গোপালগঞ্জ জেলার অন্তর্গত কাশিয়ানী উপজেলাধীন ঐতিহ্যবাহী গ্রাম পারুলিয়া।কাশিয়ানী হতে রাহুথড়গামী লোকাল পাকা রাস্তার পূর্বপাশ ঘেষে বিদ্যালয়ের খেলার মাঠটি অবস্থিত। উক্ত মাঠ সংলগ্ন পূর্বপাশে ৫ টি পাকা, আধা-পাকা ভবনের সমন্বয়ে বিদ্যালয়টি গঠিত। লাগা উত্তর পাশে সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন রয়েছে। বিদ্যালয়টিতে সর্বমোট ১৩ টি কক্ষ রয়েছে। বিদ্যালয়টি ইংরেজী বড় অক্ষরের ইউ আকারের সুদৃশ্য মূল ফটক দ্বারা সুসজ্জিত। দক্ষিন পাশের বড় পুকুরটি বিদ্যালয়টির শোভা বর্দ্ধনে নিবেদিত প্রাণ।
বিদ্যালয়টি ১ জানুয়ারী ১৯৭৩ সালে স্বীকৃতি লাভ করে।মো: ইদ্রিস সিকদার (জমি দাতা), মো: নজরুল ইসলাম (খোকা) যিনি উদ্যোগ বা প্রতিষ্ঠাকালীন একজন সফল পরিচালক।এছাড়া খ.ম সিরাজুল হক, মো: নওজেস আলী খান, মো: আবুল কাশেম মোল্যা,মো: সোলায়মান মুন্সী, মো: আব্দুল হান্নান মিয়া, মো: ওবায়েদ আহমেদ (বাবু), মো: আবুল বাশার প্রমূখ গণ্যমান্য ব্যক্তি স্বেচ্ছায় উদ্যোগ গ্রহণ করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
ক্র.নং | শ্রেণী | বালক | বালিকা | মোট | মন্তব্য |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ |
১ | ষষ্ঠ | ৫৪ | ৪৬ | ১০০ |
|
২ | সপ্তম | ৪৫ | ২৯ | ৭৪ |
|
৩ | অষ্টম | ৪৮ | ২৯ | ৭৭ |
|
৪ | নবম | ২৪ | ২৩ | ৪৭ |
|
৫ | দশম | ৩৪ | ২৮ | ৬২ |
|
কমিটির ধরন | কমিটির মেয়াদকাল | সদস্য সংখ্যা | মন্তব্য | |
হইতে | পর্যন্ত | |||
১ | ২ | ৩ | ৪ | ৫ |
ম্যানেজিং কমিটি | ০১-০৬-২০১১ | ৩১-০৫-২০১৩ | ১২ |
|
|
|
২০১০ সালে জুনিয়র বৃত্তি (সাধারণ)- ০১ জন
ক) শিক্ষা-বৃত্তি -১ জন (২০১০ সালে) : রীমা খানম
খ) এস.এস.সি ফলাফল : ২০০৮ সালে ০২ জন জিপিএ -৫ (১ জন গোল্ডেন-৫)
২০০৯ সালে ০২ জন জিপিএ -৫ (১ জন গোল্ডেন-৫)
২০১০ সালে ০১ জন জিপিএ -৫
২০১১ সালে ০১ জন জিপিএ -৫
গ) উদ্দীপনা পুরস্কার : ২০১০ সালে ৩০,০০০ টাকা
২০১১ সালে ৪০,০০০ টাকা
পারুলিয়া উচ্চ বিদ্যালয়কে একটি মডেল হাই স্কুল এ্যান্ড কলেজে রূপান্তর করা।
কাশিয়ানী উপজেলা পরিষদ থেকে দক্ষিণ-পূর্ব দিকে বিশ্বরোড পার হয়ে সাজাইল-পারুলিয়া-রাজপাট-রাহুথড় রোড দিয়ে ১৫ কিলোমিটার পূর্ব দিকে অগ্রসর হলে রোডের বামপাশে এই সুদৃশ্য এবং এতিহ্যবাহী বিদ্যালয়টি স্বমহিমায় দন্ডায়মান।
ই-মেইল ঠিকানা : paruliahighschool71@yahoo.com
ক্র.নং | মেধাবী ছাত্র-ছাত্রীর নাম | কারণ |
১ | আকাশ মন্ডল |
২০০৮ সালে এস.এস.সি-তে জি.পি.এ-৫ প্রাপ্ত |
২ | প্রভাষ বিশ্বাস | |
৩ | তাহমিদা নাজনীন |
২০০৯ সালে এস.এস.সি-তে জি.পি.এ-৫ প্রাপ্ত |
৪ | মো: রাশেদ শরীফ | |
৫ | রীমা খানম | ২০১০ সালে জুনিয়র সাধারণ বৃত্তি প্রাপ্ত |
৬ | রানা মৈত্র | ২০১০ সালে এস.এস.সি-তে জি.পি.এ-৫ প্রাপ্ত |
৭ | মনোজ রায় | ২০১১ সালে এস.এস.সি-তে জি.পি.এ-৫ প্রাপ্ত |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস