কাশিয়ানী উপজেলাধীন ফুকরা ইউনিয়নের অর্ন্তগত একতলা বিশিষ্ট দালান। দালানটি তিনটি শ্রেনীকক্ষ ও একটি অফিস কক্ষ বিশিষ্ট। এর পূর্ন ছাদটি জরাজীর্ন এবং দরজা জানালার অবস্থা খুবই খারাপ। বিদ্যালয়টির জমির পরিমান ৬২শতক। বিদ্যালয়টির যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ এবং খেলার মাঠ নেই বললেই চলে।
অত্র গ্রামে বসবাস রত উচ্চ শ্রেনীর জমিদার পরিবারের সবর্শেষ জমিদার বাবু চন্দ্র বিলাস এর পিতামহ হরবিলাস বাবুর প্রচেষ্টায় পাঠশালা কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এ পাঠশালাটি ১৯৪৫ সালে প্রাথমিক বিদ্যালয়ের রুপ ধারন করে। পরে ১৯৭৩ সালে বঙ্গব্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রাজস্ব করন করা হয় এবং ১৯৭৩ সনে বঙ্গবন্ধুর নেতৃত্বে ৫৪নং ধলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়টি জাতীয় করন করা হয়।
শ্রেনী | বালক | বালিকা | মোট |
প্রথম | ০৫ | ০৬ | ১১ |
দ্বিতীয় | ০৯ | ০৭ | ১৬ |
তৃতীয় | ০৪ | ০৮ | ১২ |
চতুর্থ | ০৫ | ০৫ | ১০ |
পঞ্চম | ০৪ | ০৩ | ০৭ |
মোট | ২৭ | ২৯ | ৫৬ |
কমিটি গঠনের তারিখঃ-০৯/০৩/২০১০। কমিটির মেয়াদ শেষঃ-০৮/০৩/২০১৫।
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | মোঃ সিরাজুল ইসলাম | সভাপতি |
০২ | মোঃ অনেরুদ্দিন মোল্যা | সহ সভাপতি |
০৩ | মোঃ হাতেম মোল্যা | সদস্য (ইউপি) |
০৪ | মাহমুদা খানম | সদস্য সচীব (প্র,শি) |
০৫ | নীভা রানী মিস্ত্রী | সদস্য (মেধা) |
০৬ | হোসনেয়ারা বেগম | সদস্য অভিভাবক |
০৭ | নারগিস বেগম | সদস্য |
০৮ | জাহানারা বেগম | সদস্য (বিদ্যানুরাগী) |
০৯ | নীহার কান্তী বাকচী | সদস্য অভিভাবক |
১০ | মেজবাহুল ইসলাম লস্কর | সদস্য (উঃবিঃশি) |
১১ | বিনয় বিকাশ মজুমদার | সদস্য শিক্ষক প্রতিনিধি |
ক্রমিক নং | পরীক্ষার নাম | সাল | পাশের হার | জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা | মন্তব্য |
১ | প্রাথমিক শিক্ষা সমাপনী | ২০০৯ | ১০০% |
|
|
২ | প্রাথমিক শিক্ষা সমাপনী | ২০১০ | ১৩% |
|
|
৩ | প্রাথমিক শিক্ষা সমাপনী | ২০১১ | ১০০% |
|
|
স্তর | ক্যাটাগরী | সাল | মোট | ||||
প্রাথমিক | ট্যালেন্টপুল | ২০১১ | ২০১০ | ২০০৯ | ২০০৮ | ২০০৭ |
|
|
|
|
|
| |||
সাধারন |
|
|
|
|
|
|
মোল্যা গোলাম মোস্তফা প্রভাষক ইংরেজী বঙ্গবন্ধু সরকারী বিশ্বাবিদ্যালয় কলেজ গোপালগঞ্জ।বিজয় কৃঞ্চ বিশ্বাস ব্যাবস্থাপক বিশ্বব্যাংক (ভারত)
১০০% ভর্তি নিশ্চিত করন, ঝরে পড়া রোধ, বার্ষিক ও সমাপনী পরীক্ষায় ১০০% পাশ, আদর্শ বিদ্যালয় হিসাবে চিহ্নিত করা।
dhalgramgovschool54@yahoo.com
মোবাইল নম্বারঃ০১৯১৮৯৯৭৭২৫
০১৭১৭৬০৭৩৯৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস