ফলসী ডি.এস.এস দাখিল মাদরাসাটি গোপালগঞ্জ জেলার অন্তর্গত কাশিয়ানী উপজেলাধীন নিজামকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী ফলসী গ্রামে অবস্থিত। মাদরাসাটির উত্তর পার্শ্বে দ্বিতল ভিত্তি বিশিষ্ট একটি একতলা ভবন রয়েছে। পশ্চিম পার্শ্বে একটি টিনের মসজিদ ঘর। দক্ষিন পার্শ্বে চারচলা বিশিষ্ট একটি টিনের ঘর এবং অর্ধপাকা একটি টিনের ঘর রয়েছে। পূর্ব পার্শ্বে একটি টিনের ঘর রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে ছোট্ট একটি খেলার মাঠ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির ইস নম্বর-১০৯৫২৯, ইনডেক্স নং-৩৪০২০৫২১০১ এবং কোড নং-১১৭৮৯।
১৯৬৩ সালে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি মীর মোকাররম হোসেন ফলসী ডি.এস.এস দাখিল মাদরাসাটি স্থাপন করেন। শিক্ষা প্রতিষ্ঠানটি ০১-০১-১৯৬৮ সনে স্বীকৃতি প্রাপ্ত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটিতে দাখিল সাধারণ বিভাগ চালু আছে।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
প্রথম | ২৫ | - | ২৫ |
দ্বিতীয় | ২৮ | - | ২৮ |
তৃতীয় | ২৫ | - | ২৫ |
চতুর্থ | ২৮ | - | ২৮ |
পঞ্চম | ৩০ | - | ৩০ |
ষষ্ঠ | ২৬ | - | ২৬ |
সপ্তম | ২৫ | - | ২৫ |
অষ্টম | ৩৮ | - | ৩৮ |
নবম | ২১ | - | ২১ |
দশম | ৮ | - | ৮ |
কমিটির ধরন | কমিটির মেয়াদকাল | |
হইতে | পর্যন্ত | |
১ | ২ | ৩ |
ম্যানেজিং কমিটি | কমিটি অনুমোদনের প্রক্রিয়া চলছে |
|
|
মাদরাসাটিতে জে.ডি.সি এবং দাখিল পরীক্ষার পাসের হার বৃদ্ধি পেয়েছে।
ভবিষ্যতে মাদরাসাটিকে একটি আদর্শ মাদরাসা হিসাবে প্রতিষ্ঠা করার এবং পাশের হার শতভাগে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকল ছাত্রদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হইবে।
গ্রাম-ফলসী, ডাকঘর-নিজামকান্দি,
উপজেলা-কাশিয়ানী,জেলা- গোপালগঞ্জ।
ই-মেইল ঠিকানা : falshidakhilmadrasha@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস