নায়েবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৫৩ খ্রিস্টাব্দে মধুমতি নদীর তীরে মনরোম পরিবেশে ২ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুসলমান ডেপুটি কমিশনার আলহাজ্ব খান বাহাদুর শামসুদ্দাহার। তিনি তাঁর শ্রদ্ধেয় মায়ের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। বিদ্যালয়টির চারপাশে প্রাচীর রয়েছে। প্রাচীরের ভিতর রয়েছে সুবিশাল একাডেমিক ভবন। প্রধান শিক্ষকের জন্য রয়েছে পৃথক কক্ষ, শিক্ষক ও শিক্ষিকাদের জন্য রয়েছে আলাদা কক্ষ, শ্রেণী কক্ষ রয়েছে ৭টি, শিক্ষক ও ছাত্রীদের জন্য পৃথক ২টি শৌচাগার রয়েছে, সুপেয় খাবার পানির জন্য গভীর নলকূপ এর ব্যবস্থা রয়েছে। এছাড়াও বাঙ্গালি জাতীর অহংকার ভাষা শহীদের স্মৃতি উদ্দেশ্যে নির্মিত রয়েছে শহীদ মিনার।
১৯৫৩ খ্রিস্টাব্দের পূর্বে অত্র এলাকায় কোন মাধ্যমিক বিদ্যালয় ছিল না। এলাকার ছাত্র ছাত্রীরা প্রাথমিক পড়া শেষ করার পরে, মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কাশিয়ানী জি,সি, পাইলট উচ্চ বিদ্যালয় অথবা, ফুকরা এম,এম একাডেমিতে পড়তে যেতে হত। যা- অত্র এলাকা হতে প্রায় ১৫ কি:মি: দূরে অবস্থিত এবং রাস্তা ঘাট ছিল অত্যন্ত দূর্গম বিধায় অধিকাংশ ছাত্র-ছাত্রী পঞ্চম শ্রেণী পাশ করার পর পড়াশুনা শেষ হয়ে যেতো। বিষয়টি উপলব্দি করে এলাকার কৃতি সন্তান অবিভক্ত বাংলার প্রথম মুসলমান ডেপুটি কমিশনার আল্ হাজ্ব খান বাহাদুর শামসুদ্দাহার গ্রাম বাসীর সহায়তায় ৫ (একর) জমির উপর মেয়েদের জন্য নায়েবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এবং ছেলেদের জন্য নায়েবুন্নেছা ইনস্টিটিউশন নামে ২টি পৃথক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সেই ১৯৫৩ খ্রিস্টাব্দ থেকে নায়েবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়টি এলাকার নারী শিক্ষা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
২ | ৩ | ৪ | ৫ |
৬ষ্ঠ ৭ম ৮ম ৯ম ১০ম |
| ৪৪ ৩১ ৬৬ ২৮ ৩৯ | ৪৪ ৩১ ৬৬ ২৮ ৩৯ |
১। জনাব আলহাজ্ব গিয়াস উদ্দীন ফেরদেৌস- সভাপতি
২। জনাব জাকির হোসেন – শিক্ষক প্রতিনিধি
৩। জনাব সজল কুমার বর – শিক্ষক প্রতিনিধি
৪। জনাব রুবিয়া বেগম – সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি
৫।জনাব মো: আবুল খায়ের – অভিভাবক সদস্য
৬। জনাব খালেদা বেগম – অভিভাবক সদস্য
৭। জনাব কাজী ওয়াহিদুজ্জামান – অভিভাবক সদস্য
৮। জনাব অলিয়ার রহমান – অভিভাবক সদস্য
৯। জনাব রাবেয়া বেগম – সংরক্ষিত মহিলা অভিভাবক
১০। শূণ্য – প্রতিষ্ঠাতা সদস্য
১১। জনাব এ.এস.এম. রকিবুল হাসান – দাতা সদস্য
১২। জনাব আলহাজ্ব হারুন-অর-রশীদ – কো-অপ্ট সদস্য
১৩। প্রধান শিক্ষক – সদস্য সচিব
পরীক্ষার নাম | সাল | পাশের হার | জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা |
২ | ৩ | ৪ | ৫ |
জে.এস.সি | ২০১০ | ২৫% |
|
জে.এস.সি | ২০১১ | ৬৩.৬% |
|
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত মোট ৫১ জন ছাত্রী শিক্ষা উপবৃত্তি পেয়ে থাকে।
বিদ্যালয়টি দীর্ঘ ৬০ বছর ধরে অনেক কৃতি ছাত্রী তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে । যারা বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত গুরুত্ব পূর্ণ পদে আসীন আছে।
আগামী ১০ বছরের মধ্যে বিদ্যালয়টিকে একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে তুলবো।
নায়েবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়
পোস্ট: রাতইল,
উপজেলা: কাশিয়ানী, জেলা: গোপালগঞ্জ।
মোবাইল: ০১৭১৬৪০১৭০৭ (দেলওয়ার আহমদ,প্রধান শিক্ষক)
ই-মেইল:naebunnessagirls@gmail.com
শ্রেণি | স্থান | ছাত্রীদের নাম |
৬ষ্ঠ শ্রেণি | ১ম | লিমা খানম |
২য় | শিমুল খানম | |
৩য় | তমা খানম | |
৭ম শ্রেণি | ১ম | অনিকা তাসনীম |
২য় | মনিরা খানম | |
৩য় | জোনাকী খানম | |
৮ম শ্রেণি | ১ম | নাসরিন খানম |
২য় | লতিফা আক্তার (মিম) | |
৩য় | ঐশ্বরিয়া নওরিন (ঐশ্বী) | |
৯ম শ্রেণি | ১ম | পিয়া খানম |
২য় | তাছলিমা খানম | |
৩য় | সোনিয়া খানম | |
১০ম শ্রেণি | ১ম | মাইশা |
২য় | পিয়াসী খানম | |
৩য় | শারমিন আক্তার (শান্তা) |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস