গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামে অবস্থিত ৮৯নং তারাইল বটতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিশ্ব রোডের পশ্চিম দিকে পার্শ্ব রাস্তা দিয়ে পশ্চিম দিকে অবস্থিত। বিদ্যালয়ের পশ্চিম দিকে আদর্শ গ্রাম। এখানে নদী ভাঙ্গন এলাকার লোক বাস করে। বিদ্যালয়ের দক্ষিন দিকে ৫০নং ফুকরা সরকারী প্রাথমিক উত্তরে ৫৩নং তারাইল বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং পূবর্দিকে ৯৯নং ফুকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
অত্র গ্রামে বসবাসরত জনাব মনোহর মোহন্ত এর উদ্যোগে জনাব সতীশ বিশ্বাস বটতলার শিক্ষকতার কাজ শুরু করেন। পরবর্তিতে সতিশ চন্দ্র মন্ডল বিদ্যালয়ে জায়গা দান করেন। বিদ্যালয়টি B (১ম-৩য়)টাইপ স্কুল হিসাবে পরিচালিত হয়্। ১৯৭৩ সালে তৎকালীন সরকার সকল বিদ্যালয়কে সরকারী ঘোসনা করলে তখন থেকে (১ম-৫ম) শ্রেনী হিসাবে আত্ন প্রকাশ করে।
শ্রেনী | বালক | বালিকা | মোট |
শিশু শ্রেনী | ২১ | ১২ | ৩০ |
১ম | ২১ | ১৭ | ৩৮ |
২য় | ১৯ | ১৫ | ৩৪ |
৩য় | ১৫ | ২০ | ৩৫ |
৪র্থ | ১৭ | ১৮ | ৩৫ |
৫ম | ০৮ | ০৭ | ১৫ |
মোট | ৯৮ | ৮৯ | ১৮৭ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১। | জনাব হান্নান সিকদার | সভাপতি |
০২। | জনাব রুমী খানম | সদস্য সচীব |
০৩। | জনাব মৃনাল কান্তি পোদ্দার | সহঃসভাপতি |
০৪। | জনাব তপন কুমার ভট্রার্চায্য | উঃবিঃসদস্য |
০৫। | জনাব আবেদ আলী সরদার | ইউপি, সদস্য |
০৬। | জনাব পরিতোষ রায় | সদস্য |
০৭। | জনাব লিবুরানী বিশ্বাস | সদস্য |
০৮। | জনাব তপতী রানী বিশ্বাস | সদস্য |
০৯। | জনাব অমল কৃঞ্চ মন্ডল | মেধাবী ছাত্র সদস্য |
১০। | জনাব সমীর কুমার মন্ডল | জমিদাতা |
১১। | জনাব জেছমিন বেগম | বিদ্যুৎসাহী সদস্য |
১২। | জনাব খালেদা মিনা | শিক্ষক প্রতিনিধী |
পরীক্ষার সন | ডি,আর ভুক্ত | পাসের সংখ্যা | পাসের হার | মন্ডব্য |
২০০৭ | ১৫ | ০৭ | ৫০% |
|
২০০৮ | ১৯ | ১৫ | ৭০% | সাধরন গ্রেডে বৃত্তি |
২০০৯ | ১০ | ১০ | ১০০% |
|
২০১০ | ১৫ | ১১ | ৭৫% |
|
২০১১ | ১৯ | ১৯ | ১০০% | সাধারন গ্রেডে বৃত্তি |
মোট ছাত্র ছাত্রীর সংখ্যা | ৫০% হিসাবে সুবিধাভোগীর সংখ্যা | ||||||
শ্রেনী | বালক | বালিকা | মোট | বালক | বালিকা | মোট | মন্তব্য |
১ম | ২১ | ১৫ | ৩৬ | ০৬ | ০৫ | ১১ |
|
২য় | ১৩ | ১৯ | ৩২ | ০৯ | ১১ | ২০ |
|
৩য় | ১৬ | ১৭ | ৩৩ | ১৪ | ১১ | ২৫ |
|
৪র্থ | ১০ | ১ | ২১ | ০৪ | ০৫ | ০৯ |
|
৫ম | ১৪ | ০৬ | ২০ | ০৩ | ০৩ | ০৬ |
|
মোট | ৭৪ | ৬৮ | ১৪২ | ৩৬ | ৩৫ | ৭১ |
|
১। সুপেন ভক্ত (এম,বি,বি,এস ভারত)
২। বিধান বিশ্বাস (শিক্ষকত,তারাইল হাই স্কুল)
৩। স্মৃতি রানী বিশ্বাস ( সহঃশি,স,প্রা,বি) বেথুড়ী ইউ,পি)
৪। তাপস বিশ্বাস (প্রা,বি,ভারত)
১০০% ভর্তি নিশ্চিত করন ও বিদ্যালয়ে ধরে রাখা, ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের অব কাঠামো উন্নয়ন, সমাপনী সহ সকল পরীক্ষায় গৌরবময় ফলাফল অর্জন, বিদ্যালয়ের সাবির্ক উন্নয়ন এবং আদর্শ বিদ্যালয় হিসাবে চিহ্নিত করা।
ID-tarailbattalagovschool@yahoo.com
Mobile No-01914192795
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস