গোপালগঞ্জ জেলাধীন কাশিয়ানী উপজেলা হইতে প্র্রায় ৮ কিঃমিঃ দূরে মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে মাদ্রাসাটি অবস্থিত। মাদ্রাসাটির একটি ২তলা বিশিষ্ঠ পাকা ভবন , দু’টি টিনসেট আছে। মাদ্রাসার পশ্চিম পাশে একটি পাকা মসজিদ এবং একটি হাফেজিয়া মাদ্রাসা রয়েছে। মাদ্রাসার উত্তর পার্শ্বে নিজস্ব একটি পুকুর রয়েছে। দক্ষিণ পার্শ্বে রয়েছে জয়নগর বাজার , পূর্ব পার্শ্বে বাজারের মূল রাস্তা।
১৯৪৮ ইং সালে মাঝিগাতী নিবাসি মরহুম আলহাজ মোজাহার মোল্যা ও তার বন্ধু জোনাসুর নিবাসি মরহুম আলহাজ কাজী মোঃ আঃ গনী সহ পবিত্র হজ্ব পালনের জন্য মক্কা শরীফে গমন করেন। তাহারা পবিত্র কাবা শরীফে গেলে একমত পোষন করেন যে, দেশে ফিরে এসে যৌথ উদ্দ্যগে জয়নগরে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবেন। মোঃ কাজী আঃ গনী সাহেব মক্কা শরীফে পরলোক গমন করায় আলহাজ মোজাহার মোল্যা সাহেব দেশে ফিরে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারনের সাথে আলোচনা করে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
উক্ত প্রতিষ্ঠানটি জয়নগর এম, ইউ, সিনিয়র মাদ্রাসা নাম করন করে ১৯৪৮ সালে স্থাপন করেন।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট ছাত্র/ছাত্রী |
১ম | ১৬ | ০৯ | ২৫ |
২য় | ১৮ | ১৩ | ৩১ |
৩য় | ৩৫ | ১৯ | ৫৪ |
৪র্থ | ২১ | ২৬ | ৪৭ |
৫ম | ২৫ | ৩৪ | ৫৯ |
৬ষ্ঠ | ২৮ | ২২ | ৫০ |
৭ম | ৩১ | ১৬ | ৪৭ |
৮ম | ৩৮ | ২৭ | ৬৫ |
৯ম | ৩০ | ১৯ | ৪৯ |
১০ম | ১৫ | ১৮ | ৩৩ |
আলিম ১ম বর্ষ | ০৮ | ১৯ | ২৭ |
আলিম ২য় বর্ষ | ১৬ | ১৪ | ৩০ |
গর্ভানিং বডি।
১। হাজী আঃ রহিম তালুকদার –সভাপতি।
২। হাজী আঃ মালেক –অভিভাবক সদস্য।
৩। এস,এস সাইদুর রহমান –অভিভাবক সদস্য।
৪। মোঃ নাজমুন আরেফিন –অভিভাবক সদস্য।
৫। মোঃ মোফাজ্জেল হুসাইন –অভিভাবক সদস্য।
৬। মোঃ কামরুজ্জামান (কামাল) - কোঅপ্ট সদস্য।
৭। মোছাঃ আমিরুননেছা - শিক্ষক পতিনিধি।
৮। মোঃ ইউনুছ ফকির - শিক্ষক পতিনিধি।
৯। মোঃ ইদ্রিস আলী খান - শিক্ষক পতিনিধি।ৱ
১০। মোঃ ফারুকুজ্জামান মোল্যা –সদস্য সচিব।
সন | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা |
২০১০ | ৫৫ জন | ৫৩ জন |
২০১১ | ৫৬ জন | ৪৯ জন |
ইবতেদায়ী পর্যয়ে ৫০% , দাখিল পর্যয়ে ২০%।
ক্রমিক নং | নাম | পদ |
০১ | মোঃ শফিকুল ইসলাম | সহকারী জজ -মাদারীপুর। |
০২ | শামচুন্নাহার মিনা জামান | সাবেক চেয়ারম্যান –মহেশপুর ইউনিয়ন। |
০৩ | মোঃ ফারুকুজ্জামান মোল্যা | অধ্যক্ষ জয়নগর এম.ইউ সিনিয়র মাদ্রাসা। |
০৪ | মোঃ আলমগীর হোসেন | উর্ধতন কর্মকর্তা –নেছলে বাংলাদেশ। |
উপজেলা পর্যায়ে একটি মডেল বিদ্যাপিঠ প্রতিষ্ঠা এবং জাতীয় শিক্ষানীতির আলোকে এই বিদ্যাপিঠকে সরকারী করনে উন্নীত করণ।
ই-মেইলঃ joy-mus@yahoo.com
মোবাইলঃ০১৯১১৪৬৯২১৭
টেলিফোনঃ০৬৬৫২৫৬৫০৭
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস