কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের অন্তগর্ত ঘৃতকান্দী নিবাসী স্বর্গীয়গিরিশ চন্দ্র বসু, বদান্য বেনী মাধপ পাল মহাশায়ের অর্থায়নে এবং অত্র উপজেলার ফুকরা ইউনিয়নের অন্তগর্ত ফুকরা বাসী অনাথ বন্ধু মুখার্জী এর দানকৃত ৪.৮৪ একর জমির উপর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাগনের সকলেই ভারত বাসী।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিবাহিনীর ঘাঁটি ছিল বিদ্যালয়ে। ফলে পাক বাহিনী কতৃক বিদ্যালয় ভবনটির যথেষ্ট ক্ষতি সাধিত হয়। যুদ্ধ চলাকালীন সময়ে রাজাকাররা অত্র বিদ্যালয়ের দপ্তরী শুকলাল প্রামানিক কে বিদ্যালয় থেকে ধরিয়া লইয়া যায় এবং বিদ্যালয়ের পূবর্পাশে খেলার মাঠে তাহাকে নির্মমভাবে হত্যা করে
| ভর্তিকৃত ছাত্র/ছাত্রী | বার্ষিক পরিক্ষায় অংশ গ্রহনকারী ছাত্র/ছাত্রী | উত্তীর্ন ছাত্র/ছাত্রী |
|
|
| পাশের হার | |||
শ্রেনী | বালক | বালিকা | মোট | বালক | বালিকা | মোট | বালক | বালিকা | মোট |
|
১ম | ৫১ | ৪৯ | ১০০ | ৪৯ | ৩৭ | ৮৬ | ৪৫ | ৩৫ | ৮০ | ৯৩% |
২য় | ৬২ | ৫৮ | ১২০ | ৪৫ | ৪৯ | ৯৪ | ৪০ | ৪৫ | ৮৫ | ৯৮% |
৩য় | ৩৭ | ৩৩ | ৭০ | ৩১ | ২৬ | ৫৭ | ২৮ | ২২ | ৫০ | ৮৭ |
৪র্থ | ৪২ | ৩৬ | ৭৮ | ৩৬ | ৩০ | ৬৬ | ১৭ | ২০ | ৩৭ | ৫৬% |
৫ম | ১৩ | ১৯ | ৩২ | ১৩ | ১৯ | ৩২ | ১৯ | ১৩ | ৩২ | ১০০% |
মোট | ২০ | ১৯৫ | ৪০০ | ১৭৪ | ১৬১ | ৩৩৫ | ১৪৯ | ১৩৫ | ২৮৪ | ৮৫% |
ক্রমিক নং | নাম | পদবী |
০১। | জনাব দেলোয়ার হোসেন (দুলু) | সভাপতি |
০২। | জনাব শরিফুন নেছা | সদস্য সচিব |
০৩। | জনাব ডালিয়া আফরোজ মিনা | সহ সভাপতি |
০৪। | জনাব মোঃ আবেদা আলী সরদার | ইউপি সদস্য |
০৫। | জনাব এস, এম, বাহউদ্দিন (লিপু) | বিদ্যুৎসাহি |
০৬। | জনাব মোঃ হাতেম মোল্যা | সদস্য |
০৭। | জনাব শামচুননাহার বদর | সদস্য |
০৮। | জনাব মাহমুদা হক | সদস্য |
০৯। | জনাব আতিয়ার রহমান | সদস্য |
১০। | জনাব শিউলী রানী বাইন | শিক্ষক প্রতিনিধী |
সাল | পরীক্ষার্থীর সংখ্যা | বিভাগ/গ্রেড
|
| A+ | A | A- | B | C | D | মোট | হার |
২০০৯ | ৫৩জন | প্রথম বি:২২ | ২য় বি:২৫ | ৩য় বি:৩ |
|
|
|
|
|
| ৯৫% |
২০১০ | ৪৩জন | প্রথম বি:২৭ | ২য় বি:১৪ | ৩য় বি:১ |
|
|
|
|
|
| ৯৮% |
২০১১ | ৭০ |
|
| ৩জন | ১৯ | ১৮ | ১২ | ১৪ | ৪ | ৭০ | ১০০% |
শ্রেনী | বালক | বালিকা | একাধিক | মোট |
১ম | ২৩ | ২০ | ০৫ | ৪৩ |
২য় | ২১ | ৩৩ | ০২ | ৫৪ |
৩য় | ২১ | ২৬ | - | ৪৭ |
৪র্থ | ১২ | ১৯ | - | ২৩ |
৫ম | ১২ | ১১ | - | ২৩ |
মোট= | ১৯৮ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১। | এস, এম, আইয়াল হক বি,এস,সি, Ag,A,H বিসিএস | উপজেলা প্রানী সম্পদ |
০২। | এস, এম কামরুল হক বি, এস,সি,বুয়েট,ক্যাপন্টেন বি,এন | পরিচালক আরমামেন্ট বাংলাদেশ নৌবাহিনী |
০৩। | এস, এম, দেলোয়ার হোসেন Ag (অর্নাস)এম,এস এ্যান্ড পি,এইচ,ডি | চেয়ারম্যান পরিবেশ বিজ্ঞান |
০৪। | এস, এম ফজলুল হক বি,এস,সি(ইঞ্জিনিয়ারিং), এম, এস,সি | টেকনোলজি ষ্টোর অফিসার |
০৫। | এস, এম, ইকরামুল হক বি,এস,সি,Agএম, এস,সি কৃষি (ভূতত্ব) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়্ | উপ-পরিচালক বি,এ,ডিসি কুষ্টিয়া। |
০৬। | ডাঃ এস,এম আকমাল আলী এম বিবিএস, | পরিচালক ডায়বেটিক হাসপাতাল ঢাকা |
০৭। | ডাঃ এস, এম কামরুল ইসলাম এম,বিবিএস | মেডিকেল অফিসার মিডফোর্ড ঢাকা |
০৮। | মোঃ মিজানুর রহমান খান বি,এ অনার্স এম,এ (ইংরেজী) | সিনিয়র রিপোটার আরটিভি |
০৯। | নাদিম হায়দার সজল (মনি) বিএসসি (অনার্স)এম,এস,সি(গনিত) | ম্যানেজিং ডিরেক্টর, ওয়ান ট্রাস্ট লিমিটিড। |
শতভাগ শিশুকে বিদ্যালয়ে ধরে রাখা সমাপনী পরীক্ষার ফলাফল আরও ভাল করার উদ্যোগ। এক শিফটে পরিচালনা করা ইহাছাড়া অষ্টম শ্রেনী পযর্ন্ত লেখা পড়া করানোর ব্যবস্তা করা।
১৪।যোগাযোগ ব্যবস্থাঃ যোগাযোগ ব্যস্থা খুবই ভাল। উপজেলা এবং জেলা থেকে বাস/প্রাইভেটকার/অটোকার ইত্যাদি যানবাহন যোগে অতি সহজে এই বিদ্যালয় আসা যায়।
১৮।মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দ্ঃ
(ক)মাহফুজুল হক-২০১১-সাধারন
(খ)ঐশী খানম-২০০৪-সাধারন
(গ)সৌরেন মন্ডল-২০০৪ ট্যালেন্টপুল
(ঘ)ঊর্মিলা হোসাইন-২০০৭-ট্যালেন্টপুল
(ঙ)নিপা বিশ্বাস-২০০৯-সাধারন
(চ)নাজমা খানম ইতি-২০১০-সাধারন
(ছ)ফেরদৌস জাহান বিন্তি-২০১০-সাধারন
(জ)শর্মিলা হোসাইন-২০১১-ট্যালেন্টপুল।
Email Id:sarifunnesa@yahoo.com
০১৭২৪৪২০৯০০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস