রাজপাট কাশিয়ানী উপজেলাধীন একটি ইউনিয়ন। ইউনিয়ন পরিষদ থেকে অর্ধ কিলোমিটার দক্ষিনে সরু পাকা রাস্তা দিয়ে কিছুদূর এগোলে থমকে দাঁড়াতে হবে। রাস্তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি নামফলক। বুকেখোঁদাই করা রয়েছে বরইহাট সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। একটু ডানদিকে এগোলেই চোখে পড়বে ১৯৪৪ সালের প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি। গাছে গাছে পাখির ডাক আর সবুজে ঘেরা বরইহাট গ্রামের মনোরম পরিবেশে মাদ্রাসাটি প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছছিলেন রাজপাট ইউনিয়নের ভূতপূর্ব চেয়ারম্যান মরহুম আব্দুল কাদের খান। জানা যায় ভারতের ফুরফুরা শরীফের পীর সাহেবের নামানুসারে এই প্রতিষ্ঠানের এরূপ নামকরণ করা হয়। কালের আবর্তে একদিনকার ছোট্ট মাদ্রাসাটি আজকের এই আলিম মাদ্রাসায় উন্নীত হয়েছে। ইংরেজী U-প্যাটার্ণের প্রতিষ্ঠানটিতে এখনও একটি টিনের ঘর কালের সাক্ষী হয়ে স্বমহিমায় দন্ডায়মান। সরকারী ও স্থানীয় অনুদানে আরও তিনটি ভবন মাদ্রাসাটিকে করেছে দৃষ্টিনন্দন। সৃষ্টি সুখের উল্লাসে মুখরিত এই প্রতিষ্ঠান। প্রতিবছর এ মাদ্রাসা থেকে
বের হচ্ছে সৃষ্টিশীল নতুন নতুন মুখ। দেশ ও জাতির উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন তাঁরা। তের জন শিক্ষকের সুনিপুন সৃজনশীল কর্মদক্ষতার মাধ্যমে চার শতাধিক শিক্ষার্থীর বহুমুখী দৃষ্টিভঙ্গী গঠনে সর্বক্ষণ কাজ করে যাচ্ছেন। উল্লেখ |
|
করা যেতে পারে- আলোচ্য মাদ্রাসাসহ গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসা ও পিঙ্গলিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল এই বরইহাট সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসারই ছাত্র ছিলেন। খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙগনেও রয়েছে মাদ্রাসার একচ্ছত্র পদচারণা। বার্ষিক মাহফিলের মাধ্যমে এলাকার আপামর ধর্মপ্রাণ জনসাধারণকে নতুন ধারণায় দীক্ষিত করে তোলে এই মাদ্রাসা। মাদ্রাসার প্রতিটি ইট পাথরের মধ্যদিয়ে প্রজ্বলিত আলোতে জাজ্বল্যমান বরইহাটবাসীর অহঙ্কার এই বরইহাট সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। তাইত সবাই অকুণ্ঠচিত্তে আজও স্মরণ করেন মরহুম আব্দুল কাদের খানকে। -----------
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS