.O. Narail. মি: হাবিবুর রহমান Pak. Navy. Chief Radio Electrical Artificer. মি: মোকাম্মেল হোসেন Office Superintendent, marine Dept. মি: আ: রউফ সরদার Model Diesel Try Engineering Dept Dacca. মি: জাহিদুজ্জামান M.A., R.Professor. মি: হরিনারায়ন দাস M.A., Professor, Bhanaga College. মি: নরেন্দ্র নাথ বিশ্বাস M.A, Professor, D.U. মি: নীতিশ চন্দ্র বিশ্বাস M.A., Ph.D. Register C.U. মি: ইউসুফ জাহাঙ্গীর M.A., Deputy Secretary. মি: কৃষ্ণ পদ সমাজদার M.A., 1st Class 1st C.U. মিসেস কণিকা বিশ্বাস Sec- M.P. মি: আব্দুল মজিদ খান Minister of Education মি: বিগ্রেডিয়ার সাইদুজ্জামান Minister of Law মি: আব্দুস সোবহান Superintendent of Customs. মি: ইউসুফ জাহাঙ্গীর সিকদার A.D.C মি: প্রিয়লাল দাস M.A. (Double) Professor of English. মি: শরীফুল ইসলাম M.Sc (1st Class) Ass. Professor. মি: আবু বক্কার বিশ্বাস B.Sc. Engineer ডা: আলী আকবর বিশ্বাস Retired Professor. ডা: পংকজ কুমার গাইন Retired Professor. ডা: রনজিৎ সরকারRetired Professor. ডা: রাসেল মোল্যা P.G. Gospital. মি: মো: আজিমুদ্দিন সরদার B.Sc. Engineer. মি: মো: জাহিদুজ্জামান B.Sc |
| ডা: হাফিজুর রহমান C.N.C মো: সেলিম মোল্লা M.A. মো: দাউদ হোসেন মোল্লা B.Sc. Engineer. মো: মামুনুর রহমান Comp. Engineer. মি: বিষ্ণু রঞ্জন দাস D.E.O. মো: দবির উদ্দিন আহমেদ R. Advisor, Square Pharmaceutical Ltd. মি: ফালগুনী রায় চৌধুরী Managing Director মি: সুব্রত ঠাকুর U.P. Chairman মি: অনন্ত বৈরাগী (জেলা পর্যায় ১ম সাঁতারু) |
· আদর্শ মডেল প্রতিষ্ঠান হিসাবে বিদ্যালয়টিকে প্রতিষ্ঠিত করা।
· আধুনিক বিজ্ঞান সম্মত পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের পাঠদানের ব্যবস্থা করা।
· ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের আবাসিক ব্যবস্থা করা।
· ছাত্র-ছাত্রীদের পৃথক পৃথক কমন রুমের ব্যবস্থা করা।
· আধুনিক বিজ্ঞানাগার তৈরীর ব্যবস্থা করা।
· এস.এস.সি পরীক্ষায় পাসের হার ১০০% নিশ্চিত করা।
কম্পিউটার ল্যাব স্থাপনের ব্যবস্থা করা।
মংলা-ঢাকা মহাসড়কের কাশিয়ানী উপজেলা পরিষদ থেকে গোপালগঞ্জমুখী তিলছড়া বাসস্ট্যান্ড থেকে হাতের বামদিকে মাইল পাঁচেক সামনে এগুলেই ওড়কান্দি ইউনিয়ন পরিষদ ভবন। সেখান থেকে আর মাত্র এক কিলোমিটার পথ সামনে এগুলেই হাতের ডান পাশে অবস্থিত এই বিদ্যালয় । এছাড়া যোগাযোগের ক্ষেত্রে | ||||||
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস